Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

পাটকেলঘাটায় গাছে গাছে আমের গুটি, লাভের আশায় কৃষক

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৫:০২

সাতক্ষীরার পাটকেলঘাটায় আমগাছগুলোতে এসেছে আমের গুটি। ছবি: আজকের পত্রিকা চলছে আমের মৌসুম। আমের মুকুল থেকে এখন ছোট-ছোট আমের দেখা মিলছে গাছে গাছে। একই পরিস্থিতি সাতক্ষীরার পাটকেলঘাটার আমগাছগুলোতেও। স্থানীয়দের ভাষায় এই ছোট্ট আমকে বলা হয় ‘আমের গুটি’। এখনো পর্যন্ত প্রাকৃতিক আবহাওয়া অনুকূলে থাকায় আমের গুটির ধরন থেকে ভালো ফলন পাওয়ার আশা করছেন এই এলাকার আমচাষিরা।

উপজেলা কৃষি অফিস বলছে, নিজেদের ও স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে পাটকেলঘাটার আম বিদেশে রপ্তানিও করা হয়। নানান প্রজাতের ও নামের আম চাষ হয় এই এলাকায়। গোপালভোগ, হিমসাগর, রুপালী, মল্লিকাসহ উৎপাদন হয় বিভিন্ন জাতের আম। বিগত বছরগুলোতে বিদেশে রপ্তানি করে এ অঞ্চলে অর্থনৈতিক পরিবেশে পরিবর্তন এসেছে অনেক কৃষকের। অনেকেই বাণিজ্যিকভাবে আম চাষ করে স্বাবলম্বী হয়েছেন।

উপজেলার পাটকেলঘাটা গ্রামের মৌসুমি আমচাষি ও ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, ‘আমের মৌসুমে শুরু থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে। এটা অব্যাহত থাকলে এবারও আমের বাম্পার ফলন ও উৎপাদনে লাভের মুখ দেখা যেতে পারে। তবে অনেক দিন বৃষ্টির প্রভাব না ধাকায় আমের গুটি ঝরতে শুরু করেছে।’

সাতক্ষীরার পাটকেলঘাটায় আমগাছগুলোতে এসেছে আমের গুটি। ছবি: আজকের পত্রিকা একই এলাকার আম চাষি মজনু মোড়ল আজকের পত্রিকাকে বলেন, ‘অনেকে নিজেদের আম গাছের পাশাপাশি অন্যদের আম গাছ লিজ নিয়ে থাকেন। সেটা ছাড়াও পোকা-মাকড় মুক্ত রাখতে ওষুধ, স্প্রে থেকে শুরু করে আম গাছের পরিচর্যা ও ফলনের পর সেটা বাজারজাতকরণ পর্যন্ত অনেক পরিশ্রম ও খরচ হয়। ভালো ফলন ও শেষ পর্যন্ত উৎপাদন ঠিকঠাক থাকলে লাভবান হন আমচাষিরা।’

এ বিষয়ে তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা বেগম জানান, ‘এ বছর উপজেলায় ৬৫০ হেক্টর জমিতে আমের ফলন হচ্ছে। অনেকে বাণিজ্যিকভাবে আম চাষ করে আবার অনেক বাগান কিনে পরিচর্যা করে লাভবান হচ্ছেন। প্রতিবছর এ উপজেলায় প্রতি হেক্টরে প্রায় ১৫ মেট্রিক টনের মতো ফলন হয়।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    কেশবপুরে ছড়িয়ে পড়েছে গরুর ‘লাম্পি স্কিন’ রোগ, চিকিৎসায় ভরসা কবিরাজ

    সূর্যমুখীর হাসিতে লাখ টাকার স্বপ্ন

    মাছ চুরির জন্য ডেকে নিয়ে হত্যা, মরদেহ মিলল চিংড়িঘেরে

    ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ২ 

    জাবিতে হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার

    পাটকেলঘাটায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

    কেশবপুরে ছড়িয়ে পড়েছে গরুর ‘লাম্পি স্কিন’ রোগ, চিকিৎসায় ভরসা কবিরাজ

    সূর্যমুখীর হাসিতে লাখ টাকার স্বপ্ন

    মারা গেছেন ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকার

    সিলেট সিটি নির্বাচন: সরব আ.লীগে বিভক্তি, নিষ্ক্রিয় বিএনপি

    রেকর্ড গড়ে গর্বিত রোনালদো 

    যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তোপের মুখে টিকটক সিইও