Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

মানিকগঞ্জে স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামীর ১ বছর কারাদণ্ড

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:৫৮

মানিকগঞ্জে স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামীর ১ বছর কারাদণ্ড মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী মো. জাহিদুল ইসলামকে (৩০) এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারিক আদালতের বিচারক বেগম তানিয়া কামাল আসামির অনুপস্থিতে রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার বাইচাইল এলাকার বাসিন্দা।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল সরকারি কৌঁসূলি (পিপি) অ্যাডভোকেট একেএম নুরুল হুদা রুবেল জানান, বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন মো. জাহিদুল ইসলাম। ২০১৮ সালের ২৪ মার্চ সকালে অভিযুক্ত জাহিদুল ইসলাম সাটুরিয়া উপজেলায় শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন।

স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে জাহিদুর ইসলাম স্ত্রীকে মারধর করে পালিয়ে যায়। পরের দিন ২৫ মার্চে স্ত্রী জাহিদুল ইসলাম ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে মানিকগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের মামলা করেন। পরে আদালতের নির্দেশে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠান। পরে আদালত থেকে আসামি জাহিদুল ইসলামসহ বাকিরা ২০ দিন কারাভোগের পর জামিনে বের হন।

এরপর জুডিশিয়াল তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি জাহিদুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। বাকিদের বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাদের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। চার্জশিট দাখিল করার পর থেকে পলাতক ছিলেন জাহিদুর ইসলাম। এই দীর্ঘ সময় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আসামি অনুপস্থিতে বিচারক এক বছরের কারাদণ্ড, একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি একেএম নুরুল হুদা রুবেল সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার ৪ 

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড