Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ইছামতী নদীকে প্রবহমান করতে হবে: ডেপুটি স্পিকার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪১

ইছামতী নদী পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। শনিবার বিকেলে পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে। ছবি: আজকের পত্রিকা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, সবার চিন্তা-চেতনা, চাওয়া-পাওয়া মিলিয়ে ইছামতী নদী উদ্ধার ও খনন করে সবার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এতে সবার স্বার্থ সংরক্ষণ হবে। এ জন্য দখলদারি মনোভাব থেকে পিছিয়ে আসতে হবে।

গতকাল শনিবার বিকেলে পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে পাবনার সুধীসমাজের প্রতিনিধি কর্তৃক আয়োজিত ইছামতী নদী পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামসুল হক টুকু।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, ‘শহরের সব পুকুর ভরাট হয়ে যাচ্ছে। ইছামতীর নদীর যেটুকু আছে, সেটুকু ঘিরে দৃষ্টিনন্দন করা দরকার। নদীর নাব্যতা ফেরাতে, সৌন্দর্য বর্ধন করতে হবে। কর্মসংস্থানের খাত সৃষ্টি করতে হবে। যুগ যুগ ধরে নেতৃত্বের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতার কারণে ইছামতী নদীর আজ এ অবস্থা। ক্ষতিগ্রস্তরা এগিয়ে আসবেন, আমরা যাব। ইছামতী নদী সচল দেখতে চাই। সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া দরকার। ভবিষ্যৎ পরিকল্পনা করে কাজ করতে হবে। বিভেদ করে পাবনার উন্নয়ন পিছিয়ে গেছে।’

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাফিজা খাতুন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম।

ইছামতী নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইছামতী নদী উদ্ধার আন্দোলনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, ইছামতী নদী খনন করা গেলে শহরের পরিবেশ সুস্থ ও সুন্দর হবে। পানির সংকট হবে না। ৩৮ কিলোমিটার নদী খনন হলে কৃষিতে বিপ্লব ঘটবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    টাকা নেউক, বিকালে ডাক্তার পাইছি: সেবাগ্রহীতা

    কার্ড ছাড়া টিসিবির পণ্য না দেওয়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে মারধর

    আয় বলতে সম্বল বড় ছেলের গানের গলা

    কালো আইন প্রয়োগ করে সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে সরকার: ড. আব্দুল মঈন খান

    বরিশালে দোকান কর্মচারীদের বিক্ষোভ

    চান্দিনায় ফাঁসিতে ঝুলে গৃহবধূর ‘আত্মহত্যা’

    ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের

    টাকা নেউক, বিকালে ডাক্তার পাইছি: সেবাগ্রহীতা

    বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

    কার্ড ছাড়া টিসিবির পণ্য না দেওয়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে মারধর

    লিফটের গর্তে শিশুর লাশ: ভবন মালিকের বিরুদ্ধে মামলা

    তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক: আসক