Ajker Patrika

শিবগঞ্জে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, ভাই-বোন নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০: ২৫
শিবগঞ্জে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, ভাই-বোন নিহত

বগুড়ার শিবগঞ্জে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া আলীম মাদ্রাসার সামনে বগুড়া-রংপুর মহাসড়কে এঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বরিশালের হিজলা থানার হরিনাথপুর এলাকার কহিলি আকতার মারিয়া ও তার ভাই সিয়াম। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের চালক হুমায়ুন আহমেদ (২৫)। নিহতেরা তাঁর স্ত্রী ও শ্যালক। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই এরশাদ আলী তাদের পরিচয় নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে বগুড়া থেকে রংপুর গামী প্রাইভেট কারের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেট কারে থাকা কহিলি আকতার মারিয়া ও সিয়াম গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।   

এসআই এরশাদ আরও জানান, এ ঘটনায় আহত প্রাইভেটকারটির চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও ট্রাক পুলিশি হেফাজতে রয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ