Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যাচেষ্টায় সাবেক দুই প্রেমিক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:২৭

গ্রেপ্তার হওয়া দুই প্রেমিক। ছবি: আজকের পত্রিকা বরিশালের গৌরনদী উপজেলায় সৌরভ বেপারী নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ বলছে, স্ত্রীর পরিকল্পনায় তাঁর সাবেক দুই প্রেমিক সৌরভের ওপর এ হামলা চালান। এ ঘটনায় স্ত্রী এবং ওই দুই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন বরিশাল জেলার পুলিশ সুপার মো. ওহায়িদুল ইসলাম। তিনি বলেন, গত ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় গৌরনদীর কালনা গ্রামে সড়কের ওপর সৌরভকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কোপানো হয়। এ সময় তাঁর স্ত্রী মুসকান সঙ্গে ছিলেন।

গুরুতর আহত সৌরভকে উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সৌরভ গৌরনদী পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সৌরভকে কোপানের সময় তাঁর স্ত্রী মুসকানের আচরণ ছিল সন্দেহজনক। এ জন্য তদন্তের শুরুতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি পুরো ঘটনার দায় স্বীকার করেছেন।

ওসি আরও বলেন, মুসকান জানিয়েছেন, বিয়ের পরও তাঁর ওই দুই প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। তাই দুই প্রেমিকের সঙ্গে যোগাযোগ করে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন বাসা থেকে বের হওয়ার আগে ভিটামিন ওষুধের কথা বলে সৌরভকে চেতনানাশক ওষুধ খাওয়ান মুসকান। পরে গৌরনদী বন্দরে কেনাকাটা করার সময় সৌরভ অসুস্থ বোধ করেন। বাড়িতে যাওয়ার কথা বলে মুসকান স্বামীকে নিয়ে অটোরিকশায় ওঠেন। এর আগে একটি বিউটি পার্লারে ঢুকে তাঁদের রওনা হওয়ার খবর মোবাইল ফোনে তাঁর দুই প্রেমিককে জানিয়ে দেন। পথে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে অটোরিকশাটি থামান। পরে হেঁটে রওনা হন। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা মুসকানের প্রেমিক সিয়াম ও রাজন ধারালো অস্ত্র দিয়ে সৌরভকে এলোপাতাড়ি কোপান।

মো. আফজাল হোসেন আরও বলেন, মুসকানের দেওয়া তথ্য অনুযায়ী গত মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে সিয়াম ও রাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার ৪ 

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড