Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

নীলফামারীতে ক্লাস প্রমোশনের দাবিতে অভিভাবকসহ ২৬ শিক্ষার্থীর মানববন্ধন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২০:০৪

নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থীকে ক্লাস প্রমোশনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। ছবি: আজকের পত্রিকা নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী ক্লাস প্রমোশনের দাবিতে মানববন্ধন করেছে। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও ওই মানববন্ধনে অংশ নেন। 

আজ সোমবার বিকেলে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস্থিত অভিভাবক বিউটি বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ে সপ্তম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির প্রমোশন পরীক্ষায় এক বিষয়ে ফেল করেছে বলে তাকে প্রমোশন দেওয়া হয়নি। অথচ একই শ্রেণির এক বিষয়ে ফেল করা অনেককে প্রমোশন দেওয়া হয়েছে। বিষয়টি প্রধান শিক্ষককে বলা হলেও তিনি আমাকে নিয়মের কথা বলেছেন। কিন্তু নিয়ম তো একটাই হওয়া উচিত।’ 

অপর অভিভাবক আসমা সুফিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার যেখানে শ্রেণি পরীক্ষা বন্ধের চিন্তা করছেন। অথচ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের প্রমোশন দিচ্ছেন না। পাশেই সরকারি বালক বিদ্যালয়ে এমন নিয়ম নেই। সেখানে সকল শিক্ষার্থীকে উপরের ক্লাসে প্রমোশন দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক নিয়মের কথা বলছেন। কিন্তু সরকারি বিদ্যালয়ের নিয়মতো একটাই হয়।’ 

আরেক শিক্ষার্থীর অভিভাবক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পাঠ্যসূচিতে এবার নতুন কারিকুলাম এসেছে। যে শিক্ষার্থী প্রমোশন পেল না, তাকে পুরোনো কারিকুলাম বাদ দিয়ে একই ক্লাসে আবারও নতুন কারিকুলামে লেখাপড়া করতে হবে। এতে করে ওই শিক্ষার্থীর মন ভেঙে পড়বে। পাশের আরেকটি সরকারি বিদ্যালয়ে সকলকে প্রমোশন দেওয়া হলেও, বালিকা বিদ্যালয়ে অন্য নিয়ম চালু করেছে। বিষয়টি নিয়ে আমরা অভিভাবকেরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেও কোনো কাজ হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।’ 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আশরাফি আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ৫৩ জন শিক্ষক মিলে রেজুলেশন করে ক্লাস প্রমোশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দুই-একজন শিক্ষার্থীর শিক্ষার গুণগত মান যাচাই–বাছাই করে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হয়েছে। এটা আমার একক কোনো সিদ্ধান্ত নয়। মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, চালককে ৬ মাসের কারাদণ্ড

    মসজিদ থেকে বের হতেই আসামিকে গুলি করে হত্যা

    কুষ্টিয়ায় ছাত্রদল নেতাসহ ৭ জন কারাগারে

    রাবার বাগান থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

    লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

    অশান্তি সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: ভূমিমন্ত্রী

    ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, চালককে ৬ মাসের কারাদণ্ড

    মসজিদ থেকে বের হতেই আসামিকে গুলি করে হত্যা

    মেসির ছবি তুলতে গিয়ে ভক্ত গ্রেপ্তার 

    জন্মদিনে সাকিব চালু করলেন ক্যানসার ফাউন্ডেশন

    কুষ্টিয়ায় ছাত্রদল নেতাসহ ৭ জন কারাগারে

    রাবার বাগান থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার