Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

জীবন অগাধ

সুচিত্রা সেনের মঞ্চনাটক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৪:৫৮

 একবার সাংবাদিক গোপালকৃষ্ণ রায়কে ডেকে সুচিত্রা সেন বললেন, ‘আচ্ছা, স্টেজে নামলে কেমন হয়?’

রঙ্গমঞ্চে সুচিত্রা! হতেই পারে। অনেকেই তো মঞ্চে অভিনয় করার কথা ভাবেন। সে সময় সোফিয়া লরেনও মঞ্চে অভিনয়ের কথা ভাবছিলেন।

গোপালকৃষ্ণ রায় বললেন, ‘তুমি নামলে তো ভালোই হয়।’

সুচিত্রা সেন জানালেন, স্টেজে কাজ করার বিষয়টি তিনি গুরুত্ব দিয়েই ভাবছেন। কলকাতার একটি বিখ্যাত থিয়েটার গ্রুপ থেকে সুচিত্রা সেনকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সুচিত্রা অভিনয় করবেন, তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘শেষ প্রশ্ন’ উপন্যাসটি থেকেই তৈরি হয়েছে নাটক। মঞ্চে ‘শেষ প্রশ্ন’-এর অভিনয় হলে তাতে সুচিত্রা অবধারিতভাবে অভিনয় করবেন কমলের ভূমিকায়।

কথাবার্তা চলছিল, কিন্তু সুচিত্রা কোনোভাবেই মনস্থির করে উঠতে পারছিলেন না। যে পরিচালক নাটকটি তৈরি করবেন, তিনিও স্বনামধন্য। কিন্তু সুচিত্রাকে তো মঞ্চনাটকে অভিনয় করার ব্যাপারে স্থির সিদ্ধান্তে পৌঁছাতে হবে আগে!

এসব ব্যাপারে মনস্থির করাটা কঠিন ছিল সুচিত্রার পক্ষে। এর আগে একবার যাত্রায় অভিনয় করবেন বলে ভেবেছিলেন। পরে একবার নিজের বাড়িতে অভিনয় শিক্ষার ইনস্টিটিউট গড়তে চেয়েছিলেন। কেন গড়বেন? সেই প্রশ্নের উত্তরও ছিল জিবের ডগায়, ‘কলকাতায় এ ধরনের কোনো প্রতিষ্ঠান নেই বললেই চলে!’

চিত্রজগতের জীবন্ত কিংবদন্তির কাছ থেকে অভিনয় শেখা যাবে—এ তো দারুণ ব্যাপার। কিন্তু সুচিত্রা সেনের মুড বলে কথা! এ কাজটিও আর এগোয়নি।

এ রকম নানা ধরনের ভাবনা এসে ভিড় করত সুচিত্রার মাথায়। কিন্তু সেই সব ভাবনা মুড আসা-যাওয়ার ওপর নির্ভর করত। মঞ্চে নাটক করার ব্যাপারটাও সেভাবেই মুডের আসা-যাওয়ার মধ্যে হারিয়ে গিয়েছিল। কথা ছিল মহাজাতি সদনে মঞ্চায়ন হবে ‘শেষ প্রশ্ন’। সুচিত্রার জন্মদিনে গোপালকৃষ্ণ জানতে চেয়েছিলেন, ‘তোমার ওই ব্যাপারটা কত দূর এগোল?’

সুচিত্রা জানতে চাইলেন, ‘কোন ব্যাপারটা?’

‘তোমার স্টেজে নামা?’

সুচিত্রা হাসতে হাসতে বললেন, ‘আমাকে চিনতে তোমার বাকি আছে নাকি?’ 

সূত্র: সুচিত্রার কথা, গোপালকৃষ্ণ রায়, পৃষ্ঠা ৭১-৭৩ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    আ.লীগে প্রার্থীজট, নির্ভার বিএনপি

    সুষম সার বিষয়ে কতটা সচেতন কৃষক

    ফুকুওকার ফ্লাইট থেকে ফরিদগঞ্জের মাইক

    অযৌক্তিক প্রত্যাশার বলি

    ‘নিশ্চয়ই পার্ট চাইতে এসেছে!’

    বিশুদ্ধ পানি নেই যেখানে

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড