চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক রাতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার সকাল ৮টায় বোনের ও বিকেলে দুই ভাইয়ের একসঙ্গে দাফন সম্পূর্ণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলায় নিজ নিজ বাড়িতে তাঁদের মৃত্যু হয়।
মৃতরা হলেন—উপজেলার শেখটোলা এলাকার মৃত সুরাত শেখ আলীর ছেলে মো. শাহজাদা (৫৫), আব্দুস সামাদ (৭৫) ও তাঁদের খালাতো বোন একই এলাকার আলাউদ্দিনের স্ত্রী ৭০ বছর বয়সী আফরোজা (বুড়ি)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তাঁরা। হঠাৎ রাত ৮টার দিকে মারা যান মো. শাহজাদা। এ খবর শোনার পর রাত তিনটার দিকে মারা যান তাঁর ভাই আব্দুস সালাম। এ দিকে একই রাতেই মৃত্যুবরণ করেন তাঁদের খালাতো বোন জেল আফরোজা (বুড়ি)। সবার বাড়িই পাশাপাশি। এক সঙ্গে একই পাড়ায় তিনজনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
মৃতের স্বজন আব্দুর রব বলেন, ‘বুড়ির সকালেই দাফন সম্পূর্ণ করেছি। আর এখন দুই ভাইকে এক সঙ্গে দাফন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এভাবে সবাই এক সঙ্গে চলে যাবে কোনো দিন ভাবতে পারিনি। আল্লাহ যেন তাঁদের জান্নাত দান করেন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাকিব বলেন, ‘তিনজনই শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তবে এক সঙ্গে মারা যাবেন কেউ ভাবতে পারেনি। আর এক পরিবারে তিনটি লাশ, বিষয়টি ভাবতেই অবাক লাগছে!’
আব্দুর রাকিব আরও বলেন, ‘সকালে একজনের দাফন করে এসেছি। বিকেলে দুই ভাইকে এক সঙ্গে দাফন করা হয়েছে।’
শিবগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলী বলেন, ‘শুক্রবার বিকেলে দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। আর সকালেই দাফন হয়েছে তাঁদের খালাতো বোনের। তাঁরা সবাই অসুস্থ হয়ে মারা গেছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে