বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

চরাঞ্চলে কম খরচে আখের ভালো ফলন, লাভের আশা

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২:০৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের চরে আখ কাটছেন চাষিরা।ছবি: আজকের পত্রিকা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের বুকে জেগে ওঠা চরে বাড়ছে আখ চাষ। এবার কম খরচ আর স্বল্প পরিশ্রমে ভালো ফলন পাওয়ায় কৃষকেরা কাঙ্ক্ষিত লাভের আশা দেখতে পাচ্ছেন।

সম্প্রতি চরে গিয়ে দেখা গেছে, এ বছর আখের ব্যাপক চাষ হয়েছে। কৃষকদের অনেকে শেষ সময়ে খেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবার কেউ কেউ আখ কেটে বিক্রি করা শুরু করেছেন।

চাষিরা জানান, অন্য ফসলের চেয়ে আখ চাষে লাভ বেশি হয়। প্রতি বিঘা জমিতে চাষ করতে ২২ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। ফসল বিক্রি করা যায় ৬৫ থেকে ৭০ হাজার টাকার। পাইকারেরা খেত থেকেই আখ কিনে নিয়ে যাচ্ছেন। প্রতিটি আখ ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে।

আখচাষি আব্দুস ছামাদ বলেন, ‘এক বিঘা ৪ শতাংশ জমিতে আখ চাষ করেছি। এতে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। ফলন বেশ ভালো। পাইকার ওই জমির আখের দাম ৫০ হাজার টাকা বলেছেন।’

ফেরদৌস নামের আরেক চাষি জানান, তিনি দেড় বিঘা জমিতে আখ চাষ করেছি। প্রতি বিঘা জমির ফসল ৭০ হাজার টাকার ওপরে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, চলতি মৌসুমে ভূরুঙ্গামারীতে ৭ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। চরাঞ্চলের মাটি আখ চাষের উপযোগী হওয়ায় সেখানে এই চাষ বেড়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকেরা এতে দিন দিন আগ্রহী হচ্ছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     
    ইসলাম

    গরমে মানুষের পাশে দাঁড়াই

    আইনশৃঙ্খলা সভায় অংশ নিতে অনীহা

    সুব্রত, জিসানসহ ২১ জনের তথ্য চেয়েছে ইন্টারপোল

    মালয়েশিয়ায় এমটিসিপি স্কলারশিপে পড়ার সুযোগ

    বাংলাদেশ ব্যাংকে দ্বিতীয় হওয়ার গল্প

    শিক্ষায় কত অভিঘাত

    হোমনায় এক রশিতে মা ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সেনা সদস্যের মৃত্যু: জামিন পেলেন সিসিকের দুই প্রকৌশলী ও ঠিকাদার

    জাতীয় চিড়িয়াখানায় হায়নার থাবায় হাত হারাল শিশু

    পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে দগ্ধ হোটেল ম্যানেজারের মৃত্যু

    এবার জনগণ সরকারের লাইন কেটে দেবে: আসাদুল হাবিব দুলু

    ভোটের সময় হয়রানিমূলক কোনো মামলা নয়: সংসদে আইনমন্ত্রী