
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছোট্ট এক শহরের বাসচালকের মেয়ে সানা আলী। নিম্নমধ্যবিত্ত পরিবারে আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে শেষ করেছেন লেখাপড়া। তবে কোনো প্রতিবন্ধকতাই তাঁর স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সানা নিযুক্ত হয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সহকারী কারিগরি প্রকৌশলী হিসেবে।
অন্ধ্র প্রদেশের তিরুপাতি জেলার শ্রিহরিকোটায় অবস্থিত ইসরোর সতিশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে বিজ্ঞানী হিসেবে সানার ভূমিকা নিঃসন্দেহে একটি কঠিন সংগ্রাম জয়ের প্রতীক। তাঁর এ অর্জন পরিবারের জন্যও অনেক আবেগের।
কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও লক্ষ্যের প্রতি স্থিরচিত্ত সানাকে সুযোগ অর্জনে সহায়তা করেছে। বাবার সীমিত উপার্জন ও অপর্যাপ্ত সম্পদ তাঁর পড়ালেখা চালিয়ে যেতে বাধা হতে পারেনি। সানা মধ্যপ্রদেশের বিদিশার সম্রাট অশোক টেকনিকাল ইনস্টিটিউট থেকে প্রযুক্তিতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।
সানার পড়ালেখা চালিয়ে নিতে তাঁর বাবা সৈয়দ সাজিদ আলীকে ঋণ নিতে হয়েছিল, আজীবনের শখের গয়নাও বন্ধক রেখেছিলেন মা।
সানার সংগ্রাম কেবল আর্থিক অনটন মোকাবিলা পর্যন্তই সীমাবদ্ধ ছিল না; চারপাশ থেকে ছিল নানা সামাজিক চাপ। আত্মীয়দের পরামর্শ ছিল মেয়েকে আর লেখাপড়া না করিয়ে জলদি বিয়ে দিয়ে দেওয়ার।
তবে সে কথা কানে না তুলে মেয়ের পড়ালেখাকে গুরুত্ব দিয়েছিলেন সানার মা-বাবা। পড়ালেখার খরচ সামলাতে টিউশন পড়াতেন সানা। প্রকৌশলের ডিগ্রি নেওয়ার পরই ২০২২ সালে বিয়ে করেন গোয়ালিয়রের প্রকৌশলী আকরামকে। এই সফলতায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির অবদানও অনেক বলে জানান সানা।
সানা ইসরোতে কাজ করার সুযোগ পাওয়ার বিষয়ে বলেন, ‘আমি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি সব নারীকে বলতে চাই: যেভাবেই হোক পড়ালেখা করুন। আপনার জীবনের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছেন তা পূরণের জন্য সব চেষ্টা করুন। পথে আসা সব ব্যর্থতাকে দূরে ঠেলে কঠোর পরিশ্রম করতে হবে।’
মানুষের উচিৎ তাঁদের কন্যা সন্তানকে সুশিক্ষিত করা ও তাদের স্বপ্নগুলোকে ডানা মেলতে দেওয়া—যোগ করেন সানা।
ইসরোর সতিশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রতে কারিগরি সহকারী হিসেবে সম্প্রতি মনোনীত হওয়ায় সানাকে অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে শিবরাজ বলেন, ‘আপনার মতো নারীরা মধ্যপ্রদেশের গর্ব। এ অঞ্চলের নারীরা কতটা সম্ভাবনাময় তা আপনাদের দেখে বোঝা যায়। আমি আপনাদের সুখী, সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছোট্ট এক শহরের বাসচালকের মেয়ে সানা আলী। নিম্নমধ্যবিত্ত পরিবারে আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে শেষ করেছেন লেখাপড়া। তবে কোনো প্রতিবন্ধকতাই তাঁর স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সানা নিযুক্ত হয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সহকারী কারিগরি প্রকৌশলী হিসেবে।
অন্ধ্র প্রদেশের তিরুপাতি জেলার শ্রিহরিকোটায় অবস্থিত ইসরোর সতিশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে বিজ্ঞানী হিসেবে সানার ভূমিকা নিঃসন্দেহে একটি কঠিন সংগ্রাম জয়ের প্রতীক। তাঁর এ অর্জন পরিবারের জন্যও অনেক আবেগের।
কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও লক্ষ্যের প্রতি স্থিরচিত্ত সানাকে সুযোগ অর্জনে সহায়তা করেছে। বাবার সীমিত উপার্জন ও অপর্যাপ্ত সম্পদ তাঁর পড়ালেখা চালিয়ে যেতে বাধা হতে পারেনি। সানা মধ্যপ্রদেশের বিদিশার সম্রাট অশোক টেকনিকাল ইনস্টিটিউট থেকে প্রযুক্তিতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।
সানার পড়ালেখা চালিয়ে নিতে তাঁর বাবা সৈয়দ সাজিদ আলীকে ঋণ নিতে হয়েছিল, আজীবনের শখের গয়নাও বন্ধক রেখেছিলেন মা।
সানার সংগ্রাম কেবল আর্থিক অনটন মোকাবিলা পর্যন্তই সীমাবদ্ধ ছিল না; চারপাশ থেকে ছিল নানা সামাজিক চাপ। আত্মীয়দের পরামর্শ ছিল মেয়েকে আর লেখাপড়া না করিয়ে জলদি বিয়ে দিয়ে দেওয়ার।
তবে সে কথা কানে না তুলে মেয়ের পড়ালেখাকে গুরুত্ব দিয়েছিলেন সানার মা-বাবা। পড়ালেখার খরচ সামলাতে টিউশন পড়াতেন সানা। প্রকৌশলের ডিগ্রি নেওয়ার পরই ২০২২ সালে বিয়ে করেন গোয়ালিয়রের প্রকৌশলী আকরামকে। এই সফলতায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির অবদানও অনেক বলে জানান সানা।
সানা ইসরোতে কাজ করার সুযোগ পাওয়ার বিষয়ে বলেন, ‘আমি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি সব নারীকে বলতে চাই: যেভাবেই হোক পড়ালেখা করুন। আপনার জীবনের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছেন তা পূরণের জন্য সব চেষ্টা করুন। পথে আসা সব ব্যর্থতাকে দূরে ঠেলে কঠোর পরিশ্রম করতে হবে।’
মানুষের উচিৎ তাঁদের কন্যা সন্তানকে সুশিক্ষিত করা ও তাদের স্বপ্নগুলোকে ডানা মেলতে দেওয়া—যোগ করেন সানা।
ইসরোর সতিশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রতে কারিগরি সহকারী হিসেবে সম্প্রতি মনোনীত হওয়ায় সানাকে অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে শিবরাজ বলেন, ‘আপনার মতো নারীরা মধ্যপ্রদেশের গর্ব। এ অঞ্চলের নারীরা কতটা সম্ভাবনাময় তা আপনাদের দেখে বোঝা যায়। আমি আপনাদের সুখী, সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

লৈঙ্গিক সমতা শুধু একটি সামাজিক আদর্শ নয়, এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম প্রধান চাবিকাঠি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৫ সালের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে, বিশ্বজুড়ে লৈঙ্গিক বৈষম্য বর্তমানে ৬৮ দশমিক ৮ শতাংশ দূর হয়েছে। তবে বর্তমান অগ্রগতির গতি বজায় থাকলে পূর্ণ সমতা অর্জনে বিশ্বকে আরও ১২৩
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসে এক অনন্য নাম ড. রাজিয়া বানু। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার জন্য যে ৩৪ সদস্যের খসড়া কমিটি গঠন করা হয়েছিল, তিনি ছিলেন সেই কমিটির একমাত্র নারী সদস্য। বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তিনি।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ হাইকোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন, যেটি মুসলিম পারিবারিক আইনসংক্রান্ত বহুবিবাহের প্রক্রিয়া। এই রায়ে হাইকোর্ট মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী একজন ব্যক্তির বিয়ে বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে হলে ‘সালিশি কাউন্সিলের লিখিত অনুমতি’ নিতে হবে, এমন বিধান
১১ ঘণ্টা আগে
সত্তর দশকের তেহরান ছিল আজকের চেয়ে একেবারেই ভিন্ন। সেই ভিন্ন তেহরানের এক প্রাণচঞ্চল কিশোরী ছিলেন মেরিনা। যে কিশোরী সমুদ্রসৈকতে নিজের মতো করে ঘুরে বেড়াতে, বন্ধুদের সঙ্গে গানের তালে নেচে বেড়াতে পছন্দ করতেন। কিন্তু ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব মেরিনার রঙিন শৈশব নিমেষে ধূসর করে দেয়। ইরানি বংশোদ্ভূত কানাডীয়
১২ ঘণ্টা আগে