কী এমন বয়স হয়েছিল তাঁর—৪২! এই বয়সেই না ফেরার দেশে চলে যেতে হলো কনস্টানটিন কোল্টসভকে।
এই নামে বিশ্বে তিনি যতটা না পরিচিত, তারচেয়ে বেশি পরিচিত টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার প্রেমিক হিসেবে। বিভিন্ন গ্র্যান্ড স্লামে টেনিসে সাবালেঙ্কার খেলার সময় মাঝে মধ্যেই গ্যালারিতে দেখা যেত প্রাণোচ্ছল কনস্টানটিন কোল্টসভকে।
তাঁর মৃত্যুর খবর জানিয়েছে রুশ ক্লাব সালাভত ইউলেভ। আইস হকি খেলোয়াড় কনস্টানটিন তাঁর ক্যারিয়ারের একটা সময় কাটিয়েছিলেন এই ক্লাবে। পরে কোচ হয়েও ফিরেছিলেন ক্লাবে। এক বিবৃতিতে গতকাল ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের ক্লাবের কোচ কনস্টানটিন কোল্টসভের মৃত্যু হয়েছে। প্রাণোচ্ছল মানুষ ছিলেন তিনি। খেলোয়াড়দের কাছেও খুব প্রিয় ছিলেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
২০০২ এবং ২০১০ সালে বেলারুশের হয়ে অলিম্পিক গেমসে খেলেছিলেন কনস্টানটিন। সালাভতের হয়ে জিতেছিলেন রাশিয়ান সুপার লিগ। তো হঠাৎ করে কী কারণে মৃত্যু কনস্টানটিনের, তা অবশ্য জানা যায়নি।
২০২১ সালের জুন থেকে সাবালেঙ্কার সঙ্গে সম্পর্ক ছিল কনস্টানটিনের। সাবালেঙ্কার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার আগে জুলিয়া নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের তিন সন্তানও রয়েছে। তবে ২০২০ সালে জুলিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় কনস্টানটিনের।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
৭ মিনিট আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
৩২ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে