
অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ হকি দল। এশিয়ান গেমসে নিজেদের প্রথম দুই ম্যাচে বিশাল ব্যবধানে হারার পর আজ প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন পুষ্কর খিসা মিমো-আশরাফুল ইসলামরা।
তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। চীনের হাংঝুর গংশু কানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছেন পুষ্কর-আশরাফুলরা। তার সুফলও পায় বাংলাদেশ। ম্যাচের ৭ মিনিটে দলকে লিড এনে দেন পুষ্কর।
প্রথম কোয়ার্টারের মতো দ্বিতীয় কোয়ার্টারেরও এক গোল পায় বাংলাদেশ। এবার দলের হয়ে ২-০ ব্যবধানের গোলটি করেন মিলন হোসেন। ২৩ মিনিটে গোলটি করেন তিনি। পিছিয়ে তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিঙ্গাপুর। তবে তার আগে ৩-০ গোলে পিছিয়ে পড়ে তারা। পেনাল্টি শট থেকে ৩৫ মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন আশরাফুল।
২ মিনিট পরেই অবশ্য গোলের দেখা পায় সিঙ্গাপুর। ৩৮ মিনিটে সিঙ্গাপুরের হয়ে ব্যবধান কমান হরিরাজ নাইডু। তাঁর গোলের রেশ কাটতে না কাটতেই দলকে দ্বিতীয় গোল এনে দেন কেন্ট লু। ফিরতি মিনিটে তিনি দলকে ৩-২ ব্যবধানে আনেন। তবে তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার এক মিনিট আগে বাংলাদেশকে চতুর্থ গোল এনে দেন আরশাদ হোসেন।
৪-২ ব্যবধানে এগিয়ে গিয়ে সিঙ্গাপুরকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি বাংলাদেশ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরও দুর্দান্ত খেলে। বাংলাদেশের হয়ে শুরুটা করেন রাকিবুল হাসান। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে ৫-২ গোলের ব্যবধান এনে দেন তিনি। অবশ্য ৫১ মিনিটে আরও এক গোল শোধ করে সিঙ্গাপুর। দলের হয়ে নিজের দ্বিতীয় গোল করেন হরিরাজ।
হরিরাজের সেই গোলের পর আর কোনো গোল শোধ দিতে পারেনি সিঙ্গাপুর। উল্টো সোহানুর সবুজের শেষ মুহূর্তের জোড়া গোলে বড় পরাজয় দেখতে হয় তাদের। ৫৭ মিনিটের পর ম্যাচের শেষ মিনিটে গোল দুটি করেন সবুজ। দুটি গোলই পেনাল্টি কর্নার থেকে করেন তিনি।
এতে করে ৭-৩ ব্যবধানে এশিয়াডে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জাপানের কাছে ৭-২ ব্যবধানের পর পাকিস্তানের বিপক্ষে ৫-২ গোলে হারে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও ভারত। বর্তমানে ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩ পয়েন্টে চারে বাংলাদেশ। ৩ ম্যাচের প্রতিটিতে জিতে ৯ পয়েন্টে শীর্ষে পাকিস্তান।

অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ হকি দল। এশিয়ান গেমসে নিজেদের প্রথম দুই ম্যাচে বিশাল ব্যবধানে হারার পর আজ প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন পুষ্কর খিসা মিমো-আশরাফুল ইসলামরা।
তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। চীনের হাংঝুর গংশু কানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছেন পুষ্কর-আশরাফুলরা। তার সুফলও পায় বাংলাদেশ। ম্যাচের ৭ মিনিটে দলকে লিড এনে দেন পুষ্কর।
প্রথম কোয়ার্টারের মতো দ্বিতীয় কোয়ার্টারেরও এক গোল পায় বাংলাদেশ। এবার দলের হয়ে ২-০ ব্যবধানের গোলটি করেন মিলন হোসেন। ২৩ মিনিটে গোলটি করেন তিনি। পিছিয়ে তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিঙ্গাপুর। তবে তার আগে ৩-০ গোলে পিছিয়ে পড়ে তারা। পেনাল্টি শট থেকে ৩৫ মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন আশরাফুল।
২ মিনিট পরেই অবশ্য গোলের দেখা পায় সিঙ্গাপুর। ৩৮ মিনিটে সিঙ্গাপুরের হয়ে ব্যবধান কমান হরিরাজ নাইডু। তাঁর গোলের রেশ কাটতে না কাটতেই দলকে দ্বিতীয় গোল এনে দেন কেন্ট লু। ফিরতি মিনিটে তিনি দলকে ৩-২ ব্যবধানে আনেন। তবে তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার এক মিনিট আগে বাংলাদেশকে চতুর্থ গোল এনে দেন আরশাদ হোসেন।
৪-২ ব্যবধানে এগিয়ে গিয়ে সিঙ্গাপুরকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি বাংলাদেশ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরও দুর্দান্ত খেলে। বাংলাদেশের হয়ে শুরুটা করেন রাকিবুল হাসান। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে ৫-২ গোলের ব্যবধান এনে দেন তিনি। অবশ্য ৫১ মিনিটে আরও এক গোল শোধ করে সিঙ্গাপুর। দলের হয়ে নিজের দ্বিতীয় গোল করেন হরিরাজ।
হরিরাজের সেই গোলের পর আর কোনো গোল শোধ দিতে পারেনি সিঙ্গাপুর। উল্টো সোহানুর সবুজের শেষ মুহূর্তের জোড়া গোলে বড় পরাজয় দেখতে হয় তাদের। ৫৭ মিনিটের পর ম্যাচের শেষ মিনিটে গোল দুটি করেন সবুজ। দুটি গোলই পেনাল্টি কর্নার থেকে করেন তিনি।
এতে করে ৭-৩ ব্যবধানে এশিয়াডে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জাপানের কাছে ৭-২ ব্যবধানের পর পাকিস্তানের বিপক্ষে ৫-২ গোলে হারে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও ভারত। বর্তমানে ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩ পয়েন্টে চারে বাংলাদেশ। ৩ ম্যাচের প্রতিটিতে জিতে ৯ পয়েন্টে শীর্ষে পাকিস্তান।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে