টোকিওতে ফোনের অপর প্রান্তে ‘ঈদ মোবারক’ শুনে হেসে ফেললেন সাঁতারু আরিফুল ইসলাম! হেসেই বললেন, ‘আজ যে ঈদ ভুলেই গিয়েছিলাম! এখানে সবাই এত ব্যস্ত যে ঈদ পালনের সময়ই নেই।’ টোকিওতে থাকা বাংলাদেশি অলিম্পিয়ানদের মাথায় এখন ‘অলিম্পিক’ শব্দটা এমনভাবেই ঢুকে গেছে যে ঈদ নিয়ে ভাবার অবসরটুকুও নেই! অন্তত আরিফের কথায় সেটাই প্রমাণ হয়।
বাংলাদেশের একদিন আগেই বিশ্বের অনেক দেশে আজ পালন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। টোকিওতেও আজ ঈদ। অবশ্য হাতে গোনা কজন অলিম্পিয়ান বাদে ভিনদেশে অনেকেই ভুলে বসে আছেন ঈদের কথা।
অবশ্য ব্যস্ততার মধ্যেই ঈদের নামাজ আদায় করেছেন তিরন্দাজ রোমান সানা। মিশর-জর্ডানসহ কয়েক দেশের অ্যাথলেটরা মিলে সকালের আলো ফুটতেই অলিম্পিক ভিলেজে সেরে ফেলেছেন ঈদের জামাত। ঈদের জামাতের ছবি পোস্ট করে ফেসবুকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশসেরা তিরন্দাজ।
এবারের অলিম্পিকে দেশের লাল-সবুজ পতাকা বহনকারী আরিফুল ইসলাম তিন বছর ধরেই দেশের বাইরে। ছোটবেলা থেকেই বিকেএসপিতে বেড়ে ওঠা এই সাঁতারু পরিবারের সঙ্গে ঈদ করার ‘সৌভাগ্য’ খুব বেশি একটা হয় না বলে জানালেন, ‘চতুর্থ শ্রেণি থেকে আমি বিকেএসপির ছাত্র। ক্লাস ফাইভে থাকতে একবার পরিবারের সঙ্গে ঈদ করতে না পেরে মন খারাপ হয়েছিল। এখন আর হয় না।’
আরিফ মেনে নিতে পারলেও মন খারাপ হচ্ছে অ্যাথলেট জহির রায়হানের। ২৫ তারিখ জাপান যাবেন। থাকতে হচ্ছে তাই সুরক্ষাবলয়ে। দেশে থাকলেও পরিবার থেকে দূরে বিকেএসপির ক্যাম্পে ঈদ করতে হবে জহিরকে। এ নিয়ে জীবনে মাত্র দুবার পরিবার থেকে দূরে ঈদ করতে হচ্ছে তাঁকে। বললেন, ‘কষ্ট খুব বেশি হচ্ছে না। কারণ, আমি আমার স্বপ্ন পূরণের পথে আছি। অলিম্পিকে খেলার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ করতে হলে খানিকটা ত্যাগ তো স্বীকার করতেই হবে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
৭ মিনিট আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
৩২ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে