এই ম্যাচের জন্য বিদেশি আম্পায়ার আনার তোড় জোর ছিল খুব বেশি। আজকেই ঢাকায় নেমে খেলা পরিচালনার জন্য মওলানা ভাসানী স্টেডিয়ামে চলে আসেন মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে আসা দুই আম্পায়ার। ম্যাচটা বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স আর সাবেক চ্যাম্পিয়ন ঊষার মধ্যে হওয়ার কারণেই মূলত এত সাবধানতা।
আড়াই বছরের বেশি সময় পর মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। প্রথম ম্যাচেই মুখোমুখি হকির দুই পরাশক্তি মেরিনার্স ও ঊষা। গত মাসেই ক্লাব কাপের সেমিফাইনালে মেরিনার্সের কাছে ৮-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল ঊষা। কিন্তু কে জানত আজ পুরোপুরি উল্টো কিছু হতে চলেছে!
২০১৮ সালের পর লিগে ফেরা ঊষা আজকে রীতিমতো ছেলেখেলা করল মেরিনার্সকে নিয়ে। মাহাবুব হোসেনের জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়নদের ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব কাপের হারের দারুণ এক শোধই তুলেছে লিগে চারবারের চ্যাম্পিয়নরা।
অথচ ম্যাচের শুরুটা বলছিল উল্টো কথা। ক্লাব কাপের কথা মনে করিয়ে দিয়ে ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে মেরিনার্সকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। ঊষা প্রথম কোয়ার্টারেই সেই গোল শোধ দিয়েছে মোহাম্মদ শরীকের কল্যাণে। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ঊষাকে সমতায় ফেরান এই ভারতীয়। গোল শোধ দিয়ে ঊষা মেরিনার্সকে আবারও চমকে দিয়েছে দুই মিনিট বাদেই। ফিল্ড গোলে ঊষার ব্যবধান ২-১ করেন তৈয়ব আলী।
দুই ভারতীয়কে নিয়ে মেরিনার্সের খেলায় ছিল পরিষ্কার পরিকল্পনার অভাব। ভারতীয় প্রদীপ মোর একা যথেষ্ট করলেও মেরিনার্সের অন্য খেলোয়াড়েরা তেমন তাঁকে সহযোগিতা করতে পারেননি। আটটির মতো পেনাল্টি কর্নার পেয়েও মামুনুর রশীদের গোল পোস্টে প্রবেশ করাতে পেরেছে মাত্র একবার।
বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ঊষা ব্যবধান ৩-১ করে ভারতীয় ইশরাত ইকতিদারের গোলে। গোলটি হয়েছে পরিকল্পিত আক্রমণ দিয়ে। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে পরপর দুই গোলে মেরিনার্সকে হতাশায় ডোবান ঊষার মাহাবুব হোসেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
৭ মিনিট আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
৩৩ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে