
হংকং একাদশের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচটি হয়েছে আজ থেকে ১৫ দিন আগে। কিন্তু তার রেশ এখনও রয়ে গেছে। বিশেষ করে লিওনেল মেসির মনে। আর্জেন্টাইন অধিনায়কের মনে অবশ্য সুখের স্মৃতি হিসেবে নয় দুঃস্মৃতি হিসেবে।
তা না হলে এত দিন পরেও কেন কথা বলবেন মেসি। যখন তাঁর সময় এসেছে নতুন মৌসুম শুরু করার। আগামী বৃহস্পতিবার রিয়েল সল্ট লিগের বিপক্ষে মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের প্রথম ম্যাচ খেলবে মায়ামি। সেই ম্যাচে নামার আগে হংকংয়ের প্রাক্–মৌসুম প্রস্তুতি নিয়ে কথা বলেছেন আটবারের ব্যালন ডি অর জয়ী।
হংকংয়ের বিপক্ষে মেসির না খেলা নিয়ে অনেক কথা হয়েছে তখন। বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকার না খেলা নিয়ে অনেক বিতর্কিত মন্তব্যে ছড়িয়ে সামাজিক মাধ্যমে। যা এখনও চলছে। এমনকি ধারণা করা হচ্ছে, তাঁর না খেলার কারণে আর্জেন্টিনা দলের চীন সফর বাতিল করা হয়েছে। এই সব মন্তব্যে তাই এক প্রকার বিরক্ত হয়েই আবারও না খেলার ব্যাখ্যা দিয়েছেন মেসি।
সব কিছু মিলিয়ে এক ভিডিও বার্তায় সত্য তুলে ধরার কথা জানিয়েছেন মেসি। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোর এক ভিডিওতে ৩৬ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘হংকংয়ের ম্যাচের পর অনেক কিছু বলা হয়েছে, তার সবই পড়েছি এবং শুনেছি। এই ভিডিও রেকর্ড করতে চেয়েছি যেন আপনারা সত্যি বিষয়টা জানতে পারেন। কেউ যেন আর মিথ্যা খবরগুলো না পড়েন।’
রাজনৈতিক কারণে খেলেননি বলে যে সমালোচনা তাঁকে শুনতে হচ্ছে সেটিও উড়িয়ে দিয়েছেন মেসি। সঙ্গে চীনের সঙ্গে তাঁর সম্পর্ক যে ঘনিষ্ঠ তা জানিয়েছেন। কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘মানুষকে এমনও বলতে শুনেছি যে রাজনৈতিক কারণে ম্যাচ খেলিনি। আরও অনেক কারণে যা সম্পূর্ণ অসত্য। যদি এমনটা সত্যিই হতো তাহলে জাপান বা চীন সফরে যেতাম না। অনেকবার সেখানে গিয়েছি। ক্যারিয়ারের শুরু থেকেই চীনের সঙ্গে আমার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ এবং বিশেষ।’
আর কেন খেলেননি সেটা আগেও ব্যাখ্যা করেছিলেন মেসি। গতকাল আরেকবার বললেন, ‘আগেও সংবাদ সম্মেলনে বলেছিলাম, আমার অ্যাডাক্টরে সমস্যা ছিল এবং এ কারণে সৌদি আরবে প্রথম ম্যাচ খেলতে পারিনি। দ্বিতীয়টিতে কিছু সময় খেলেছি। কিন্তু এতে সমস্যা আরও বেড়ে যায়। এরপর হংকংয়ে ম্যাচের আগের দিন অনুশীলনের চেষ্টা করেছিলাম। কয়েক দিন পর একটু ভালো বোধ করায় জাপানের বিপক্ষে কিছুটা সময় খেলছিলাম। কারণ সুস্থ হয়ে উঠতে এবং গতি ফেরত পেতে আমাকে খেলতেও হতো।’
এর আগে হংকংয়ের বিপক্ষে খেলতে না পারার জন্য ম্যাচের পরেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন মেসি। কিন্তু তাতে মন গলেনি খেলা দেখতে আসা সমর্থকদের। সমর্থকদের মন না গলার অবশ্য কারণও ছিল। কেননা কয়েক দিন পর জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ম্যাচে নেমে হংকংয়ের সমর্থকদের ক্ষোভ আরও বাড়িয়ে দেন তিনি। ম্যাচের দিন তাঁর না খেলায় সমর্থকেরা গ্যালারিতে টাকা ফেরত চেয়ে স্লোগানও দিয়েছিল। এ নিয়ে পরে হংকং সরকারের পক্ষ থেকেও নানা মন্তব্য শোনা গিয়েছিল।

হংকং একাদশের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচটি হয়েছে আজ থেকে ১৫ দিন আগে। কিন্তু তার রেশ এখনও রয়ে গেছে। বিশেষ করে লিওনেল মেসির মনে। আর্জেন্টাইন অধিনায়কের মনে অবশ্য সুখের স্মৃতি হিসেবে নয় দুঃস্মৃতি হিসেবে।
তা না হলে এত দিন পরেও কেন কথা বলবেন মেসি। যখন তাঁর সময় এসেছে নতুন মৌসুম শুরু করার। আগামী বৃহস্পতিবার রিয়েল সল্ট লিগের বিপক্ষে মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের প্রথম ম্যাচ খেলবে মায়ামি। সেই ম্যাচে নামার আগে হংকংয়ের প্রাক্–মৌসুম প্রস্তুতি নিয়ে কথা বলেছেন আটবারের ব্যালন ডি অর জয়ী।
হংকংয়ের বিপক্ষে মেসির না খেলা নিয়ে অনেক কথা হয়েছে তখন। বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকার না খেলা নিয়ে অনেক বিতর্কিত মন্তব্যে ছড়িয়ে সামাজিক মাধ্যমে। যা এখনও চলছে। এমনকি ধারণা করা হচ্ছে, তাঁর না খেলার কারণে আর্জেন্টিনা দলের চীন সফর বাতিল করা হয়েছে। এই সব মন্তব্যে তাই এক প্রকার বিরক্ত হয়েই আবারও না খেলার ব্যাখ্যা দিয়েছেন মেসি।
সব কিছু মিলিয়ে এক ভিডিও বার্তায় সত্য তুলে ধরার কথা জানিয়েছেন মেসি। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোর এক ভিডিওতে ৩৬ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘হংকংয়ের ম্যাচের পর অনেক কিছু বলা হয়েছে, তার সবই পড়েছি এবং শুনেছি। এই ভিডিও রেকর্ড করতে চেয়েছি যেন আপনারা সত্যি বিষয়টা জানতে পারেন। কেউ যেন আর মিথ্যা খবরগুলো না পড়েন।’
রাজনৈতিক কারণে খেলেননি বলে যে সমালোচনা তাঁকে শুনতে হচ্ছে সেটিও উড়িয়ে দিয়েছেন মেসি। সঙ্গে চীনের সঙ্গে তাঁর সম্পর্ক যে ঘনিষ্ঠ তা জানিয়েছেন। কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘মানুষকে এমনও বলতে শুনেছি যে রাজনৈতিক কারণে ম্যাচ খেলিনি। আরও অনেক কারণে যা সম্পূর্ণ অসত্য। যদি এমনটা সত্যিই হতো তাহলে জাপান বা চীন সফরে যেতাম না। অনেকবার সেখানে গিয়েছি। ক্যারিয়ারের শুরু থেকেই চীনের সঙ্গে আমার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ এবং বিশেষ।’
আর কেন খেলেননি সেটা আগেও ব্যাখ্যা করেছিলেন মেসি। গতকাল আরেকবার বললেন, ‘আগেও সংবাদ সম্মেলনে বলেছিলাম, আমার অ্যাডাক্টরে সমস্যা ছিল এবং এ কারণে সৌদি আরবে প্রথম ম্যাচ খেলতে পারিনি। দ্বিতীয়টিতে কিছু সময় খেলেছি। কিন্তু এতে সমস্যা আরও বেড়ে যায়। এরপর হংকংয়ে ম্যাচের আগের দিন অনুশীলনের চেষ্টা করেছিলাম। কয়েক দিন পর একটু ভালো বোধ করায় জাপানের বিপক্ষে কিছুটা সময় খেলছিলাম। কারণ সুস্থ হয়ে উঠতে এবং গতি ফেরত পেতে আমাকে খেলতেও হতো।’
এর আগে হংকংয়ের বিপক্ষে খেলতে না পারার জন্য ম্যাচের পরেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন মেসি। কিন্তু তাতে মন গলেনি খেলা দেখতে আসা সমর্থকদের। সমর্থকদের মন না গলার অবশ্য কারণও ছিল। কেননা কয়েক দিন পর জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ম্যাচে নেমে হংকংয়ের সমর্থকদের ক্ষোভ আরও বাড়িয়ে দেন তিনি। ম্যাচের দিন তাঁর না খেলায় সমর্থকেরা গ্যালারিতে টাকা ফেরত চেয়ে স্লোগানও দিয়েছিল। এ নিয়ে পরে হংকং সরকারের পক্ষ থেকেও নানা মন্তব্য শোনা গিয়েছিল।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১১ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে