
সংক্ষিপ্ত তালিকায় ৩ জনকে রাখতে হয়, বলেই রাখা। পুরস্কারটা যে করিম বেনজেমার হাতেই উঠতে যাচ্ছে, সে তো আগে থেকেই জানা!
গত মৌসুমে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য সব গল্প লিখে রিয়াল মাদ্রিদ যে চ্যাম্পিয়ন লিগ শিরোপা ঘরে তুলেছে, সেটার মূল রচয়িতা ছিলেন বেনজেমা। ৬ বছর পর জাতীয় দলে ফিরে ফ্রান্সকে নেশন্স লিগে চ্যাম্পিয়ন করতেও বড় অবদান রেখেছেন। অর্জনের হিসেবে রিয়াল সতীর্থ থিবো কোর্তোয়া ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনার চেয়ে ঢের এগিয়ে ছিলেন তিনি।
অনুমতিভাবেই উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন বেনজেমা। সেরা পুরুষ কোচ হয়েছেন রিয়ালে তাঁর গুরু কার্লো আনচেলত্তি। গতরাতে তুরস্কের ইস্তাম্বুলে ইউরোপীয় ফুটবলের ‘গালা’ খ্যাত অনুষ্ঠানে এসে পুরস্কার নিয়েছেন বেনজেমা। ৩৪ বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘প্রথমবার এই পুরস্কার জিততে পেরে সত্যিই খুব খুশি। তবে দলীয় অর্জনটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার চোখে আনচেলত্তি বিশ্বসেরা কোচ। তিনি প্রত্যেক খেলোয়াড়কে সঠিক বার্তা দিয়েছেন, আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছেন। কোন ম্যাচে কী করতে হবে, বলে দিয়েছেন।
গত মৌসুমে রিয়ালকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বেনজেমা। করেছেন ৪৪ গোল ও ১৫ অ্যাসিস্ট। সর্বোচ্চ ১৫ গোল করে চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।
এ বছর নারীদের সেরা কোচ হয়েছেন সারিনা ভেইগমান। এই ডাচ প্রশিক্ষকের অধীনেই প্রথমবার মেয়েদের উয়েফা ইউরো জিতেছে ইংল্যান্ড। নারীদের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আলেক্সিয়া পুতেয়াস। গত বছরও পুরস্কারটি তাঁর হাতেই উঠেছিল।
আর ফুটবলে বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননা (প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড) পেয়েছেন এসি মিলানের কিংবদন্তি ইতালিয়ান কোচ আরিগো সাচ্চি।
উয়েফা বর্ষসেরা পুরস্কার
পুরুষ খেলোয়াড়
করিম বেনজেমা (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
নারী খেলোয়াড়
আলেক্সিয়া পুতেয়াস (স্পেন ও বার্সেলোনা)
পুরুষ কোচ
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
নারী কোচ
সারিনা ভেইগমান (ইংল্যান্ড)
প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
আরিগো সাচ্চি (ইতালি)

সংক্ষিপ্ত তালিকায় ৩ জনকে রাখতে হয়, বলেই রাখা। পুরস্কারটা যে করিম বেনজেমার হাতেই উঠতে যাচ্ছে, সে তো আগে থেকেই জানা!
গত মৌসুমে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য সব গল্প লিখে রিয়াল মাদ্রিদ যে চ্যাম্পিয়ন লিগ শিরোপা ঘরে তুলেছে, সেটার মূল রচয়িতা ছিলেন বেনজেমা। ৬ বছর পর জাতীয় দলে ফিরে ফ্রান্সকে নেশন্স লিগে চ্যাম্পিয়ন করতেও বড় অবদান রেখেছেন। অর্জনের হিসেবে রিয়াল সতীর্থ থিবো কোর্তোয়া ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনার চেয়ে ঢের এগিয়ে ছিলেন তিনি।
অনুমতিভাবেই উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন বেনজেমা। সেরা পুরুষ কোচ হয়েছেন রিয়ালে তাঁর গুরু কার্লো আনচেলত্তি। গতরাতে তুরস্কের ইস্তাম্বুলে ইউরোপীয় ফুটবলের ‘গালা’ খ্যাত অনুষ্ঠানে এসে পুরস্কার নিয়েছেন বেনজেমা। ৩৪ বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘প্রথমবার এই পুরস্কার জিততে পেরে সত্যিই খুব খুশি। তবে দলীয় অর্জনটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার চোখে আনচেলত্তি বিশ্বসেরা কোচ। তিনি প্রত্যেক খেলোয়াড়কে সঠিক বার্তা দিয়েছেন, আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছেন। কোন ম্যাচে কী করতে হবে, বলে দিয়েছেন।
গত মৌসুমে রিয়ালকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বেনজেমা। করেছেন ৪৪ গোল ও ১৫ অ্যাসিস্ট। সর্বোচ্চ ১৫ গোল করে চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।
এ বছর নারীদের সেরা কোচ হয়েছেন সারিনা ভেইগমান। এই ডাচ প্রশিক্ষকের অধীনেই প্রথমবার মেয়েদের উয়েফা ইউরো জিতেছে ইংল্যান্ড। নারীদের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আলেক্সিয়া পুতেয়াস। গত বছরও পুরস্কারটি তাঁর হাতেই উঠেছিল।
আর ফুটবলে বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননা (প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড) পেয়েছেন এসি মিলানের কিংবদন্তি ইতালিয়ান কোচ আরিগো সাচ্চি।
উয়েফা বর্ষসেরা পুরস্কার
পুরুষ খেলোয়াড়
করিম বেনজেমা (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
নারী খেলোয়াড়
আলেক্সিয়া পুতেয়াস (স্পেন ও বার্সেলোনা)
পুরুষ কোচ
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
নারী কোচ
সারিনা ভেইগমান (ইংল্যান্ড)
প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
আরিগো সাচ্চি (ইতালি)

শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪৪ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
১ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে
দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
৪ ঘণ্টা আগে