ঢাকা: গত কোপা আমেরিকায় পেরুকে কাঁদিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। পেরুর সামনে এবার সুযোগ ছিল ফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার। কিন্তু পেরুকে কোনো সুযোগই দেয়নি সেলেসাওরা। এবারের কোপায় নিজেদের দ্বিতীয় ম্যাচে রিও ডি জেনিরোতে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বি গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল।
আজ ম্যাচের শুরু থেকে দুই দল আক্রমণাত্মক খেলা শুরু করে। ম্যাচের ১১ মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় ব্রাজিল। ফরোয়ার্ড এভারটন রিবেইরোর সহায়তায় পেরুর গোলমুখের কাছে থেকেও ফ্রেড বল মারেন বারের অনেক ওপর দিয়ে। তবে এর ১ মিনিট পরেই গোল উদ্যাপনের সুযোগ পান নেইমাররা। মিডফিল্ডার গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় ডান পায়ের আলতো ছোঁয়ায় পেরুর জালে বল জড়ান লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো। ২৫ মিনিটে গোলের সুযোগ হারান মিডফিল্ডার ফ্যাবিনিও।
পেরু কয়েকবার পাল্টা আক্রমণে গেলেও ব্রাজিল রক্ষণের সঙ্গে পেরে ওঠেনি। প্রথমার্ধের ২৭ মিনিটের মাথায় পেরু ডিফেন্ডার আলদো কোরহোর শট ফিরিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক এদেরসন।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। শুরু থেকেই প্রতিপক্ষের গোলমুখে আক্রমণ চালাতে থাকে সেলেসাওরা। পেরুর রক্ষণকে এদিন বেশ পরীক্ষাই দিতে হয়েছে নেইমার-সান্দ্রোদের সামনে। ৬৮ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলটি আসে নেইমারের পা থেকে। ৭৩ মিনিটে রিচার্লিসন গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৮৯ মিনিটে সেই রিচার্লিসনের সহায়তায় এভারটন দুর্দান্ত শটে দলের তৃতীয় গোল করেন। ম্যাচের শেষের দিকে একটি গোল করে ব্রাজিলকে ৪-০ গোলে এগিয়ে নেন রিচার্লিসন। শেষের দিকে নেইমার সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারলেও তাতে স্বাগতিকদের খুব একটা অসুবিধা হয়নি। ৪-০ গোলে জয় নিয়ে বি গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে স্বাগতিকেরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
৩৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে