ম্যানচেস্টার সিটিতে প্রথম মৌসুমেই দুর্দান্ত কাটিয়েছেন আর্লিং হালান্ড। গোলের পর গোল করে রেকর্ড গড়েছেন। হালান্ডের আরও বেশি গোল করার উপায় বাতলে দিয়েছেন থিয়েরি অঁরি।
২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যান সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল ও ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। অর্ধেকেরও বেশি গোল সিটির এই স্ট্রাইকার করেছেন বাঁ পায়ে। এখানে তাঁকে (হালান্ড) একটু কৌশলী হতে বলেছেন অঁরি। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার সিবিএস স্পোর্টসকে বলেন, ‘হালান্ড ডান পায়ে শুরু করে ডান পায়েই ফিনিশিং দেয়, যেমনটা সে বাঁ পায়ে করে তাহলে তো কথাই নেই। প্রতি সপ্তাহে সে (হালান্ড) ১০০ গোল করবে।’
অঁরি আরও বলেছেন, ‘আমি তো এটা গণমাধ্যমে বলেছি। আমার মতে, বক্সে আপনার শেখার কিছু নেই আর আপনার বিকল্প কিছু করারও নেই। কিন্তু গোল করার সময় মাঝেমধ্যে ডান পায়ে এগোতে হয়। কিছু জিনিস এভাবে শেখা যায়। তাহলেই তো তারা কোয়াড্রপল জিততে পারবে।’
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে গত পরশু অনেক ‘প্রথমের’ রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ও ট্রেবল জিতল ম্যান সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতল সিটিজেনেরা। ম্যান সিটির মতো প্রথম চ্যাম্পিয়নস লিগ ও প্রথম ট্রেবল জয়ের অংশও হয়েছেন হালান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৮ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে