Ajker Patrika

মেসি-নেইমারদের কোচ হচ্ছেন জিদান!

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২: ৩৮
মেসি-নেইমারদের কোচ হচ্ছেন জিদান!

রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জুটি গড়ে অনন্য উচ্চতায় উঠেছেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তি জিদান এবার জুটি গড়তে পারেন লিওনেল মেসি-নেইমারদের সঙ্গেও। বিখ্যাত স্প্যানিশ সাংবাদিক দানিয়েল রাওলো খবরটি জানিয়েছেন। সংবাদমাধ্যম আরএমসির এই প্রতিবেদকের দেওয়া তথ্যানুসারে, আগামী জুনের মধ্যে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নতুন কোচ হয়ে আসতে পারেন জিদান।

মৌসুম শুরুর আগে অনেকটা অভিমান নিয়েই রিয়াল ছেড়ে যান জিদান। এরপর একাধিক ক্লাবের সঙ্গে জড়িয়ে তাঁর নাম শোনা গেলেও এখনো কোনো ক্লাবে যোগ দেননি বিশ্বকাপজয়ী সাবেক এই ফরাসি ফুটবলার। সব ঠিক থাকলে হয়তো খুব শিগগিরই নতুন করে ডাগআউটে ফিরতে পারেন ফরাসি কিংবদন্তি। তবে জিদানের হয়তো এ মৌসুমেই মরিসিও পচেত্তিনোর জায়গায় আসা হবে না। মৌসুমের বাকি সময় পচেত্তিনোকে দিয়েই পার করতে চায় পিএসজি। 

জিদানকে দায়িত্ব নিতে হতে পারে আগামী মৌসুমের শুরুতে। এখন পর্যন্ত গুঞ্জনের পর্যায়ে থাকলেও গুরুত্বপূর্ণ এক কারণে এই খবরকে উড়িয়ে দিতে পারছেন না ফুটবল বিশ্লেষকেরা। এর আগে মেসির পিএসজিতে যাওয়ার খবরও প্রথম সামনে এনেছিলেন রাওলো, যেটা পরে সত্যি হয়েছিল। এবার জিদানের পিএসজিতে যাওয়ার খবরটিও এল তাঁর কাছ থেকেই। 

জিদান শেষ পর্যন্ত পিএসজিতে এলে সেটা নিশ্চিতভাবে নতুন এক উপলক্ষের জন্ম দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

আজকের রাশিফল: প্রেমে ‘পজেসিভ’ হলে বিবাদ বাড়বে, মোবাইল-মানিব্যাগ সাবধান

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

সিলেটের সকালটা আজ অন্যরকম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত