ইংলিশ চ্যানেলের দুই প্রান্তে একইদিনে দুই রকম দৃশ্য। ২৩ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসার আনন্দে যখন ওয়েম্বলিতে উৎসবে মাতোয়ারা নটিংহ্যাম ফরেস্ট তখন সাগরের অন্য প্রান্তে ফ্রান্সের স্টাড জফু-গিসাতে চলছে ধুন্ধুমার কাণ্ড। অবনমনের যন্ত্রণা সইতে না পেরে ফরাসি দল সেন্ট এতিঁয়েনের সমর্থকেরা মাঠে নেমে পড়লেন ফুটবলারদের পেটাতে!
ফ্রান্সের লিগ ওয়ানের অন্যতম বড় দল সেন্ট এতিঁয়েন গতকাল পড়েছে অবনমনের খড়্গে। লিগ ওয়ানের প্লে-অফে গতকাল অক্সের কাছে টাইব্রেকে হেরে যায় এতিঁয়েন। ম্যাচের পরপরই তাই লাঠি, ফ্লেয়ার নিয়ে মাঠে নেমে পড়ে ক্ষুব্ধ সমর্থকেরা।
গত কয়েক বছর ধরেই আর্থিক সংকটে ধুঁকছিল ১০ বারের লিগ শিরোপাজয়ী এতিঁয়েন। করোনায় সেটা আরও করুণ হয়েছে। এবারের লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের তলানির তৃতীয় দল হওয়ায় লিগে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে প্লে-অফে জিততে হতো দলটাকে। প্রতিপক্ষ ছিল ১০ বছর আগে সবশেষ লিগ ওয়ানে খেলা অক্সে। প্রথম লেগে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটা গতকাল এতিঁয়েনের মাঠে দ্বিতীয় লেগেও দেখেছে একই ফল। দুই লেগে ২-২ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকে।
টাইব্রেকে প্রথম শটেই বল জালে জড়াতে ব্যর্থ হন এতিঁয়েনের রিয়াদ বৌদেবু। সেই শটেই শেষ পর্যন্ত কপাল পোড়ে এতিঁয়েনের, ৪-৫ ব্যবধানে হেরে যায় এতিঁয়েন। ২০০৪ সালের পর আবারও নেমে যায় লিগ টুতে।
লিভারপুল-রিয়াল সম্পর্কিত জানতে - এখানে ক্লিক করুন
খেলা শেষ হতেই মাঠে নেমে পড়েন স্বাগতিক সমর্থকেরা। মাঠে ছোড়া হয় ফ্লেয়ার, ধরিয়ে দেওয়া হয় আগুণ। উচ্ছৃঙ্খল সমর্থকদের ঠেকাতে সঙ্গে সঙ্গে মাঠে নেমেছে দাঙ্গা পুলিশ। ছুড়েছে কাদানি গ্যাস। ক্ষুব্ধ সমর্থকেরা মাঠে নামার আগেই অবশ্য দুই দলের ফুটবলারদের ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। পুলিশের ছোঁড়া কাদানি গ্যাসের ধোঁয়ায় ফুটবলারদের কাশতে দেখা গেছে এক ভিডিওতে।
উচ্ছৃঙ্খল আচরণের জন্য আগে থেকেই কুখ্যাতি আছে সেন্ট এতিঁয়েন সমর্থকদের। এই সমর্থকদের জন্য আগেও জরিমানা গুনতে হয়েছে ক্লাবকে। মোনাকোর বিপক্ষে গত মাসের ম্যাচেও মাঠে প্রবেশ নিষিদ্ধ ছিল এতিঁয়েন সমর্থকদের জন্য।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে