
মেক্সিকো ম্যাচটা আর্জেন্টিনার জন্য ছিল বাঁচা-মরার লড়াই। আর তাতে ভালোভাবেই উতরে গেছেন লিওনেল মেসিরা। দারুণ এক জয়ের পর পরশু ড্রেসিংরুমে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছিল আর্জেন্টিনা। মেসিদের সেই উদ্যাপনে নাকি মেক্সিকোর জার্সি অসম্মানিত হয়েছে। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ।
মেসিদের সেই উদ্যাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, খেলোয়াড়দের বিভিন্ন সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সি মেঝেতে পড়েছিল মেসির সামনে। একপর্যায়ে নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে সামান্য পা লাগে আর্জেন্টাইন অধিনায়কের। আলভারেজের আপত্তি এটা নিয়েই। মেসির প্রতি নিজের ক্ষোভ জানিয়ে তিনি লেখেন, ‘তোমরা কী দেখেছ, মেসি আমাদের জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুক মেসি, যেন আমার সামনে না পড়ে।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
এতটুকুতে থামেননি চারটি ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা বক্সার আলভারেজ। আরেক টুইটে তিনি লেখেন, ‘ভক্তদের বিষয়টি আলাদা। আমরা তো অন্যের কাছে উদাহরণ। এত বেশি বেশি কোরো না...। আর্জেন্টিনাকে আমি যেমন শ্রদ্ধা করি, সেটা মেক্সিকোকেও করতে হবে তোমাকে। আমি দেশের (আর্জেন্টিনা) কথা বলছি না, আমি মেসির কথা বলছি...।’
আলভারেজ মেক্সিকোর পতাকা অসম্মানের অভিযোগ তুললেও ভিডিওতে অবশ্য মেসির আশপাশে মেক্সিকোর জাতীয় পতাকা দেখা যায়নি। আলভারেজের এই বিষয়টি নজর এড়ায়নি সাবেক আর্জেন্টিনা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর। তাঁর মতে, ফুটবলের ড্রেসিংরুম সম্পর্কে কোনো ধারণাই নেই মেক্সিকান বক্সারের। আগুয়েরো লেখেন, ‘জনাব ক্যানসেলো, কোনো ধরনের অজুহাত বা সমস্যার খোঁজে থাকবেন না। আমি নিশ্চিত, ফুটবল বা এই খেলার ড্রেসিংরুমে কী হয় আপনি জানেন না। ঘামের কারণে ম্যাচের পর জার্সিগুলো সব সময় মেঝেতেই রাখা হয়। আর এরপর যদি আপনি লক্ষ্য করে থাকেন, দেখবেন সে বুট খোলার সময় দুর্ঘটনাবশত জার্সিতে পা লেগে যায়।’
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

মেক্সিকো ম্যাচটা আর্জেন্টিনার জন্য ছিল বাঁচা-মরার লড়াই। আর তাতে ভালোভাবেই উতরে গেছেন লিওনেল মেসিরা। দারুণ এক জয়ের পর পরশু ড্রেসিংরুমে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছিল আর্জেন্টিনা। মেসিদের সেই উদ্যাপনে নাকি মেক্সিকোর জার্সি অসম্মানিত হয়েছে। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ।
মেসিদের সেই উদ্যাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, খেলোয়াড়দের বিভিন্ন সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সি মেঝেতে পড়েছিল মেসির সামনে। একপর্যায়ে নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে সামান্য পা লাগে আর্জেন্টাইন অধিনায়কের। আলভারেজের আপত্তি এটা নিয়েই। মেসির প্রতি নিজের ক্ষোভ জানিয়ে তিনি লেখেন, ‘তোমরা কী দেখেছ, মেসি আমাদের জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুক মেসি, যেন আমার সামনে না পড়ে।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
এতটুকুতে থামেননি চারটি ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা বক্সার আলভারেজ। আরেক টুইটে তিনি লেখেন, ‘ভক্তদের বিষয়টি আলাদা। আমরা তো অন্যের কাছে উদাহরণ। এত বেশি বেশি কোরো না...। আর্জেন্টিনাকে আমি যেমন শ্রদ্ধা করি, সেটা মেক্সিকোকেও করতে হবে তোমাকে। আমি দেশের (আর্জেন্টিনা) কথা বলছি না, আমি মেসির কথা বলছি...।’
আলভারেজ মেক্সিকোর পতাকা অসম্মানের অভিযোগ তুললেও ভিডিওতে অবশ্য মেসির আশপাশে মেক্সিকোর জাতীয় পতাকা দেখা যায়নি। আলভারেজের এই বিষয়টি নজর এড়ায়নি সাবেক আর্জেন্টিনা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর। তাঁর মতে, ফুটবলের ড্রেসিংরুম সম্পর্কে কোনো ধারণাই নেই মেক্সিকান বক্সারের। আগুয়েরো লেখেন, ‘জনাব ক্যানসেলো, কোনো ধরনের অজুহাত বা সমস্যার খোঁজে থাকবেন না। আমি নিশ্চিত, ফুটবল বা এই খেলার ড্রেসিংরুমে কী হয় আপনি জানেন না। ঘামের কারণে ম্যাচের পর জার্সিগুলো সব সময় মেঝেতেই রাখা হয়। আর এরপর যদি আপনি লক্ষ্য করে থাকেন, দেখবেন সে বুট খোলার সময় দুর্ঘটনাবশত জার্সিতে পা লেগে যায়।’
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে