
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে তর্কে জড়ানো, এরপর আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের শিকার—সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না রদ্রিগোর। আর সব কিছুর জবাব তিনি দিলেন মাঠের পারফরম্যান্সে। রদ্রিগোর দুর্দান্ত পারফরম্যান্সে গতকাল উড়ে গেছে কাদিজ।
নুয়েভো মিরান্দিলা স্টেডিয়ামে গতকাল লা লিগার ম্যাচটি কাদিজ-রিয়াল মাদ্রিদের ছিল ঠিকই। তবে কেউ যদি কাদিজ-রদ্রিগো ম্যাচ বলেন, তাও তিনি ভুল করবেন না। কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। যার তিনটিতেই অবদান রেখেছেন রদ্রিগো। দুটি করেছেন ও অপরটি করিয়েছেন। ১৪ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি তিনি করেন ডান পায়েই। এবার তাঁকে অ্যাসিস্ট করেন লুকা মদরিচ। আর ৭৪ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে গোল করেন জুড বেলিংহাম। এর আগে গত ১১ নভেম্বর লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২টি করে গোল ও অ্যাসিস্ট করেন রদ্রিগো। তাতে লা লিগায় ২১ শতকে টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা তৃতীয় ফুটবলার হলেন তিনি। রদ্রিগোর আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইন। এমন কীর্তি রোনালদো করেছেন ৭ বার ও ১ বার করেছেন হিগুয়েইন।
রদ্রিগোর রেকর্ড গড়ার দিন শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ মৌসুমের লা লিগায় ১৪ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৩৫ পয়েন্ট এখন রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৩৪। তারা খেলেছে ১৩ ম্যাচ। তৃতীয় ও চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলেরই পয়েন্ট ৩১। গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সা। আতলেতিকো ও বার্সা খেলেছে ১৩ ও ১৪ ম্যাচ।
২১ শতকে লা লিগায় টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা রিয়াল মাদ্রিদ ফুটবলার:
রদ্রিগো (১ বার)
ক্রিস্টিয়ানো রোনালদো (৭ বার)
গঞ্জালো হিগুয়েইন (১ বার)

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে তর্কে জড়ানো, এরপর আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের শিকার—সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না রদ্রিগোর। আর সব কিছুর জবাব তিনি দিলেন মাঠের পারফরম্যান্সে। রদ্রিগোর দুর্দান্ত পারফরম্যান্সে গতকাল উড়ে গেছে কাদিজ।
নুয়েভো মিরান্দিলা স্টেডিয়ামে গতকাল লা লিগার ম্যাচটি কাদিজ-রিয়াল মাদ্রিদের ছিল ঠিকই। তবে কেউ যদি কাদিজ-রদ্রিগো ম্যাচ বলেন, তাও তিনি ভুল করবেন না। কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। যার তিনটিতেই অবদান রেখেছেন রদ্রিগো। দুটি করেছেন ও অপরটি করিয়েছেন। ১৪ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি তিনি করেন ডান পায়েই। এবার তাঁকে অ্যাসিস্ট করেন লুকা মদরিচ। আর ৭৪ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে গোল করেন জুড বেলিংহাম। এর আগে গত ১১ নভেম্বর লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২টি করে গোল ও অ্যাসিস্ট করেন রদ্রিগো। তাতে লা লিগায় ২১ শতকে টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা তৃতীয় ফুটবলার হলেন তিনি। রদ্রিগোর আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইন। এমন কীর্তি রোনালদো করেছেন ৭ বার ও ১ বার করেছেন হিগুয়েইন।
রদ্রিগোর রেকর্ড গড়ার দিন শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ মৌসুমের লা লিগায় ১৪ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৩৫ পয়েন্ট এখন রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৩৪। তারা খেলেছে ১৩ ম্যাচ। তৃতীয় ও চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলেরই পয়েন্ট ৩১। গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সা। আতলেতিকো ও বার্সা খেলেছে ১৩ ও ১৪ ম্যাচ।
২১ শতকে লা লিগায় টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা রিয়াল মাদ্রিদ ফুটবলার:
রদ্রিগো (১ বার)
ক্রিস্টিয়ানো রোনালদো (৭ বার)
গঞ্জালো হিগুয়েইন (১ বার)

শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪৪ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
১ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে
দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
৪ ঘণ্টা আগে