ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে তর্কে জড়ানো, এরপর আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের শিকার—সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না রদ্রিগোর। আর সব কিছুর জবাব তিনি দিলেন মাঠের পারফরম্যান্সে। রদ্রিগোর দুর্দান্ত পারফরম্যান্সে গতকাল উড়ে গেছে কাদিজ।
নুয়েভো মিরান্দিলা স্টেডিয়ামে গতকাল লা লিগার ম্যাচটি কাদিজ-রিয়াল মাদ্রিদের ছিল ঠিকই। তবে কেউ যদি কাদিজ-রদ্রিগো ম্যাচ বলেন, তাও তিনি ভুল করবেন না। কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। যার তিনটিতেই অবদান রেখেছেন রদ্রিগো। দুটি করেছেন ও অপরটি করিয়েছেন। ১৪ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি তিনি করেন ডান পায়েই। এবার তাঁকে অ্যাসিস্ট করেন লুকা মদরিচ। আর ৭৪ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে গোল করেন জুড বেলিংহাম। এর আগে গত ১১ নভেম্বর লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২টি করে গোল ও অ্যাসিস্ট করেন রদ্রিগো। তাতে লা লিগায় ২১ শতকে টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা তৃতীয় ফুটবলার হলেন তিনি। রদ্রিগোর আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইন। এমন কীর্তি রোনালদো করেছেন ৭ বার ও ১ বার করেছেন হিগুয়েইন।
রদ্রিগোর রেকর্ড গড়ার দিন শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ মৌসুমের লা লিগায় ১৪ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৩৫ পয়েন্ট এখন রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৩৪। তারা খেলেছে ১৩ ম্যাচ। তৃতীয় ও চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলেরই পয়েন্ট ৩১। গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সা। আতলেতিকো ও বার্সা খেলেছে ১৩ ও ১৪ ম্যাচ।
২১ শতকে লা লিগায় টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা রিয়াল মাদ্রিদ ফুটবলার:
রদ্রিগো (১ বার)
ক্রিস্টিয়ানো রোনালদো (৭ বার)
গঞ্জালো হিগুয়েইন (১ বার)

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
৪১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে