
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে তর্কে জড়ানো, এরপর আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের শিকার—সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না রদ্রিগোর। আর সব কিছুর জবাব তিনি দিলেন মাঠের পারফরম্যান্সে। রদ্রিগোর দুর্দান্ত পারফরম্যান্সে গতকাল উড়ে গেছে কাদিজ।
নুয়েভো মিরান্দিলা স্টেডিয়ামে গতকাল লা লিগার ম্যাচটি কাদিজ-রিয়াল মাদ্রিদের ছিল ঠিকই। তবে কেউ যদি কাদিজ-রদ্রিগো ম্যাচ বলেন, তাও তিনি ভুল করবেন না। কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। যার তিনটিতেই অবদান রেখেছেন রদ্রিগো। দুটি করেছেন ও অপরটি করিয়েছেন। ১৪ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি তিনি করেন ডান পায়েই। এবার তাঁকে অ্যাসিস্ট করেন লুকা মদরিচ। আর ৭৪ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে গোল করেন জুড বেলিংহাম। এর আগে গত ১১ নভেম্বর লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২টি করে গোল ও অ্যাসিস্ট করেন রদ্রিগো। তাতে লা লিগায় ২১ শতকে টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা তৃতীয় ফুটবলার হলেন তিনি। রদ্রিগোর আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইন। এমন কীর্তি রোনালদো করেছেন ৭ বার ও ১ বার করেছেন হিগুয়েইন।
রদ্রিগোর রেকর্ড গড়ার দিন শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ মৌসুমের লা লিগায় ১৪ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৩৫ পয়েন্ট এখন রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৩৪। তারা খেলেছে ১৩ ম্যাচ। তৃতীয় ও চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলেরই পয়েন্ট ৩১। গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সা। আতলেতিকো ও বার্সা খেলেছে ১৩ ও ১৪ ম্যাচ।
২১ শতকে লা লিগায় টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা রিয়াল মাদ্রিদ ফুটবলার:
রদ্রিগো (১ বার)
ক্রিস্টিয়ানো রোনালদো (৭ বার)
গঞ্জালো হিগুয়েইন (১ বার)

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে তর্কে জড়ানো, এরপর আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের শিকার—সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না রদ্রিগোর। আর সব কিছুর জবাব তিনি দিলেন মাঠের পারফরম্যান্সে। রদ্রিগোর দুর্দান্ত পারফরম্যান্সে গতকাল উড়ে গেছে কাদিজ।
নুয়েভো মিরান্দিলা স্টেডিয়ামে গতকাল লা লিগার ম্যাচটি কাদিজ-রিয়াল মাদ্রিদের ছিল ঠিকই। তবে কেউ যদি কাদিজ-রদ্রিগো ম্যাচ বলেন, তাও তিনি ভুল করবেন না। কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। যার তিনটিতেই অবদান রেখেছেন রদ্রিগো। দুটি করেছেন ও অপরটি করিয়েছেন। ১৪ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি তিনি করেন ডান পায়েই। এবার তাঁকে অ্যাসিস্ট করেন লুকা মদরিচ। আর ৭৪ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে গোল করেন জুড বেলিংহাম। এর আগে গত ১১ নভেম্বর লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২টি করে গোল ও অ্যাসিস্ট করেন রদ্রিগো। তাতে লা লিগায় ২১ শতকে টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা তৃতীয় ফুটবলার হলেন তিনি। রদ্রিগোর আগে এই কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইন। এমন কীর্তি রোনালদো করেছেন ৭ বার ও ১ বার করেছেন হিগুয়েইন।
রদ্রিগোর রেকর্ড গড়ার দিন শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ মৌসুমের লা লিগায় ১৪ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৩৫ পয়েন্ট এখন রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৩৪। তারা খেলেছে ১৩ ম্যাচ। তৃতীয় ও চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলেরই পয়েন্ট ৩১। গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সা। আতলেতিকো ও বার্সা খেলেছে ১৩ ও ১৪ ম্যাচ।
২১ শতকে লা লিগায় টানা দুই ম্যাচে কমপক্ষে তিনটি করে গোলে অবদান রাখা রিয়াল মাদ্রিদ ফুটবলার:
রদ্রিগো (১ বার)
ক্রিস্টিয়ানো রোনালদো (৭ বার)
গঞ্জালো হিগুয়েইন (১ বার)

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
১ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
২ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৩ ঘণ্টা আগে