পিএসজিকে ক্লাব ছাড়ার চিঠি দেওয়ার পর থেকেই কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ ঠিকানা নিয়ে নানান রকম গুঞ্জন চলছে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো তাঁর চুক্তির বিষয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ক্লাবের নাম জানাচ্ছে। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে শোনা যায় এক বছরের জন্য ফরাসি তারকাকে নিতে চায় লিভারপুল।
অথচ এ বিষয়ে কিছুই জানেন না ইংলিশ ক্লাবের কোচ ইয়ুর্গেন ক্লপ। তাই যখন সংবাদটি শুনেছেন, সে সময় নাকি এমবাপ্পের লিভারপুলে আসা নিয়ে মজা ও হাসাহাসি করেছেন। শুধু তিনিই নন, তাঁর শিষ্যসহ আরও অনেকে এমন তথ্যে মজা পেয়েছেন।
স্কাই জার্মানি নামে এক সংবাদমাধ্যমকে ক্লপ বলেছেন, ‘এটি শোনার পর আমরা হাসাহাসি করেছি। বলতে চাই, সত্যিকার অর্থে সে দুর্দান্ত একজন ফুটবলার। কিন্তু আর্থিক কাঠামোর শর্তটা আমাদের সঙ্গে যায় না।’
ক্লাবের অন্য কেউ হয়তো এমবাপ্পেকে আনার চেষ্টা করতে পারেন বলে মজার ছলে জানিয়েছেন ক্লপ। তিনি বলেছেন, ‘গল্পের সমাপ্তি এখানেই শেষ করতে চাই না। তবে যত দূর জানি, তেমন কোনো কিছুই হচ্ছে না। হয়তো ক্লাবের কেউ একজন কোনো কিছু করার চেষ্টা করছে। যেন আমাকে চমকে দিতে পারে। তবে আমার আট বছরের মেয়াদে এখানে এমন কিছু ঘটেনি। ঘটনাটি প্রথম হতে পারে।’
এই মুহূর্তে প্রাকমৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে আছে লিভারপুল। সেখানে বসেই এমবাপ্পের এই সংবাদ শুনতে পান ক্লপ। আগামীকাল বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে সিঙ্গাপুরে প্রাকপ্রস্তুতি ভালোই হচ্ছে অল রেডদের। গত ৩০ জুলাই স্বদেশি ক্লাব লেস্টার সিটিকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
৪১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে