
আর্লিং হালান্ডের বিধ্বংসী রূপ দেখা যাচ্ছে গত দুই মৌসুম ধরেই। ম্যানচেস্টার সিটিতে আসার পর গোলের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। রেকর্ডের পর রেকর্ড ভাঙার কারণে এরই মধ্যে ‘বিস্ট’, ‘জায়ান্ট’ তকমা পেয়ে গেছেন। গোলমেশিন হালান্ডের সঙ্গে পাল্লা দিচ্ছেন কোল পালমার।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত ৪ এপ্রিল পালমারের হ্যাটট্রিকে রোমাঞ্চকর এক জয় পায় চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের সেই ম্যাচে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দেন। একই মাঠে ১৫ দিন না যেতেই গোলের বন্যা বইয়ে দিলেন পালমার। এভারটনের বিপক্ষে গত রাতে করলেন ৪ গোল। ২০২৩-২৪ প্রিমিয়ার লিগে পালমারের গোলের সংখ্যা এখন ২০। এবারের গোল্ডেন বুটের লড়াইয়ে হালান্ডের পাশে বসলেন পালমার। সিটির জার্সিতে হালান্ড চলতি মৌসুমে এরই মধ্যে করেছেন ২০ গোল।
পালমারের গোলবন্যার রাতে এভারটনকে নিয়ে ছেলেখেলা করেছে চেলসি। ৬-০ গোলের জয় পেয়েছে চেলসি। ১৩ মিনিটে পালমারের বাঁ পায়ের শটেই ব্লুজরা পায় প্রথম গোল। গোলটি করতে তাঁকে (পালমার) অ্যাসিস্ট করেন নিকোলাস জ্যাকসন। চেলসির গোলের সূচনা করা পালমার হ্যাটট্রিক পেয়ে যান ৩০ মিনিটের মধ্যেই। ১৮ মিনিটে হেডে করেন দ্বিতীয় গোল। ডান পায়ের শটে ২৯ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করা পালমার চতুর্থ গোল করেন ৬৪ মিনিটে। পেনাল্টি থেকে করা গোলটিতেই চেলসির ২১ বছর বয়সী ফুটবলার ছুঁয়ে ফেলেন হালান্ডকে। হালান্ডের রেকর্ডে ভাগ বসানোর রাতে চেলসির বাকি ২ গোল করেন জ্যাকসন ও আলফি গিলক্রিস্ট। জ্যাকসন গোল করেন ৪৪ মিনিটে। ৯০ মিনিটে গিলক্রিস্ট করেন ব্লুজদের ষষ্ঠ গোল।
হালান্ড, পালমার গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে রয়েছেন ঠিকই। তবে দলীয় পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে দুজন একই সমান্তরালে চলতে পারছেন না। ৩১ ম্যাচে ১৩ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে চেলসির পয়েন্ট এখন ৪৭। পয়েন্ট তালিকায় ব্লুজরা ৯ নম্বরে। হালান্ডের ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলের শীর্ষে। ৩২ ম্যাচে সিটিজেনদের পয়েন্ট ৭৩। ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনাল, লিভারপুল দল দুটি সিটির ঘাড়ে নিশ্বাস ফেলছে। পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলই খেলেছে ৩২ ম্যাচ। লিভারপুল, আর্সেনাল দল দুটির পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে আর্সেনাল, যেখানে লিভারপুলের জার্সিতে মোহামেদ সালাহ ১৭ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে টক্কর দিচ্ছেন হালান্ডদের সঙ্গে।
২০২৩-২৪ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ছয় গোলদাতা
গোল ক্লাব
আর্লিং হালান্ড ২০ ম্যানচেস্টার সিটি
কোল পালমার ২০ চেলসি
ওলি ওয়াটকিনস ১৯ অ্যাস্টন ভিলা
আলেকজান্ডার ইসাক ১৭ নিউক্যাসল
ডোমিনিক সোলাঙ্কি ১৭ বোর্নমাউথ
মোহামেদ সালাহ ১৭ লিভারপুল

আর্লিং হালান্ডের বিধ্বংসী রূপ দেখা যাচ্ছে গত দুই মৌসুম ধরেই। ম্যানচেস্টার সিটিতে আসার পর গোলের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। রেকর্ডের পর রেকর্ড ভাঙার কারণে এরই মধ্যে ‘বিস্ট’, ‘জায়ান্ট’ তকমা পেয়ে গেছেন। গোলমেশিন হালান্ডের সঙ্গে পাল্লা দিচ্ছেন কোল পালমার।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত ৪ এপ্রিল পালমারের হ্যাটট্রিকে রোমাঞ্চকর এক জয় পায় চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের সেই ম্যাচে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দেন। একই মাঠে ১৫ দিন না যেতেই গোলের বন্যা বইয়ে দিলেন পালমার। এভারটনের বিপক্ষে গত রাতে করলেন ৪ গোল। ২০২৩-২৪ প্রিমিয়ার লিগে পালমারের গোলের সংখ্যা এখন ২০। এবারের গোল্ডেন বুটের লড়াইয়ে হালান্ডের পাশে বসলেন পালমার। সিটির জার্সিতে হালান্ড চলতি মৌসুমে এরই মধ্যে করেছেন ২০ গোল।
পালমারের গোলবন্যার রাতে এভারটনকে নিয়ে ছেলেখেলা করেছে চেলসি। ৬-০ গোলের জয় পেয়েছে চেলসি। ১৩ মিনিটে পালমারের বাঁ পায়ের শটেই ব্লুজরা পায় প্রথম গোল। গোলটি করতে তাঁকে (পালমার) অ্যাসিস্ট করেন নিকোলাস জ্যাকসন। চেলসির গোলের সূচনা করা পালমার হ্যাটট্রিক পেয়ে যান ৩০ মিনিটের মধ্যেই। ১৮ মিনিটে হেডে করেন দ্বিতীয় গোল। ডান পায়ের শটে ২৯ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করা পালমার চতুর্থ গোল করেন ৬৪ মিনিটে। পেনাল্টি থেকে করা গোলটিতেই চেলসির ২১ বছর বয়সী ফুটবলার ছুঁয়ে ফেলেন হালান্ডকে। হালান্ডের রেকর্ডে ভাগ বসানোর রাতে চেলসির বাকি ২ গোল করেন জ্যাকসন ও আলফি গিলক্রিস্ট। জ্যাকসন গোল করেন ৪৪ মিনিটে। ৯০ মিনিটে গিলক্রিস্ট করেন ব্লুজদের ষষ্ঠ গোল।
হালান্ড, পালমার গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে রয়েছেন ঠিকই। তবে দলীয় পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে দুজন একই সমান্তরালে চলতে পারছেন না। ৩১ ম্যাচে ১৩ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে চেলসির পয়েন্ট এখন ৪৭। পয়েন্ট তালিকায় ব্লুজরা ৯ নম্বরে। হালান্ডের ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলের শীর্ষে। ৩২ ম্যাচে সিটিজেনদের পয়েন্ট ৭৩। ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনাল, লিভারপুল দল দুটি সিটির ঘাড়ে নিশ্বাস ফেলছে। পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলই খেলেছে ৩২ ম্যাচ। লিভারপুল, আর্সেনাল দল দুটির পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে আর্সেনাল, যেখানে লিভারপুলের জার্সিতে মোহামেদ সালাহ ১৭ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে টক্কর দিচ্ছেন হালান্ডদের সঙ্গে।
২০২৩-২৪ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ছয় গোলদাতা
গোল ক্লাব
আর্লিং হালান্ড ২০ ম্যানচেস্টার সিটি
কোল পালমার ২০ চেলসি
ওলি ওয়াটকিনস ১৯ অ্যাস্টন ভিলা
আলেকজান্ডার ইসাক ১৭ নিউক্যাসল
ডোমিনিক সোলাঙ্কি ১৭ বোর্নমাউথ
মোহামেদ সালাহ ১৭ লিভারপুল

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে