
প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) লিওনেল মেসির বর্তমান চুক্তির অবসান হবে এই গ্রীষ্মেই। আর পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে। তবে পিএসজিতে মেসির চুক্তি বাড়ানোকে বোকামি মনে করছেন জেরোমি রোথেন।
রোথেন মূলত ওয়েজ বিলের প্রসঙ্গেই মেসির চুক্তি নিয়ে কথা বলেছেন। ফুটবল বেঞ্চমার্ক ইউরোপিয়ান চ্যাম্পিয়নসের ২০২৩ এর প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে পিএসজির ওয়েজ বিল ছিল ৭২৮ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় ৮৩৫৬ কোটি ২৭ লাখ টাকা)। যা ফুটবল ইতিহাসেই সর্বোচ্চ। এত বেশি ওয়েজ বিলের কারণে মেসির চুক্তি বাড়ানো রোথেনের কাছে ‘বোকামি’ মনে হচ্ছে। আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ফরাসি ফুটবলার বলেন, ‘মেসির চুক্তি বাড়ানো হবে বোকামি। তিনজনকে (মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পে) সামলানো একটু জটিল। সবার ওপরে ওয়েজ বিলের ব্যাপার আছে। আমরা দেখেছি যে পিএসজি ফিনান্সিয়াল ফেয়ার প্লেতে আটকে গেছে, কারণ ওয়েজ বিল অনেক বেশি হয়ে গেছে। আর আপনি মেসির বেতন থেকে মোটা অঙ্কের টাকা পুষিয়ে নিতে পারবেন। লিও মেসির চুক্তি বাড়ানো তাই আমার কাছে বাজে ব্যাপার।
রোথেন আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন মেসি এখানে দীর্ঘদিন থাকতে চায়। ক্লাবকে এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই সে করে না। সে কখনোই ভক্তদের ধন্যবাদ দেয় না। মাথা নিচু করে লকার রুমে চলে যায়। এমনকি গোল উদযাপনের সময় যখন তার নাম উচ্চারণ করা হয়, ভক্তদেরকে বিন্দুমাত্র ধন্যবাদ দেয় না।’
২০২১ তে বার্সেলোনার সঙ্গে দুই দশকেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে এসেছিলেন মেসি। পিএসজির জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৫৮ ম্যাচ। ২৬ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ২৯ গোলে।

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) লিওনেল মেসির বর্তমান চুক্তির অবসান হবে এই গ্রীষ্মেই। আর পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে। তবে পিএসজিতে মেসির চুক্তি বাড়ানোকে বোকামি মনে করছেন জেরোমি রোথেন।
রোথেন মূলত ওয়েজ বিলের প্রসঙ্গেই মেসির চুক্তি নিয়ে কথা বলেছেন। ফুটবল বেঞ্চমার্ক ইউরোপিয়ান চ্যাম্পিয়নসের ২০২৩ এর প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে পিএসজির ওয়েজ বিল ছিল ৭২৮ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় ৮৩৫৬ কোটি ২৭ লাখ টাকা)। যা ফুটবল ইতিহাসেই সর্বোচ্চ। এত বেশি ওয়েজ বিলের কারণে মেসির চুক্তি বাড়ানো রোথেনের কাছে ‘বোকামি’ মনে হচ্ছে। আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ফরাসি ফুটবলার বলেন, ‘মেসির চুক্তি বাড়ানো হবে বোকামি। তিনজনকে (মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পে) সামলানো একটু জটিল। সবার ওপরে ওয়েজ বিলের ব্যাপার আছে। আমরা দেখেছি যে পিএসজি ফিনান্সিয়াল ফেয়ার প্লেতে আটকে গেছে, কারণ ওয়েজ বিল অনেক বেশি হয়ে গেছে। আর আপনি মেসির বেতন থেকে মোটা অঙ্কের টাকা পুষিয়ে নিতে পারবেন। লিও মেসির চুক্তি বাড়ানো তাই আমার কাছে বাজে ব্যাপার।
রোথেন আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন মেসি এখানে দীর্ঘদিন থাকতে চায়। ক্লাবকে এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই সে করে না। সে কখনোই ভক্তদের ধন্যবাদ দেয় না। মাথা নিচু করে লকার রুমে চলে যায়। এমনকি গোল উদযাপনের সময় যখন তার নাম উচ্চারণ করা হয়, ভক্তদেরকে বিন্দুমাত্র ধন্যবাদ দেয় না।’
২০২১ তে বার্সেলোনার সঙ্গে দুই দশকেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে এসেছিলেন মেসি। পিএসজির জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৫৮ ম্যাচ। ২৬ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ২৯ গোলে।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৬ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৭ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৮ ঘণ্টা আগে