
রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে হেরে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল লিভারপুল। ছুটির পর তাদের ফেরাটাও হলো দুঃস্বপ্নের মতো। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও বড় ব্যবধানে হেরেছে ইউর্গেন ক্লপের দল। ইতিহাদ স্টেডিয়ামে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে অলরেডরা।
এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বাড়াল সিটি। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পেপ গার্দিওলার দল। সমান ম্যাচে গানারদের পয়েন্ট ৬৯। ষষ্ঠ স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ২৭ ম্যাচে ৪২। সেরা চারে থাকতে না পারলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলা হবে অলরেডদের।
সিটিজেনদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে মাঠে নেমেছিল লিভারপুল। গত কয়েক মৌসুমে ইংলিশ ফুটবলে তো বটে ইউরোপের ফুটবলেরও অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা। ইতিহাদে অবশ্য জয়ের পরিসংখ্যানে এগিয়ে লিভারপুলই। সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতে মৌসুম শুরু করেছিল ক্লপের দল। এই মৌসুমে অ্যানফিল্ডেও সিটিজেনদের হারিয়েছে তারা। তবে কারাবো কাপে তার শোধ তোলে সিটি। এবার নিজেদের মাঠে অলরেডদের বিষে নীলই করল সিটি।
মাঝমাঠ থেকে দারুণ এক আক্রমণে এগিয়ে গিয়েছিল লিভারপুল। ১৭ মিনিটে দিয়েগো জোতার কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মোহামেদ সালাহ। এই গোলে একটি রেকর্ডও গড়েছেন মিশরীয় ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগ ইতিহাসে লিভারপুলের হয়ে সর্বোচ্চ অ্যাওয়ে গোল করলেন তিনি। এই রেকর্ডে তিনি টপকে গেছেন মাইকেল ওয়েইনের ৫৫ গোলের রেকর্ড।
তবে এমন রেকর্ডের পরও মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে সালাহকে। চোটের কারণে গোলমেশিন আর্লিং হালান্ড না থাকলেও গোল উৎসব থেমে থাকেনি সিটিজেনদের। ২৭ মিনিটে জ্যাক গ্রিলিশের ঠেলে দেওয়া বলে ডি-বক্সের ভেতর দারুণ ট্যাপে সিটিকে সমতায় ফেরান হুলিয়ান আরভারেজ। বিরতি থেকে ফেরার প্রথম মিনিটে রিয়াদ মাহরেজের পাস থেকে ব্যবধানটা দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইনা। এই পাসে অনন্য এক রেকর্ডও গড়লেন আলজেরিয়ান উইঙ্গার। দিদিয়ের দ্রগবাকে টপকে আফ্রিকানদের মধ্যে প্রিমিয়ার লিগে এখন সর্বোচ্চ অ্যাসিস্ট তাঁর। ২০১৮ সালে ইতিহাদে আসার পর থেকে ২৮ অ্যাসিস্টের পাশাপাশি ৩৯ গোল করেছেন মাহরেজ। এই মৌসুমে তাঁর অ্যাসিস্টের সংখ্যা ৫। ৫৩ মিনিটে সিটির তৃতীয় গোলটি করেন ইলকায় গুন্দোয়ান। ৭৪ মিনিটি ডি ব্রুইনার পাস থেকে লিভারপুলের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন গ্রিলিশ।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে হেরে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল লিভারপুল। ছুটির পর তাদের ফেরাটাও হলো দুঃস্বপ্নের মতো। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও বড় ব্যবধানে হেরেছে ইউর্গেন ক্লপের দল। ইতিহাদ স্টেডিয়ামে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে অলরেডরা।
এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বাড়াল সিটি। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পেপ গার্দিওলার দল। সমান ম্যাচে গানারদের পয়েন্ট ৬৯। ষষ্ঠ স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ২৭ ম্যাচে ৪২। সেরা চারে থাকতে না পারলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলা হবে অলরেডদের।
সিটিজেনদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে মাঠে নেমেছিল লিভারপুল। গত কয়েক মৌসুমে ইংলিশ ফুটবলে তো বটে ইউরোপের ফুটবলেরও অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা। ইতিহাদে অবশ্য জয়ের পরিসংখ্যানে এগিয়ে লিভারপুলই। সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতে মৌসুম শুরু করেছিল ক্লপের দল। এই মৌসুমে অ্যানফিল্ডেও সিটিজেনদের হারিয়েছে তারা। তবে কারাবো কাপে তার শোধ তোলে সিটি। এবার নিজেদের মাঠে অলরেডদের বিষে নীলই করল সিটি।
মাঝমাঠ থেকে দারুণ এক আক্রমণে এগিয়ে গিয়েছিল লিভারপুল। ১৭ মিনিটে দিয়েগো জোতার কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মোহামেদ সালাহ। এই গোলে একটি রেকর্ডও গড়েছেন মিশরীয় ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগ ইতিহাসে লিভারপুলের হয়ে সর্বোচ্চ অ্যাওয়ে গোল করলেন তিনি। এই রেকর্ডে তিনি টপকে গেছেন মাইকেল ওয়েইনের ৫৫ গোলের রেকর্ড।
তবে এমন রেকর্ডের পরও মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে সালাহকে। চোটের কারণে গোলমেশিন আর্লিং হালান্ড না থাকলেও গোল উৎসব থেমে থাকেনি সিটিজেনদের। ২৭ মিনিটে জ্যাক গ্রিলিশের ঠেলে দেওয়া বলে ডি-বক্সের ভেতর দারুণ ট্যাপে সিটিকে সমতায় ফেরান হুলিয়ান আরভারেজ। বিরতি থেকে ফেরার প্রথম মিনিটে রিয়াদ মাহরেজের পাস থেকে ব্যবধানটা দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইনা। এই পাসে অনন্য এক রেকর্ডও গড়লেন আলজেরিয়ান উইঙ্গার। দিদিয়ের দ্রগবাকে টপকে আফ্রিকানদের মধ্যে প্রিমিয়ার লিগে এখন সর্বোচ্চ অ্যাসিস্ট তাঁর। ২০১৮ সালে ইতিহাদে আসার পর থেকে ২৮ অ্যাসিস্টের পাশাপাশি ৩৯ গোল করেছেন মাহরেজ। এই মৌসুমে তাঁর অ্যাসিস্টের সংখ্যা ৫। ৫৩ মিনিটে সিটির তৃতীয় গোলটি করেন ইলকায় গুন্দোয়ান। ৭৪ মিনিটি ডি ব্রুইনার পাস থেকে লিভারপুলের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন গ্রিলিশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
৩৮ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে