নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এই ম্যাচের টিকিট অনলাইনে গতকাল থেকেই বিক্রি শুরু হয়েছে। কিন্তু ম্যাচটি দেখতে ভক্ত-সমর্থকেরা কতটা আগ্রহী, সেটা টিকিফাই ডট লাইভের অবস্থা দেখলেই বোঝা যাবে।
বাংলাদেশ সময় গতকাল বেলা ১২টায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট ছাড়ার কথা ছিল। তবে পরে রাত আটটায় বিক্রির কাজ শুরু হয়। ভক্ত-সমর্থকদের চাপে সার্ভার ক্র্যাশ করেছে। সমর্থকেরা টিকিট কাটতে না পেরে বিড়ম্বনার শিকার হচ্ছেন। বাফুফে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত রাতে তারা বলেছে, ‘বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির টিকিফাইয়ের ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টিকিফাই ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শিগগিরই জানানো হবে।’ জানা গেছে, আজ সন্ধ্যার মধ্যে বাফুফে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির প্রকিয়ার কাজ শুরু করবে।
সাধারণ গ্যালারির দক্ষিণ-পশ্চিম অংশের লোয়ার ও আপার, ক্লাব হাউস ওয়ান ও স্কাই ভিউয়ের টিকিট বিক্রি হয়ে গেছে ইতোমধ্যেই। টিকিফাইয়ের সার্ভার কেন ক্রাশ করেছে, সে ব্যাপারে আজকের পত্রিকাকে গত রাতে ফাহাদ করিম বলেন, ‘৭-৮ মিনিটে চার ক্যাটাগরির সব টিকিট বিক্রি হয়েছে। আসন খুবই সামান্য, কিন্তু প্রতি মিনিটে মিনিটে এক লাখ আইডি হিট করছে ওয়েবসাইটে। তাই সার্ভার ক্রাশ করেছে, সেটা পুরোপুরি ঠিক করতে হয়তো সারা রাত লাগবে।’

সব মিলিয়ে ৯টি ক্যাটেগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। যার মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। আর হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা। ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২ হাজার ৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২ হাজার টাকা।
আরও পড়ুন:

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এই ম্যাচের টিকিট অনলাইনে গতকাল থেকেই বিক্রি শুরু হয়েছে। কিন্তু ম্যাচটি দেখতে ভক্ত-সমর্থকেরা কতটা আগ্রহী, সেটা টিকিফাই ডট লাইভের অবস্থা দেখলেই বোঝা যাবে।
বাংলাদেশ সময় গতকাল বেলা ১২টায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট ছাড়ার কথা ছিল। তবে পরে রাত আটটায় বিক্রির কাজ শুরু হয়। ভক্ত-সমর্থকদের চাপে সার্ভার ক্র্যাশ করেছে। সমর্থকেরা টিকিট কাটতে না পেরে বিড়ম্বনার শিকার হচ্ছেন। বাফুফে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত রাতে তারা বলেছে, ‘বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির টিকিফাইয়ের ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টিকিফাই ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শিগগিরই জানানো হবে।’ জানা গেছে, আজ সন্ধ্যার মধ্যে বাফুফে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির প্রকিয়ার কাজ শুরু করবে।
সাধারণ গ্যালারির দক্ষিণ-পশ্চিম অংশের লোয়ার ও আপার, ক্লাব হাউস ওয়ান ও স্কাই ভিউয়ের টিকিট বিক্রি হয়ে গেছে ইতোমধ্যেই। টিকিফাইয়ের সার্ভার কেন ক্রাশ করেছে, সে ব্যাপারে আজকের পত্রিকাকে গত রাতে ফাহাদ করিম বলেন, ‘৭-৮ মিনিটে চার ক্যাটাগরির সব টিকিট বিক্রি হয়েছে। আসন খুবই সামান্য, কিন্তু প্রতি মিনিটে মিনিটে এক লাখ আইডি হিট করছে ওয়েবসাইটে। তাই সার্ভার ক্রাশ করেছে, সেটা পুরোপুরি ঠিক করতে হয়তো সারা রাত লাগবে।’

সব মিলিয়ে ৯টি ক্যাটেগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। যার মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। আর হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা। ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২ হাজার ৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২ হাজার টাকা।
আরও পড়ুন:

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
৩২ মিনিট আগে
ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
২ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
৩ ঘণ্টা আগে