লিডস ইউনাইটেডকে গোলের বন্যায় ভাসিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই আরও জমিয়ে তুলেছে লিভারপুল। ঘরের মাঠে লিভারপুল জিতেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে। এই ম্যাচে লিভারপুলের সামনে পাত্তা পায়নি লিডস। ম্যাচে ২টি করে গোল করেছেন মোহামেদ সালাহ ও সাদিও মানে। আর ১টি করে গোল করেছেন জোয়েল মাতিপ ও ভার্জিল ফন ডাইক।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় লিভারপুল। লিভারপুলের আক্রমণের মুখে ১৫ মিনিটেই পেনাল্টি থেকে গোল খেয়ে বসে লিডস। অ্যান্ডি রবার্টসনের ক্রসে ডি-বক্সের ভেতরে বল লাগে লিডস খেলোয়াড় ডালাসের হাতে। হ্যান্ডবলের সিদ্ধান্ত দিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। ম্যাচের ৩০ মিনিটে লিভারপুল সমর্থকদের দ্বিতীয়বার আনন্দে ভাসান মাতিপ। সালাহর অ্যাসিস্টে লক্ষ্য ভেদ করেন এই সেন্টারব্যাক। পাঁচ মিনিট পর আবার পেনাল্টি পায় লিভারপুল। মানেকে ডি-বক্সের ভেতরে ফেলে দেওয়ায় এই পেনাল্টি দেওয়া হয়। এবারও ভুল করেননি সালাহ। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল এনে দেন এই মিসরীয় তারকা।
বিরতির পর ৮০ মিনিট পর্যন্ত লিভারপুলকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয় লিডস। তবে এরপর বাকি সময়ে আরও ৩ গোল আদায় করে নেয় ‘রেড ডেভিল’রা। সম্মিলিত এক আক্রমণে নিজের প্রথম ও দলের চতুর্থ গোলটি আদায় করেন মানে। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে আরও একবার লক্ষ্য ভেদ করেন এই ফরোয়ার্ড। আর যোগ করা সময়ে ট্রেডমার্ক গোলে ম্যাচে নিজেদের ষষ্ঠ গোলটি করেন ফন ডাইক।
৬-০ গোলের এই জয়ে এখন ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান তিনে নিয়ে এসেছে লিভারপুল। ২৬ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৬৩। আর সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬০।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
৪১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে