এগিয়ে থেকে হেরে গেলে কোনো দলের হতাশ হওয়াই স্বাভাবিক। ওল্ড ট্রাফোর্ডে গতকাল ইউরোপা লিগের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একইরকম ঘটনা ঘটেছে বার্সেলোনার সঙ্গে। বার্সা কোচ জাভি তাই মনে করেন, দলের আরও উন্নতির জায়গা রয়েছে।
গত সপ্তাহে ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। ২-২ গোলে ড্র হওয়ায় ওল্ড ট্রাফোর্ডে গতকাল দ্বিতীয় লেগের ম্যাচ হয়ে যায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার নির্ধারণী ম্যাচ। ১৮ মিনিটে পেনাল্টিতে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন রবার্ট লেভানডফস্কি। প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকে শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধে দুই ব্রাজিলিয়ানের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৪৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন ফ্রেড। আর ৭৩ মিনিটে গোল করেন ব্রাজিলের রাইট উইঙ্গার আন্তোনি। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে শেষ আটে পৌঁছে যায় রেড ডেভিলরা।
এগিয়ে থেকে হেরে যাওয়ায় তাই হতাশ জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘আমরা উন্নতি করেছি। তবে তা যথেষ্ট ছিল না। আবারও আমরা চেষ্টা করব। ইউরোপে আরও উন্নতি করতে এবং প্রতিযোগিতামূলক হওয়ার চেষ্টা করব আমরা।’
গত বছরের ২৬ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকেছিল বার্সা। গতকাল ওল্ড ট্রাফোর্ডে বার্সার অপরাজেয় থাকার দৌড় থামিয়ে দেয় ম্যান ইউ। হেরেও জাভির মতে মৌসুমটা ভালো কেটেছে কাতালানদের। বার্সা কোচ বলেন, ‘গত মৌসুমের চেয়ে আমরা ভালো খেলেছি। এই সময়ে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলেছি। এরা খুবই শক্তিশালী দল।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
৪১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে