
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইন্টার মায়ামি। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ‘ডিসকভারি লিস্টের’ ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর আলোচনার অধিকার ছেড়ে দিয়েছে মায়ামি।
এমএলএসের আরেক ক্লাব শিকাগো ফায়ার ডি ব্রুইনেকে পাওয়ার জন্য চেষ্টা করছে। এমএলএসে ডিসকভারি লিস্ট হলো একটি রোস্টার ব্যবস্থাপনা পদ্ধতি, প্রতিটি ক্লাবকে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়ের ওপর অধিকার দাবি করার সুযোগ দেয়। যাঁরা তখন কোনো এমএলএস দলের সঙ্গে চুক্তিবদ্ধ নয়। সেই ক্লাবটি পাঁচ খেলোয়াড়ের সঙ্গে অন্য কোনো ক্লাবের আগেই একচেটিয়া আলোচনা ও চুক্তি করার অধিকার পায়। মায়ামি অধিকার ছেড়ে দেওয়ায় শিকাগো এবার আলোচনা শুরু করেছে।
মায়ামিতে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের সঙ্গে ডি ব্রুইনেরে খেলার যে একটা আলোচনা হচ্ছিল, সেটি আর হচ্ছে না। ৩৩ বছর বয়সী ব্রুইনকে তাদের ‘ডিসকভারি তালিকায়’ রেখেছিল, যার অর্থ ছিল তারা যুক্তরাষ্ট্রে একমাত্র এমএলএস দল হিসেবে তাঁর সঙ্গে আলোচনা করতে পারত। তারা অধিকার ছেড়ে দেওয়ায় এবার সুযোগ পেয়েছে শিকাগো ফায়ার।
গত মাসে ডি ব্রুইনে জানিয়েছিলেন, মৌসুম শেষ হওয়ার পর তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে তিনি সিটি ছেড়ে যাবেন। বিসিবির প্রতিবেদন, ডি ব্রুইনের প্রতিনিধিরা শিগগিরই শিকাগো ক্লাবের সঙ্গে বৈঠক করবেন। বর্তমানে লিগে শিকাগো ফায়ার ১১ তম স্থানে রয়েছে। সিটির হয়ে ডি ব্রুইনে ১৬টি ট্রফি জিতেছেন, যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ২০২৩ চ্যাম্পিয়নস লিগের শিরোপা। অবদান রেখেছেন আড়াই শ গোলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
৪১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে