Ajker Patrika

বদলে গেলে দৃশ্যপট, মেসির সঙ্গে খেলা হচ্ছে না ডি ব্রুইনের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ মে ২০২৫, ১৭: ৪৫
বদলে গেলে দৃশ্যপট, মেসির সঙ্গে খেলা হচ্ছে না ডি ব্রুইনের
মেসির সঙ্গে খেলা হচ্ছে না ডি ব্রুইনের। ছবি: ফাইল ছবি

চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইন্টার মায়ামি। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ‘ডিসকভারি লিস্টের’ ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর আলোচনার অধিকার ছেড়ে দিয়েছে মায়ামি।

এমএলএসের আরেক ক্লাব শিকাগো ফায়ার ডি ব্রুইনেকে পাওয়ার জন্য চেষ্টা করছে। এমএলএসে ডিসকভারি লিস্ট হলো একটি রোস্টার ব্যবস্থাপনা পদ্ধতি, প্রতিটি ক্লাবকে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়ের ওপর অধিকার দাবি করার সুযোগ দেয়। যাঁরা তখন কোনো এমএলএস দলের সঙ্গে চুক্তিবদ্ধ নয়। সেই ক্লাবটি পাঁচ খেলোয়াড়ের সঙ্গে অন্য কোনো ক্লাবের আগেই একচেটিয়া আলোচনা ও চুক্তি করার অধিকার পায়। মায়ামি অধিকার ছেড়ে দেওয়ায় শিকাগো এবার আলোচনা শুরু করেছে।

মায়ামিতে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের সঙ্গে ডি ব্রুইনেরে খেলার যে একটা আলোচনা হচ্ছিল, সেটি আর হচ্ছে না। ৩৩ বছর বয়সী ব্রুইনকে তাদের ‘ডিসকভারি তালিকায়’ রেখেছিল, যার অর্থ ছিল তারা যুক্তরাষ্ট্রে একমাত্র এমএলএস দল হিসেবে তাঁর সঙ্গে আলোচনা করতে পারত। তারা অধিকার ছেড়ে দেওয়ায় এবার সুযোগ পেয়েছে শিকাগো ফায়ার।

গত মাসে ডি ব্রুইনে জানিয়েছিলেন, মৌসুম শেষ হওয়ার পর তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে তিনি সিটি ছেড়ে যাবেন। বিসিবির প্রতিবেদন, ডি ব্রুইনের প্রতিনিধিরা শিগগিরই শিকাগো ক্লাবের সঙ্গে বৈঠক করবেন। বর্তমানে লিগে শিকাগো ফায়ার ১১ তম স্থানে রয়েছে। সিটির হয়ে ডি ব্রুইনে ১৬টি ট্রফি জিতেছেন, যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ২০২৩ চ্যাম্পিয়নস লিগের শিরোপা। অবদান রেখেছেন আড়াই শ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

আজকের রাশিফল: প্রেমে ‘পজেসিভ’ হলে বিবাদ বাড়বে, মোবাইল-মানিব্যাগ সাবধান

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

সিলেটের সকালটা আজ অন্যরকম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত