
২০২৩ বিশ্বকাপ শুরুর আগেই জানা গিয়েছিল প্রথম ম্যাচে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও তাই হয়েছে। উইলিয়ামসনকে ছাড়াই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল নিউজিল্যান্ড। ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথামের নেতৃত্বে সেই ম্যাচে কিউইরা উড়ন্ত সূচনা করেছিল।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচ থেকে উইলিয়ামসনের খেলার আশা করা হচ্ছিল। হায়দরবাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে কিউইরা। তবে ডাচদের বিপক্ষেও নামা হচ্ছে না তাঁর। কাল না খেললেও তৃতীয় ম্যাচ থেকে উইলিয়ামসনকে পাওয়া যাবে বলে মনে করছেন নিউজিল্যান্ড দলের প্রধান কোচ গ্যারি স্টিড। যেখানে ১৩ অক্টোবর চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে কিউইরা। কিউই কোচ বলেছেন, ‘কেনের বেশ উন্নতি হচ্ছে। আমার মতে ফিল্ডিংটা তার জন্য এখনো একটু চিন্তার ব্যাপার। তবে তার যেহেতু উন্নতি ভালোই হচ্ছে, তাতে আশাবাদী যে তাকে আমাদের তৃতীয় ম্যাচে পাওয়া যাবে। আজ তার আরও একটি অনুশীলন হবে। অনুশীলনের পরই আমরা সবকিছু চূড়ান্ত করে ফেলতে পারব। এই পরিস্থিতিতে আমরা তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষা করছি, যেখানে সে টুর্নামেন্ট শুরু করবে।’
গত ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ১৬ তম আইপিএল। গুজরাটের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। রুতুরাজ গায়কোয়াডের নিশ্চিত ছক্কা হওয়া শট ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান কিউই এই ব্যাটার। আইপিএল তো শেষ হয়ে গেছেই, আন্তর্জাতিক ক্রিকেটেও খেলা হয়নি তাঁর। এরপর গত ছয় মাস ধরে সেরে ওঠার চেষ্টা করছেন। বিশ্বকাপের আগে শেষ হওয়া ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে থেকে পুনর্বাসন করেছেন। বিশ্বকাপের জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে উইলিয়ামসন বলেন, ‘রানিং, ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সময় দিচ্ছি। এভাবেই তো এগিয়ে যেতে চাচ্ছি।’
ওয়েলিংটনে এ বছরের ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত হয়েছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচই উইলিয়ামসনের আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। তবে বিশ্বকাপ শুরুর আগে দুটি অনুশীলন ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে করেন ৫৪ বলে ৫০ রান। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিরুবনন্তপুরমে করেন ৫১ বলে ৩৭ রান।

২০২৩ বিশ্বকাপ শুরুর আগেই জানা গিয়েছিল প্রথম ম্যাচে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও তাই হয়েছে। উইলিয়ামসনকে ছাড়াই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল নিউজিল্যান্ড। ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথামের নেতৃত্বে সেই ম্যাচে কিউইরা উড়ন্ত সূচনা করেছিল।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচ থেকে উইলিয়ামসনের খেলার আশা করা হচ্ছিল। হায়দরবাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে কিউইরা। তবে ডাচদের বিপক্ষেও নামা হচ্ছে না তাঁর। কাল না খেললেও তৃতীয় ম্যাচ থেকে উইলিয়ামসনকে পাওয়া যাবে বলে মনে করছেন নিউজিল্যান্ড দলের প্রধান কোচ গ্যারি স্টিড। যেখানে ১৩ অক্টোবর চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে কিউইরা। কিউই কোচ বলেছেন, ‘কেনের বেশ উন্নতি হচ্ছে। আমার মতে ফিল্ডিংটা তার জন্য এখনো একটু চিন্তার ব্যাপার। তবে তার যেহেতু উন্নতি ভালোই হচ্ছে, তাতে আশাবাদী যে তাকে আমাদের তৃতীয় ম্যাচে পাওয়া যাবে। আজ তার আরও একটি অনুশীলন হবে। অনুশীলনের পরই আমরা সবকিছু চূড়ান্ত করে ফেলতে পারব। এই পরিস্থিতিতে আমরা তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষা করছি, যেখানে সে টুর্নামেন্ট শুরু করবে।’
গত ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ১৬ তম আইপিএল। গুজরাটের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। রুতুরাজ গায়কোয়াডের নিশ্চিত ছক্কা হওয়া শট ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান কিউই এই ব্যাটার। আইপিএল তো শেষ হয়ে গেছেই, আন্তর্জাতিক ক্রিকেটেও খেলা হয়নি তাঁর। এরপর গত ছয় মাস ধরে সেরে ওঠার চেষ্টা করছেন। বিশ্বকাপের আগে শেষ হওয়া ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে থেকে পুনর্বাসন করেছেন। বিশ্বকাপের জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে উইলিয়ামসন বলেন, ‘রানিং, ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সময় দিচ্ছি। এভাবেই তো এগিয়ে যেতে চাচ্ছি।’
ওয়েলিংটনে এ বছরের ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত হয়েছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচই উইলিয়ামসনের আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। তবে বিশ্বকাপ শুরুর আগে দুটি অনুশীলন ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে করেন ৫৪ বলে ৫০ রান। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিরুবনন্তপুরমে করেন ৫১ বলে ৩৭ রান।

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১৩ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে