
সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন সূর্যকুমার যাদব ও ইশান কিষান। সাদা বলের ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার যেন তাঁরা পেলেন টেস্ট দলে ডাক পেয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা করে নিলেন এ দুই ভারতীয় ক্রিকেটার।
ফেব্রুয়ারিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। আর ভারত গতকাল প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে, যেখানে ভারতের জার্সিতে সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় আছেন সূর্যকুমার ও ইশান। সূর্য প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৯ ম্যাচে ৪৪.৭৫ গড়ে করেছেন ৫৫৪৯ রান। করেছেন ১৪ সেঞ্চুরি ও ২৮ ফিফটি। আর ইশান প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮ ম্যাচে ৩৮.৭৬ গড়ে ২৯৮৫ রান করেছেন। ৬ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৬ ফিফটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক থাকবেন রোহিত শর্মা। রোহিত গত বছরের ডিসেম্বরে আঙুলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছিলেন। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। বরাবরের মতো এই দলেও জায়গা হয়নি জসপ্রীত বুমরার। আর দীর্ঘদিন পর দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। তবে বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডারকে নেওয়া হয়েছে ফিটনেস সাপেক্ষে।
৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট ১৭ ফেব্রুয়ারি শুরু হবে দিল্লিতে। ১ মার্চ ও ৯ মার্চ ধর্মশালা ও আহমেদাবাদে হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম দুই টেস্ট দল:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, চেতেশ্বর পূজারা, ইশান কিশান (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে)

সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন সূর্যকুমার যাদব ও ইশান কিষান। সাদা বলের ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার যেন তাঁরা পেলেন টেস্ট দলে ডাক পেয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা করে নিলেন এ দুই ভারতীয় ক্রিকেটার।
ফেব্রুয়ারিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। আর ভারত গতকাল প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে, যেখানে ভারতের জার্সিতে সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় আছেন সূর্যকুমার ও ইশান। সূর্য প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৯ ম্যাচে ৪৪.৭৫ গড়ে করেছেন ৫৫৪৯ রান। করেছেন ১৪ সেঞ্চুরি ও ২৮ ফিফটি। আর ইশান প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮ ম্যাচে ৩৮.৭৬ গড়ে ২৯৮৫ রান করেছেন। ৬ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৬ ফিফটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক থাকবেন রোহিত শর্মা। রোহিত গত বছরের ডিসেম্বরে আঙুলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছিলেন। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। বরাবরের মতো এই দলেও জায়গা হয়নি জসপ্রীত বুমরার। আর দীর্ঘদিন পর দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। তবে বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডারকে নেওয়া হয়েছে ফিটনেস সাপেক্ষে।
৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট ১৭ ফেব্রুয়ারি শুরু হবে দিল্লিতে। ১ মার্চ ও ৯ মার্চ ধর্মশালা ও আহমেদাবাদে হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম দুই টেস্ট দল:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, চেতেশ্বর পূজারা, ইশান কিশান (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে)

যুক্তরাষ্ট্র সফরে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া তিনি সহকারী ইউএসটিআর জনাব ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও পৃথক বৈঠক করেন।
৩৩ মিনিট আগে
পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাকি মোস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর প্রস্তাব দিয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। আর বিসিবি সভাপতি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে যে খবর বাংলাদেশ ও ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়েছে, সেটির সত্যতা নেই বলে দাবি বুলবুলের।
৮ ঘণ্টা আগে
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে আজ আবারও আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির প্রধান নির্বাহী বরাবর চিঠিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলার ব্যাপারে নিজেদের উদ্বেগের জায়গাগুলো বিস্তারিত লিখে পাঠিয়েছে বিসিবি।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয়ের পর গতকাল চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে যায় সিলেট টাইটান্স। জয়ের ধারায় ফিরতেও বেশি সময় নিল না মেহেদি হাসান মিরাজের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে সিলেট।
১১ ঘণ্টা আগে