Ajker Patrika

তামিমের জন্যই আজ দোয়া পড়ে নামলেন ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৭: ১৮
বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড-পারটেক্স স্পোর্টিং ক্লাব ম্যাচের আগে তামিমের জন্য দোয়া। ছবি: আজকের পত্রিকা
বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড-পারটেক্স স্পোর্টিং ক্লাব ম্যাচের আগে তামিমের জন্য দোয়া। ছবি: আজকের পত্রিকা

ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিম ইকবাল গতকাল ভর্তি হয়েছেন হাসপাতালে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ ছাপিয়ে আলোচনা এখন তামিমের সুস্থতা নিয়ে। বাংলাদেশের তারকা ক্রিকেটারের জন্য আজ ডিপিএলে ম্যাচ শুরুর আগে বিশেষ দোয়া পড়া হয়েছে।

বাংলাদেশ সময় আজ সকাল ৯টায় শুরু হয়েছে ডিপিএলের তিন ম্যাচ। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম—তিন মাঠেই ক্রিকেটার থেকে শুরু করে ম্যাচ কর্মকর্তা সবাই তামিমের সুস্থতার জন্য দোয়া করেছেন। বাংলাদেশের এই বাঁহাতি ক্রিকেটারের জন্য বিশেষ দোয়ার পরই শুরু হয়েছে ম্যাচ। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় খেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আর বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়ছে মুখোমুখি গুলশান ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। এরপর ফিল্ডিংয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে মোহামেডানকে জিতিয়ে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। সতীর্থদের সঙ্গে কথা বলেছেন তামিম।

সুস্থ তামিমের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার খবর স্পর্শ করেছে ক্রিকেটবিশ্বকে। তামিমের দ্রুত আরোগ্য কামনা করে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, হাসান মাহমুদরা ফেসবুকে পোস্ট দিয়েছেন। শিলংয়ে গতকাল বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে তামিমের জন্য দোয়া প্রার্থনা করেছে। লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং, হার্শা ভোগলেরাও তামিমের জন্য আবেগী বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত