নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিম ইকবাল গতকাল ভর্তি হয়েছেন হাসপাতালে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ ছাপিয়ে আলোচনা এখন তামিমের সুস্থতা নিয়ে। বাংলাদেশের তারকা ক্রিকেটারের জন্য আজ ডিপিএলে ম্যাচ শুরুর আগে বিশেষ দোয়া পড়া হয়েছে।
বাংলাদেশ সময় আজ সকাল ৯টায় শুরু হয়েছে ডিপিএলের তিন ম্যাচ। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম—তিন মাঠেই ক্রিকেটার থেকে শুরু করে ম্যাচ কর্মকর্তা সবাই তামিমের সুস্থতার জন্য দোয়া করেছেন। বাংলাদেশের এই বাঁহাতি ক্রিকেটারের জন্য বিশেষ দোয়ার পরই শুরু হয়েছে ম্যাচ। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় খেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আর বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়ছে মুখোমুখি গুলশান ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। এরপর ফিল্ডিংয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে মোহামেডানকে জিতিয়ে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। সতীর্থদের সঙ্গে কথা বলেছেন তামিম।
সুস্থ তামিমের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার খবর স্পর্শ করেছে ক্রিকেটবিশ্বকে। তামিমের দ্রুত আরোগ্য কামনা করে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, হাসান মাহমুদরা ফেসবুকে পোস্ট দিয়েছেন। শিলংয়ে গতকাল বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে তামিমের জন্য দোয়া প্রার্থনা করেছে। লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং, হার্শা ভোগলেরাও তামিমের জন্য আবেগী বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন:

ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিম ইকবাল গতকাল ভর্তি হয়েছেন হাসপাতালে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ ছাপিয়ে আলোচনা এখন তামিমের সুস্থতা নিয়ে। বাংলাদেশের তারকা ক্রিকেটারের জন্য আজ ডিপিএলে ম্যাচ শুরুর আগে বিশেষ দোয়া পড়া হয়েছে।
বাংলাদেশ সময় আজ সকাল ৯টায় শুরু হয়েছে ডিপিএলের তিন ম্যাচ। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম—তিন মাঠেই ক্রিকেটার থেকে শুরু করে ম্যাচ কর্মকর্তা সবাই তামিমের সুস্থতার জন্য দোয়া করেছেন। বাংলাদেশের এই বাঁহাতি ক্রিকেটারের জন্য বিশেষ দোয়ার পরই শুরু হয়েছে ম্যাচ। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় খেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আর বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়ছে মুখোমুখি গুলশান ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। এরপর ফিল্ডিংয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে মোহামেডানকে জিতিয়ে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। সতীর্থদের সঙ্গে কথা বলেছেন তামিম।
সুস্থ তামিমের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার খবর স্পর্শ করেছে ক্রিকেটবিশ্বকে। তামিমের দ্রুত আরোগ্য কামনা করে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, হাসান মাহমুদরা ফেসবুকে পোস্ট দিয়েছেন। শিলংয়ে গতকাল বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে তামিমের জন্য দোয়া প্রার্থনা করেছে। লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং, হার্শা ভোগলেরাও তামিমের জন্য আবেগী বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন:

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৩ ঘণ্টা আগে