নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম পর্বেও নিজেদের প্রথম ম্যাচে জয় পেল সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ ঢাকা ডমিনেটরসকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম জয় তুলে নিল মাশরাফি বিন মুর্তজার দল। চার ম্যাচে ঢাকার এটি তৃতীয় হার। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল সিলেট। ২ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ঢাকা।
ঢাকার দেওয়া ১২৯ রান লক্ষ্য ৪ বল হাতে রেখে তাড়া করেছে সিলেট। টস জিতে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে ঢাকা।
আগের চার ম্যাচের মতো ঢাকার বিপক্ষে সহজ জয় পায়নি সিলেট। মোহাম্মদ হারিস ও নাজমুল হোসেন শান্ত ওপেনিং জুটিতে ৮.১ ওভারে তোলেন ৫২ রান। ২০ বলে ১২ রান করা শান্তকে বোল্ড করে জুটি ভাঙেন নাসির হোসেন। নবম ওভারের শেষ বলে হারিসকেও স্টাম্পিংয়ে ফেরান ঢাকার অধিনায়ক। আউট হওয়ার আগে ৩২ বলে ৪৪ রান করেন হারিস।
এরপর মুশফিকুর রহিমের ২৭, থিসারা পেরেরার ১১ বলে ২১ ও আকবর আলির ৫ বলে ১০ রানের ইনিংসে জয় নিশ্চিত করে সিলেট। ঢাকার হয়ে নাসির ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
এর আগে হিসেবি বোলিংয়ে ঢাকাকে বড় সংগ্রহ করতে দেয়নি সিলেটের বোলাররা। ইনিংসের প্রথম ওভারে সৌম্য সরকারকে এলবিডব্লিউতে ফেরান রুবেল হোসেন। আরও একবার ব্যর্থ হলেন সৌম্য। এবার ড্রেসিংরুমে ফিরেছেন রানের খাতা খোলার আগেই।
এরপর স্পিন ঘূর্ণিতে ঢাকার মিডল অর্ডারকে দ্রুত ড্রেসিংরুমের দিকে ঘুরিয়ে দিয়েছেন ইমাদ ওয়াসিম। সিলেটের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ইমাদ। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নাসির হোসেন। ২৭ রান করেন ওপেনার উসমান গনি।
সিলেটের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির, নাজমুল ইসলাম ও রুবেল।

চট্টগ্রাম পর্বেও নিজেদের প্রথম ম্যাচে জয় পেল সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ ঢাকা ডমিনেটরসকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম জয় তুলে নিল মাশরাফি বিন মুর্তজার দল। চার ম্যাচে ঢাকার এটি তৃতীয় হার। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল সিলেট। ২ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ঢাকা।
ঢাকার দেওয়া ১২৯ রান লক্ষ্য ৪ বল হাতে রেখে তাড়া করেছে সিলেট। টস জিতে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে ঢাকা।
আগের চার ম্যাচের মতো ঢাকার বিপক্ষে সহজ জয় পায়নি সিলেট। মোহাম্মদ হারিস ও নাজমুল হোসেন শান্ত ওপেনিং জুটিতে ৮.১ ওভারে তোলেন ৫২ রান। ২০ বলে ১২ রান করা শান্তকে বোল্ড করে জুটি ভাঙেন নাসির হোসেন। নবম ওভারের শেষ বলে হারিসকেও স্টাম্পিংয়ে ফেরান ঢাকার অধিনায়ক। আউট হওয়ার আগে ৩২ বলে ৪৪ রান করেন হারিস।
এরপর মুশফিকুর রহিমের ২৭, থিসারা পেরেরার ১১ বলে ২১ ও আকবর আলির ৫ বলে ১০ রানের ইনিংসে জয় নিশ্চিত করে সিলেট। ঢাকার হয়ে নাসির ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
এর আগে হিসেবি বোলিংয়ে ঢাকাকে বড় সংগ্রহ করতে দেয়নি সিলেটের বোলাররা। ইনিংসের প্রথম ওভারে সৌম্য সরকারকে এলবিডব্লিউতে ফেরান রুবেল হোসেন। আরও একবার ব্যর্থ হলেন সৌম্য। এবার ড্রেসিংরুমে ফিরেছেন রানের খাতা খোলার আগেই।
এরপর স্পিন ঘূর্ণিতে ঢাকার মিডল অর্ডারকে দ্রুত ড্রেসিংরুমের দিকে ঘুরিয়ে দিয়েছেন ইমাদ ওয়াসিম। সিলেটের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ইমাদ। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নাসির হোসেন। ২৭ রান করেন ওপেনার উসমান গনি।
সিলেটের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির, নাজমুল ইসলাম ও রুবেল।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৯ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
১০ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
১১ ঘণ্টা আগে