
সাধারণত ক্রিকেটে টস করতে দেখা যায় দুই দলের অধিনায়ককেই। তবে আগামীকাল আহমেদাবাদ টেস্ট ভিন্ন কিছুর সাক্ষী হতে যাচ্ছে। ভারত-অস্ট্রেলিয়ার দুই অধিনায়কের পরিবর্তে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে টস করতে পারেন দেশ দুটির প্রধানমন্ত্রী।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ওয়েবসাইটে তেমনি আভাস মিলেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিসিআই কিংবা আইসিসি। অজি প্রধানমন্ত্রী নোভা ৯৩.৭ রেডিও সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার ও প্রধানমন্ত্রী মোদির ওপর প্রচণ্ড চাপ রয়েছে। কারণ আমরা দুজন টস করব।’
আলবানিজের এমন মন্তব্যের পর সঞ্চালক জানতে চান একটি কয়েন কীভাবে দুজনে টস করবেন? এ প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই কাজটি কীভাবে হবে। তবে স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমার মনে হয় তিনিই করবেন।’ এর সঙ্গে জানা গেছে ম্যাচ চলাকালীন কিছুটা সময় ধারাভাষ্যও দিতে পারেন মোদি।
টসের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা না গেলেও নিজের নামে হওয়া স্টেডিয়ামে প্রথম দিন উপস্থিত থাকবেন মোদি। সঙ্গে থাকবেন আলবানিজও।
দুই প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বিধায় বিনা টিকিটে প্রথম দিনের খেলা দেখতে পারবেন দর্শকেরা। আহমেদাবাদ টেস্টের ওপর নির্ভর করছে বোর্ডার-গাভাস্কার সিরিজের ফল। যদিও ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকেরা।
ভারত সিরিজে এগিয়ে থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এবার ভারতকে শিরোপা নির্ধারণী ম্যাচে উঠতে হলে জিততে হবে এই টেস্টে। অন্যথা অনেক যদি কিন্তুর উপর নির্ভর করবে তাদের ফাইনালে খেলা।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে