
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান অধিনায়ক এর মধ্যেই চার ম্যাচে করে ফেলেছেন তিন ফিফটি। আর সেটিই তাঁকে নিয়ে গেছে ব্যাটারদের টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে।
আজ আইসিসি র্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে, যেখানে ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালানকে পেছনে ফেলে ১ নম্বরে উঠেছেন বাবর।
ভারতের বিপক্ষে অপরাজিত ৬৮ রানের পর আফগানিস্তান (৫১) এবং নামিবিয়ার বিপক্ষেও (৭০) ফিফটি করেন বাবর। দলকে সেমিফাইনালে তোলার পেছনে বড় অবদান রেখেছেন তিনি। আর তাতেই ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো শীর্ষে উঠেছেন এই ব্যাটার। ২৭ বছর বয়সী বাবর ২০১৮ সালের ২৮ জানুয়ারি প্রথমবারের মতো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়েও সবার ওপরে রয়েছেন পাকিস্তান অধিনায়ক।
বাবরের বর্তমান পয়েন্ট ৮৩৪, যা ডেভিড মালানের চেয়ে ৩৬ পয়েন্ট বেশি। মালান গত বছরের ২৯ নভেম্বর থেকে শীর্ষে ছিলেন। বাবরের শীর্ষে ওঠার দিন এক ধাপ পিছিয়েছেন বিরাট কোহলি। ৭১৪ পয়েন্ট নিয়ে ভারতীয় অধিনায়কের অবস্থান এখন পাঁচে।
বোলারদের র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক এবং ইংল্যান্ডের বিপক্ষেও তিন উইকেট শিকারের পর তাবরেজ শামসিকে পেছনে ফেলে সবার ওপরে উঠে এসেছেন লঙ্কান এই অলরাউন্ডার। র্যাঙ্কিংয়ের প্রথম চারজনই লেগ স্পিনার।
অন্যদিকে আইসিসির টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। দুজনের পয়েন্টই এখন–২৭১। নবীর সুযোগ আছে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া সাকিবকে পেছনে ফেলার। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা হাসারাঙ্গা অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও আছেন ৪ নম্বরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান অধিনায়ক এর মধ্যেই চার ম্যাচে করে ফেলেছেন তিন ফিফটি। আর সেটিই তাঁকে নিয়ে গেছে ব্যাটারদের টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে।
আজ আইসিসি র্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে, যেখানে ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালানকে পেছনে ফেলে ১ নম্বরে উঠেছেন বাবর।
ভারতের বিপক্ষে অপরাজিত ৬৮ রানের পর আফগানিস্তান (৫১) এবং নামিবিয়ার বিপক্ষেও (৭০) ফিফটি করেন বাবর। দলকে সেমিফাইনালে তোলার পেছনে বড় অবদান রেখেছেন তিনি। আর তাতেই ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো শীর্ষে উঠেছেন এই ব্যাটার। ২৭ বছর বয়সী বাবর ২০১৮ সালের ২৮ জানুয়ারি প্রথমবারের মতো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়েও সবার ওপরে রয়েছেন পাকিস্তান অধিনায়ক।
বাবরের বর্তমান পয়েন্ট ৮৩৪, যা ডেভিড মালানের চেয়ে ৩৬ পয়েন্ট বেশি। মালান গত বছরের ২৯ নভেম্বর থেকে শীর্ষে ছিলেন। বাবরের শীর্ষে ওঠার দিন এক ধাপ পিছিয়েছেন বিরাট কোহলি। ৭১৪ পয়েন্ট নিয়ে ভারতীয় অধিনায়কের অবস্থান এখন পাঁচে।
বোলারদের র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক এবং ইংল্যান্ডের বিপক্ষেও তিন উইকেট শিকারের পর তাবরেজ শামসিকে পেছনে ফেলে সবার ওপরে উঠে এসেছেন লঙ্কান এই অলরাউন্ডার। র্যাঙ্কিংয়ের প্রথম চারজনই লেগ স্পিনার।
অন্যদিকে আইসিসির টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। দুজনের পয়েন্টই এখন–২৭১। নবীর সুযোগ আছে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া সাকিবকে পেছনে ফেলার। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা হাসারাঙ্গা অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও আছেন ৪ নম্বরে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে