
একটি করে উইকেট, খরুচে রান—টানা তিন ম্যাচে মোস্তাফিজুর রহমানের বোলিংটা ছিল এমনই। সর্বোচ্চ উইকেটশিকারির ‘পার্পল ক্যাপ’ পাওয়ার দৌড়ে তো পিছিয়ে ছিলেন। সেই মোস্তাফিজ ছন্দে ফিরতে বেছে নিলেন সানরাইজার্স হায়দরাবাদকে। কৃপণ বোলিংয়ে পার্পল ক্যাপের লড়াইটা জমিয়ে দিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে এখন পর্যন্ত খেলেছে ৯ ম্যাচ। ৯ ম্যাচের মধ্যে এক ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজ। যে ৮ ম্যাচ খেলেছেন, প্রত্যেকটিতেই উইকেট পেয়েছেন ফিজ। চিপকে গত রাতে হায়দরাবাদের ইনিংসের ইতি টেনেছেন তিনি। ২.৫ ওভার বোলিং করে ১৯ রানে নেন ২ উইকেট। ৮ ম্যাচে এখন তাঁর উইকেট ১৪। যে ইকোনমি ১০ ছাড়িয়ে গিয়েছিল, গত রাতের কৃপণ বোলিংয়ে সেটা এখন কমে হয়েছে ৯.৭৫। মোস্তাফিজের সমান ১৪ উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেল। ফিজের চেয়ে ইকোনমি ভালো থাকায় সবার ওপরে বুমরা। খরুচে বোলিংয়ের কারণে হার্শাল এখন তিনে। পাঞ্জাব কিংসের পেসার বোলিং করেছেন ১০.১৮ ইকোনমি।
‘পার্পল ক্যাপের’ দৌড়ে বুমরার সঙ্গে কদিন আগেও সমানে সমানে লড়াই চলছিল যুজবেন্দ্র চাহালের। সেই চাহাল সবশেষ তিন ম্যাচে পেয়েছেন ২ উইকেট। কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ানস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—তিন দলের বিপক্ষেই ৪ ওভার করে বোলিং করেছেন। ১২ ওভারে রান দিয়েছেন ১৪৩। এবারের আইপিএলে এখনো পর্যন্ত ৯ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন। প্রথম বোলার হিসেবে আইপিএল ইতিহাসে ২০০ উইকেট পেয়েছেন তিনিই।
ফিজ যেমন গত রাতে পার্পল ক্যাপের লড়াইটা জমিয়ে দিলেন, তাঁর সামনে রয়েছে এখন আরেকটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষা। সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হতে ফিজের প্রয়োজন ৩ উইকেট। আইপিএল ইতিহাসে সাকিব পেয়েছেন ৬৩ উইকেট, ফিজের উইকেট ৬১। পরশু পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই খেলবে নিজেদের ঘরের মাঠে। সুযোগ পেলে ফিজ হয়তো ছাড়িয়ে যাবেন সাকিবকে।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি সাত বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৪ ৬.৬৩ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১৪ ৯.৭৫ চেন্নাই সুপার কিংস
হার্শাল প্যাটেল ১৪ ১০.১৮ পাঞ্জাব কিংস
মাথিসা পাতিরানা ১৩ ৭.৬৮ চেন্নাই সুপার কিংস
টি নটরাজন ১৩ ৯.০০ সানরাইজার্স হায়দরাবাদ
যুজবেন্দ্র চাহাল ১৩ ৮.৩৪ রাজস্থান রয়্যালস
মুকেশ কুমার ১৩ ১১.০৫ দিল্লি ক্যাপিটালস
* ২৮ এপ্রিল চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:

একটি করে উইকেট, খরুচে রান—টানা তিন ম্যাচে মোস্তাফিজুর রহমানের বোলিংটা ছিল এমনই। সর্বোচ্চ উইকেটশিকারির ‘পার্পল ক্যাপ’ পাওয়ার দৌড়ে তো পিছিয়ে ছিলেন। সেই মোস্তাফিজ ছন্দে ফিরতে বেছে নিলেন সানরাইজার্স হায়দরাবাদকে। কৃপণ বোলিংয়ে পার্পল ক্যাপের লড়াইটা জমিয়ে দিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে এখন পর্যন্ত খেলেছে ৯ ম্যাচ। ৯ ম্যাচের মধ্যে এক ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজ। যে ৮ ম্যাচ খেলেছেন, প্রত্যেকটিতেই উইকেট পেয়েছেন ফিজ। চিপকে গত রাতে হায়দরাবাদের ইনিংসের ইতি টেনেছেন তিনি। ২.৫ ওভার বোলিং করে ১৯ রানে নেন ২ উইকেট। ৮ ম্যাচে এখন তাঁর উইকেট ১৪। যে ইকোনমি ১০ ছাড়িয়ে গিয়েছিল, গত রাতের কৃপণ বোলিংয়ে সেটা এখন কমে হয়েছে ৯.৭৫। মোস্তাফিজের সমান ১৪ উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেল। ফিজের চেয়ে ইকোনমি ভালো থাকায় সবার ওপরে বুমরা। খরুচে বোলিংয়ের কারণে হার্শাল এখন তিনে। পাঞ্জাব কিংসের পেসার বোলিং করেছেন ১০.১৮ ইকোনমি।
‘পার্পল ক্যাপের’ দৌড়ে বুমরার সঙ্গে কদিন আগেও সমানে সমানে লড়াই চলছিল যুজবেন্দ্র চাহালের। সেই চাহাল সবশেষ তিন ম্যাচে পেয়েছেন ২ উইকেট। কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ানস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—তিন দলের বিপক্ষেই ৪ ওভার করে বোলিং করেছেন। ১২ ওভারে রান দিয়েছেন ১৪৩। এবারের আইপিএলে এখনো পর্যন্ত ৯ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন। প্রথম বোলার হিসেবে আইপিএল ইতিহাসে ২০০ উইকেট পেয়েছেন তিনিই।
ফিজ যেমন গত রাতে পার্পল ক্যাপের লড়াইটা জমিয়ে দিলেন, তাঁর সামনে রয়েছে এখন আরেকটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষা। সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হতে ফিজের প্রয়োজন ৩ উইকেট। আইপিএল ইতিহাসে সাকিব পেয়েছেন ৬৩ উইকেট, ফিজের উইকেট ৬১। পরশু পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই খেলবে নিজেদের ঘরের মাঠে। সুযোগ পেলে ফিজ হয়তো ছাড়িয়ে যাবেন সাকিবকে।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি সাত বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৪ ৬.৬৩ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১৪ ৯.৭৫ চেন্নাই সুপার কিংস
হার্শাল প্যাটেল ১৪ ১০.১৮ পাঞ্জাব কিংস
মাথিসা পাতিরানা ১৩ ৭.৬৮ চেন্নাই সুপার কিংস
টি নটরাজন ১৩ ৯.০০ সানরাইজার্স হায়দরাবাদ
যুজবেন্দ্র চাহাল ১৩ ৮.৩৪ রাজস্থান রয়্যালস
মুকেশ কুমার ১৩ ১১.০৫ দিল্লি ক্যাপিটালস
* ২৮ এপ্রিল চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৬ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৭ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৭ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৭ ঘণ্টা আগে