
এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ের অনেক রেকর্ডই ভেঙেছেন বিরাট কোহলি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ফিফটি, এক বিশ্বকাপে সর্বোচ্চ রান ও পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ভারতীয় ব্যাটারের আজও সুযোগ ছিল বেশ কিছু রেকর্ড নিজের করে নেওয়ার।
বিশ্বকাপ ফাইনালে ৫৪ রানে আউট হওয়ায় ভারতের প্রথম ব্যাটার হিসেবে ফাইনালে সেঞ্চুরি করার কীর্তি গড়া হলো না কোহলির। প্যাট কামিন্সের নিরীহ এক বলে বোল্ড হয়ে অতীতের এক দুঃসহ স্মৃতিকেই যেন মনে করাচ্ছেন কোহলি। তাঁর ভুলে যাওয়ার মতো স্মৃতিটি হচ্ছে আইপিএলের এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান ও আজকের মতো সমান রানের ইনিংস খেলেও শিরোপা না জেতার আক্ষেপ।
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার কোহলি। তবে কোনোবারও শিরোপা জেতা হয়নি বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের এই ব্যাটারের। তিনবার বেঙ্গালুরুর হয়ে ফাইনালে খেললেও হতাশাই সঙ্গী হয়েছে তাঁর। সর্বশেষ ২০১৬ আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন তিনি। সেবার টুর্নামেন্টের সেরা রান স্কোরার তো ছিলেনই, আইপিএলের ইতিহাসে এক সংস্করণে সর্বোচ্চ ৯৬৩ রানের রেকর্ডও গড়েন তিনি।
তবে, রেকর্ডের মালা গলায় পড়লেও চ্যাম্পিয়নের পদক গলায় ঝুলাতে পারেননি কোহলি। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০০ রান করে তাঁর দল বেঙ্গালুরু। ৮ রানে ফাইনাল হারার দিন কোহলির ব্যাট থেকে ৩৫ বলে ৫৪ রান এসেছিল। সেদিনের মতো আজও ৫৪ রান করেছেন তিনি। এবারও টুর্নামেন্টের সেরা ব্যাটার। ৯ ম্যাচে করেছেন ৭৬৫ রান।
দুই টুর্নামেন্টে কোহলির পারফরম্যান্সের মিল থাকার কারণেই শঙ্কা জাগছে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারবেন কি? অবশ্য আইপিএলে কখন চ্যাম্পিয়ন হতে না পারলেও ২০১১ বিশ্বকাপের জয়ী সদস্য তিনি। পুনরায় এমন স্মৃতিতে ভুগতে না চাইলে অস্ট্রেলিয়াকে ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে দেওয়া যাবে না তাঁর দল ভারতকে।

এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ের অনেক রেকর্ডই ভেঙেছেন বিরাট কোহলি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ফিফটি, এক বিশ্বকাপে সর্বোচ্চ রান ও পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ভারতীয় ব্যাটারের আজও সুযোগ ছিল বেশ কিছু রেকর্ড নিজের করে নেওয়ার।
বিশ্বকাপ ফাইনালে ৫৪ রানে আউট হওয়ায় ভারতের প্রথম ব্যাটার হিসেবে ফাইনালে সেঞ্চুরি করার কীর্তি গড়া হলো না কোহলির। প্যাট কামিন্সের নিরীহ এক বলে বোল্ড হয়ে অতীতের এক দুঃসহ স্মৃতিকেই যেন মনে করাচ্ছেন কোহলি। তাঁর ভুলে যাওয়ার মতো স্মৃতিটি হচ্ছে আইপিএলের এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান ও আজকের মতো সমান রানের ইনিংস খেলেও শিরোপা না জেতার আক্ষেপ।
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার কোহলি। তবে কোনোবারও শিরোপা জেতা হয়নি বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের এই ব্যাটারের। তিনবার বেঙ্গালুরুর হয়ে ফাইনালে খেললেও হতাশাই সঙ্গী হয়েছে তাঁর। সর্বশেষ ২০১৬ আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন তিনি। সেবার টুর্নামেন্টের সেরা রান স্কোরার তো ছিলেনই, আইপিএলের ইতিহাসে এক সংস্করণে সর্বোচ্চ ৯৬৩ রানের রেকর্ডও গড়েন তিনি।
তবে, রেকর্ডের মালা গলায় পড়লেও চ্যাম্পিয়নের পদক গলায় ঝুলাতে পারেননি কোহলি। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০০ রান করে তাঁর দল বেঙ্গালুরু। ৮ রানে ফাইনাল হারার দিন কোহলির ব্যাট থেকে ৩৫ বলে ৫৪ রান এসেছিল। সেদিনের মতো আজও ৫৪ রান করেছেন তিনি। এবারও টুর্নামেন্টের সেরা ব্যাটার। ৯ ম্যাচে করেছেন ৭৬৫ রান।
দুই টুর্নামেন্টে কোহলির পারফরম্যান্সের মিল থাকার কারণেই শঙ্কা জাগছে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারবেন কি? অবশ্য আইপিএলে কখন চ্যাম্পিয়ন হতে না পারলেও ২০১১ বিশ্বকাপের জয়ী সদস্য তিনি। পুনরায় এমন স্মৃতিতে ভুগতে না চাইলে অস্ট্রেলিয়াকে ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে দেওয়া যাবে না তাঁর দল ভারতকে।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
২ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৪ ঘণ্টা আগে