
গত বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। লর্ডসের ফাইনাল, আহমেদাবাদ দুই ম্যাচেই টস জিতেছে নিউজিল্যান্ড। দুই ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক, সিদ্ধান্ত দুটোই বদলেছে। এবার কিউই অধিনায়ক টম লাথাম টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
চোটে পড়ায় কেইন উইলিয়ামসন, টিম সাউদি-নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার খেলছেন না, তা আগেই জানা গিয়েছিল। উইলিয়ামসনের পরিবর্তে দলকে যেমন নেতৃত্ব দিচ্ছেন লাথাম, তেমনি লাথামের হাতে থাকছে উইকেটরক্ষকের গ্লাভসও। এই ম্যাচে খেলছেন না লকি ফার্গুসন, ইশ সোধির মতো গুরুত্বপূর্ণ দুই বোলার। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছেন রাচীন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। তিন পেসার জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও দুই স্পিনার মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্রকে নিয়ে একাদশ সাজিয়েছে নিউজিল্যান্ড। যার মধ্যে স্যান্টনার, রবীন্দ্র, নিশাম হচ্ছেন অলরাউন্ডার।
অন্যদিকে জস বাটলাকেও ইংল্যান্ড দলের নেতৃত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে হবে। ইংল্যান্ডের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ডেভিড মালান, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান। সঙ্গে আছেন জো রুট, মঈন আলির মতো অভিজ্ঞ দুই ক্রিকেটার। একাদশে আছেন তিন পেসার ক্রিস ওকস, কারান ও উড এবং দুই স্পিনার আদিল রশিদ ও মঈন।
নিউজিল্যান্ডের একাদশ: টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম।
ইংল্যান্ডের একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, মার্ক উড, ক্রিস ওকস।

গত বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। লর্ডসের ফাইনাল, আহমেদাবাদ দুই ম্যাচেই টস জিতেছে নিউজিল্যান্ড। দুই ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক, সিদ্ধান্ত দুটোই বদলেছে। এবার কিউই অধিনায়ক টম লাথাম টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
চোটে পড়ায় কেইন উইলিয়ামসন, টিম সাউদি-নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার খেলছেন না, তা আগেই জানা গিয়েছিল। উইলিয়ামসনের পরিবর্তে দলকে যেমন নেতৃত্ব দিচ্ছেন লাথাম, তেমনি লাথামের হাতে থাকছে উইকেটরক্ষকের গ্লাভসও। এই ম্যাচে খেলছেন না লকি ফার্গুসন, ইশ সোধির মতো গুরুত্বপূর্ণ দুই বোলার। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছেন রাচীন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। তিন পেসার জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও দুই স্পিনার মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্রকে নিয়ে একাদশ সাজিয়েছে নিউজিল্যান্ড। যার মধ্যে স্যান্টনার, রবীন্দ্র, নিশাম হচ্ছেন অলরাউন্ডার।
অন্যদিকে জস বাটলাকেও ইংল্যান্ড দলের নেতৃত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে হবে। ইংল্যান্ডের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ডেভিড মালান, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান। সঙ্গে আছেন জো রুট, মঈন আলির মতো অভিজ্ঞ দুই ক্রিকেটার। একাদশে আছেন তিন পেসার ক্রিস ওকস, কারান ও উড এবং দুই স্পিনার আদিল রশিদ ও মঈন।
নিউজিল্যান্ডের একাদশ: টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম।
ইংল্যান্ডের একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, মার্ক উড, ক্রিস ওকস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২০ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে