
গত বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। লর্ডসের ফাইনাল, আহমেদাবাদ দুই ম্যাচেই টস জিতেছে নিউজিল্যান্ড। দুই ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক, সিদ্ধান্ত দুটোই বদলেছে। এবার কিউই অধিনায়ক টম লাথাম টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
চোটে পড়ায় কেইন উইলিয়ামসন, টিম সাউদি-নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার খেলছেন না, তা আগেই জানা গিয়েছিল। উইলিয়ামসনের পরিবর্তে দলকে যেমন নেতৃত্ব দিচ্ছেন লাথাম, তেমনি লাথামের হাতে থাকছে উইকেটরক্ষকের গ্লাভসও। এই ম্যাচে খেলছেন না লকি ফার্গুসন, ইশ সোধির মতো গুরুত্বপূর্ণ দুই বোলার। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছেন রাচীন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। তিন পেসার জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও দুই স্পিনার মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্রকে নিয়ে একাদশ সাজিয়েছে নিউজিল্যান্ড। যার মধ্যে স্যান্টনার, রবীন্দ্র, নিশাম হচ্ছেন অলরাউন্ডার।
অন্যদিকে জস বাটলাকেও ইংল্যান্ড দলের নেতৃত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে হবে। ইংল্যান্ডের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ডেভিড মালান, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান। সঙ্গে আছেন জো রুট, মঈন আলির মতো অভিজ্ঞ দুই ক্রিকেটার। একাদশে আছেন তিন পেসার ক্রিস ওকস, কারান ও উড এবং দুই স্পিনার আদিল রশিদ ও মঈন।
নিউজিল্যান্ডের একাদশ: টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম।
ইংল্যান্ডের একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, মার্ক উড, ক্রিস ওকস।

গত বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। লর্ডসের ফাইনাল, আহমেদাবাদ দুই ম্যাচেই টস জিতেছে নিউজিল্যান্ড। দুই ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক, সিদ্ধান্ত দুটোই বদলেছে। এবার কিউই অধিনায়ক টম লাথাম টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
চোটে পড়ায় কেইন উইলিয়ামসন, টিম সাউদি-নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার খেলছেন না, তা আগেই জানা গিয়েছিল। উইলিয়ামসনের পরিবর্তে দলকে যেমন নেতৃত্ব দিচ্ছেন লাথাম, তেমনি লাথামের হাতে থাকছে উইকেটরক্ষকের গ্লাভসও। এই ম্যাচে খেলছেন না লকি ফার্গুসন, ইশ সোধির মতো গুরুত্বপূর্ণ দুই বোলার। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছেন রাচীন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। তিন পেসার জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও দুই স্পিনার মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্রকে নিয়ে একাদশ সাজিয়েছে নিউজিল্যান্ড। যার মধ্যে স্যান্টনার, রবীন্দ্র, নিশাম হচ্ছেন অলরাউন্ডার।
অন্যদিকে জস বাটলাকেও ইংল্যান্ড দলের নেতৃত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে হবে। ইংল্যান্ডের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ডেভিড মালান, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান। সঙ্গে আছেন জো রুট, মঈন আলির মতো অভিজ্ঞ দুই ক্রিকেটার। একাদশে আছেন তিন পেসার ক্রিস ওকস, কারান ও উড এবং দুই স্পিনার আদিল রশিদ ও মঈন।
নিউজিল্যান্ডের একাদশ: টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম।
ইংল্যান্ডের একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, মার্ক উড, ক্রিস ওকস।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৮ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে