
২৪ তারিখ ঢাকায় পৌঁছেই দুঃসংবাদ পেয়েছিল নিউজিল্যান্ড। আগেভাগে বাংলাদেশে আসা ফিন অ্যালেনের করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনতে হয় ঢাকায় পা রেখেই। করোনায় আক্রান্ত টপ অর্ডার ব্যাটসম্যান অ্যালেনের বদলি হিসেবে দলের সঙ্গে যোগ দেবেন পেসার ম্যাট হেনরি।
শুক্রবার এক বিবৃতিতে হেনরির দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। আগামী ৩০ আগস্ট নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন ২৯ বছর বয়সী এই পেসার। হেনরি যোগ দিলেও চিকিৎসক প্যাট ম্যাকহাগের পর্যবেক্ষণে দলের সঙ্গেই থাকবেন অ্যালেন। প্রথমে শুধু পাকিস্তান সফরের দলে রাখা হয়েছিল হেনরিকে।
হেনরিকে দলে নেওয়ার বিষয়ে বিবৃতিতে জানানো হয়েছে, বেশ কয়েকটি কারণে তাঁকে বেছে নেওয়া হয়েছে। ঢাকায় এসে টিকা কিংবা আইসোলেশন কোনোটাই করা লাগবে না হেনরিকে। হেনরি এরই মধ্যে দুই ডোজ টিকা নিয়ে ফেলেছেন। ঢাকা থেকে দেশে ফেরার পর তাঁর জন্য এম আইকিউ (ম্যানেজড আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টিন) বেডও প্রস্তুত রাখা হয়েছে।
একজন ব্যাটসম্যানের জায়গায় একজন বোলার বেছে নিয়েছে নিউজিল্যান্ড। হেনরির অন্তর্ভুক্তি যে জরুরি ভিত্তিতে তা জানিয়েছেন ক্রাইস্টচার্চে থেকে কোচ গ্যারি স্টেড। বলেছেন, ‘বোঝাই যাচ্ছে ম্যাট (হেনরি) ফিনের বদলি হিসেবে উপযুক্ত না। কিন্তু সে আমাদের বিবেচনায় ছিল। বর্তমান প্রেক্ষাপটে স্বল্প সময়ের মধ্যে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য সে (হেনরি) আমাদের সেরা বিকল্প।’
আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি চার ম্যাচ হবে যথাক্রমে ৩,৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

২৪ তারিখ ঢাকায় পৌঁছেই দুঃসংবাদ পেয়েছিল নিউজিল্যান্ড। আগেভাগে বাংলাদেশে আসা ফিন অ্যালেনের করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনতে হয় ঢাকায় পা রেখেই। করোনায় আক্রান্ত টপ অর্ডার ব্যাটসম্যান অ্যালেনের বদলি হিসেবে দলের সঙ্গে যোগ দেবেন পেসার ম্যাট হেনরি।
শুক্রবার এক বিবৃতিতে হেনরির দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। আগামী ৩০ আগস্ট নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন ২৯ বছর বয়সী এই পেসার। হেনরি যোগ দিলেও চিকিৎসক প্যাট ম্যাকহাগের পর্যবেক্ষণে দলের সঙ্গেই থাকবেন অ্যালেন। প্রথমে শুধু পাকিস্তান সফরের দলে রাখা হয়েছিল হেনরিকে।
হেনরিকে দলে নেওয়ার বিষয়ে বিবৃতিতে জানানো হয়েছে, বেশ কয়েকটি কারণে তাঁকে বেছে নেওয়া হয়েছে। ঢাকায় এসে টিকা কিংবা আইসোলেশন কোনোটাই করা লাগবে না হেনরিকে। হেনরি এরই মধ্যে দুই ডোজ টিকা নিয়ে ফেলেছেন। ঢাকা থেকে দেশে ফেরার পর তাঁর জন্য এম আইকিউ (ম্যানেজড আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টিন) বেডও প্রস্তুত রাখা হয়েছে।
একজন ব্যাটসম্যানের জায়গায় একজন বোলার বেছে নিয়েছে নিউজিল্যান্ড। হেনরির অন্তর্ভুক্তি যে জরুরি ভিত্তিতে তা জানিয়েছেন ক্রাইস্টচার্চে থেকে কোচ গ্যারি স্টেড। বলেছেন, ‘বোঝাই যাচ্ছে ম্যাট (হেনরি) ফিনের বদলি হিসেবে উপযুক্ত না। কিন্তু সে আমাদের বিবেচনায় ছিল। বর্তমান প্রেক্ষাপটে স্বল্প সময়ের মধ্যে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য সে (হেনরি) আমাদের সেরা বিকল্প।’
আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি চার ম্যাচ হবে যথাক্রমে ৩,৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১৮ মিনিট আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
৪৪ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে