
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা ১টার দিকে বিসিবি কার্যালয়ে এলেন ক্রীড়া উপদেষ্টা। বেলা ১১টা থেকে স্টেডিয়ামের সামনে শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও সমর্থকদের ভিড়।
স্টেডিয়ামে পা রাখতেই আসিফ মাহমুদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন ক্রীড়া সংগঠকেরা। বিসিবি পরিচালকদের পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান সংগঠক-সামর্থকেরা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এসে ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয়ে নিয়ে যান। একটু পর ব্যক্তিগত গাড়িতে করে মিরপুরে স্টেডিয়ামে উপস্থিত হন তামিম ইকবাল।
মূলত বিসিবির অবকাঠামো, সুযোগ–সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে যান আসিফ মাহমুদ। তামিম-সুজনরা তাঁকে মিরপুরের মাঠ, গ্যালারি, একাডেমি মাঠ, ইনডোর, হসপিটালিটি বক্স ঘুরিয়ে দেখান। পরিদর্শনের পর আবারও বিসিবি কার্যালয়ে বসেন তাঁরা। ছিলেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালও।
যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আসিফ মাহমুদ বলেছিলেন, সিস্টেমে সংস্কার আনতে চান তিনি। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি দীর্ঘদিন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন।
এরই মধ্যে তাঁর পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠানো হয়েছে। এ ছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করার কথা বলা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশন অনেকটা নেতৃত্বশূন্যতা কিংবা নির্জীব সময় পার করছে। অনেক পরিচালক দেশের বাইরে চলে গেছেন। দ্রুতই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দেশের বেশির ভাগ ক্রীড়া ফেডারেশনের শীর্ষ নেতৃত্ব অনুপস্থিত। আমরা এসব বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেব। ক্রীড়া ফেডারেশনগুলোয় সর্বোচ্চ রাজনৈতিক সংশ্লিষ্টতা কমিয়ে আনার চেষ্টা করব।’
কোনো ক্রীড়া ফেডারেশনে একনায়কতন্ত্র চর্চার সুযোগ থাকবে না, গণতন্ত্র ফেরানোর কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা, ‘আমাদের পরিকল্পনা করছি যারা অপকর্মে লিপ্ত, তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসা। ক্রীড়া ফেডারেশনগুলোয় গণতন্ত্র চর্চার বাস্তবায়ন করা। যেন কেউ একনায়কতন্ত্র চর্চার সুযোগ না পায়।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
৭ মিনিট আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
৩২ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে