Ajker Patrika

সেই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড 

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০১: ০৯
সেই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড 

১১টা ৩৩ মিনিট, ১০ নভেম্বর
সেই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড 

টানা দুই ছয়ে ম্যাচ হাতের মুঠোয় এনেছেন মিচেল। ১৯ তম ওভারের শেষ বলে চার মেরে দলের জয়ও নিশ্চিত করলেন তিনি। ১ ওভার বাকি থাকতে ম্যাচ জিতল নিউজিল্যান্ড। শেষ ৩ ওভারে ৫৭ রান তুলেছে নিশাম-মিচেলরা। দিল্লিতে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে  ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। সবশেষ লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আক্ষেপে পুড়েছিল কেন উইলিয়ামসনের দল। দুবাইয়ে এই দুই হারের বদলা নিল নিশাম-মিচেলরা। ইংলিশদের বিপক্ষে ৫ উইকেটের জয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটল নিউজিল্যান্ড।  

১১টা ২৭ মিনিট, ১০ নভেম্বর
ম্যাচ জমিতে তুলে ফিরলেন নিশাম 

 ৪১ বলে ফিফটি তুলে নিলেন মিচেল। রশিদের ওভারের শেষ বলে ক্যাচ দিলেন নিশাম। ১১ বলে ২৭ করা নিশাম অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে মরগানের হাতে ক্যাচ দিলেন এই কিউই অলরাউন্ডার। শেষ দুই ওভারে নিউজিল্যান্ডের দরকার ২০ রান।  

 ১১টা ২১ মিনিট, ১০ নভেম্বর
ম্যাচ জমিয়ে তুলেছেন নিশাম 

জর্ডানের ১৭ তম ওভারে ম্যাচ জমিয়ে তুললেন নিশাম। শেষ ৩ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৩৪ রান। এই ওভারে ২৩ রান নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছে নিউজিল্যান্ড।  

 ১১টা ৮ মিনিট, ১০ নভেম্বর
লিভিংস্টোন এবার ফেরালেন গ্লেন ফিলিপসকে

লিভিংস্টোন এবার ফেরালেন গ্লেন ফিলিপসকে। ছয় মারতে গিয়ে ফিলিপস ধরা পড়লেন লং অফে ধরা পড়লেন বিলিংসের হাতে। বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। ম্যাচের নিয়ন্ত্রণ এখন ইংল্যান্ডের হাতে। উইকেটে এসেছেন জিমি নিশাম। শেষ ৪ ওভারে নিউজিল্যান্ডের জিততে দরকার ৫৭।  

 ১১টা, ১০ নভেম্বর
জুটি ভাঙলেন লিভিংস্টোন

লিভিংস্টোনকে উইকেট থেকে বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে গেলেন কনওয়ে (৪৬)। আউট হওয়ার আগে মিচেলকে নিয়ে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েছেন কনওয়ে। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ৯৭। শেষ ৩৬ বলে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ৭০ রান।

কনওয়েকে ফিরিয়ে লিভিংস্টোনের বাঁধভাঙা উচ্ছ্বাস

১০টা ৪৭ মিনিট, ১০ নভেম্বর
দলকে এগিয়ে নিচ্ছেন কনওয়ে-মিচেল

আবুধাবির উইকেটে গতির ঝড় তুলেছেন মার্ক উড। ১১ তম ওভারের চতুর্থ বলটি করেছেন ঘণ্টায় ১৫১ কিমি গতি বেগে। অফ স্টাম্পের বাইরের পরের বলে কাভারের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন কনওয়ে। শেষ ৯ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৯৪ রান।  

 ১০টা ৩৭ মিনিট, ১০ নভেম্বর
প্রয়োজনীয় রান রেট বাড়ছে কিউইদের 

নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন কনওয়ে-মিচেল। দুই ব্যাটারই উইকেটে থিতু হয়েছেন। এদিকে দারুণ বোলিং করছেন ইংলিশ বোলাররা। কিউইদের জিততে হলে রান তোলার গতি বাড়ানোর কোনো বিকল্প নেই। প্রয়োজনীয় রান রেট বাড়ছে। ১০ ওভার শেষে কিউইদের রান ৫৮।       

 ১০টা ২২ মিনিট, ১০ নভেম্বর
পাওয়ার প্লেতে ২ উইকেট নেই নিউজিল্যান্ডের 

পাওয়ার শেষ ওভারে আদিল রশিদকে আনলেন মরগান। নিজের প্রথম ওভারে রশিদ দিলেন ১০ রান। ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ৩৬। তৃতীয় উইকেটে কনওয়ে আর ড্যারিল মিচেল এগিয়ে নিচ্ছেন দলকে।  

 ১০টা ৮ মিনিট, ১০ নভেম্বর
ওকসের দ্বিতীয় আঘাত

ওকসের দ্বিতীয় আঘাত। এবার ক্যাচ বানালেন উইলিয়ামসনকে। উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে আদিল রশিদের হাতে ক্যাচ দিলেন। নিজের দ্বিতীয় ওভারে কিউইদের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন ওকস। নিউজিল্যান্ড ১৩ /২; ওভার:৩।         

এক ফ্রেমে দুই অধিনায়ক কেন উইলিয়ামসন ও এইউইন মরগান

৯টা ৫৬মিনিট, ১০ নভেম্বর
ওকস ফেরালেন গাপটিলকে

ইনিংসের তৃতীয় বলেই ফিরলেন মার্টিন গাপটিল। ক্রিস ওকসকে প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন গাপটিল। দুই বল পর মিড অনে মঈনের হাতে ধরা পড়লেন এই কিউই ওপেনার। প্রথম ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৮।  

প্রথম ওভারেই গাপটিলকে ফেরানোর পর ক্রিস ওকসের উল্লাস

৯টা ৩২মিনিট, ১০ নভেম্বর
ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার  ১৬৭ রান 

ইনিংসের শেষ ওভারে নিশামের বলে লং অফে স্যান্টনারের হাতে ক্যাচ দিলেন লিভিংস্টোন। আউট হওয়ার আগে মঈনের সঙ্গে ২৪ বলে ৪০ রানের   গুরুত্বপূর্ণ জুটি  গড়েছেন লিভিংস্টোন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয় ফিফটি তুলে নিলেন মঈন। ওভারের শেষ বলে ক্যাচ ছাড়লেন ফিলিপস। দৌড়ে ২ রান নিলেন মরগান। ২০ ওভার শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ১৬৬। ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার  ১৬৭ রান।

৩৭ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলার পথে মঈন আলী

৯টা ৩২মিনিট, ১০ নভেম্বর
দুই ছয়ের ওভার 

মিলনের ১৮তম ওভারে ১৬ রান তুললেন মঈন- লিভিংস্টোন। ওভারের প্রথম বলে ছয় হাঁকিয়েছেন মঈন আর শেষ বলে হাঁকালেন লিভিংস্টোন। শেষদিকে চালিয়ে খেলছে এই দুই ইংলিশ অলরাউন্ডার। ১৮ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১৪৬। 

৯টা ১৮ মিনিট, ১০ নভেম্বর
ছক্কা মেরেই আউট মালান 

আগের বলে ছক্কা মেরে পরের বলেই ফিরলেন মালান (৪১)। মঈন আলীর সঙ্গে ৪৩ বলে ৬৩ রানের জুটি গড়ে সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন মালান। এর আগেও ক্যাচ দিয়েছিলেন তিনি,তালুবন্দী করতে পারেননি কনওয়ে।উইকেটে এসেছেন নতুন ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১১৯। 

মালানকে ফেরানোর পর সাউদিকে অভিবাদন জানাচ্ছেন সতীর্থরা

৯টা ৬ মিনিট, ১০ নভেম্বর
এগিয়ে নিচ্ছেন মঈন-মালান

তৃতীয় উইকেটে মঈন আলী আর মালান জুটি গড়ে এগিয়ে নিচ্ছেন ইংল্যান্ডকে। মালান ২২ বলে ৩০ আর মঈন ১৫ বলে ১৫ রান নিয়ে উইকেটে আছেন। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেট হারিয়ে ৯৪। ২৯ বলে এই দুই জন যোগ করেছেন ৪১ রান। 

গ্যালারিতে ইংলিশ সমর্থক গোষ্ঠী বার্মি আর্মি

৮টা ৫০ মিনিট, ১০ নভেম্বর
‘জীবন’ পেলেন মালান 

ডেভিড মালানের ক্যাচ ছাড়লেন কনওয়ে। জিমি নিশামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন মালান। বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে গ্লাভসে লাগিয়েও তালুবন্দী করতে পারলেন না কনওয়ে। ১০ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৬৭।   

৮টা ৪৫ মিনিট, ১০ নভেম্বর
সোধির শিকার বাটলার 

এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বাবর আজমকে টপকে যাওয়ার পর আউট হলেন বাটলার। সোধির লেগ ব্রেকে এলবিডব্লুর ফাঁদে পড়লেন তিনি। গুড লেংথে পিচ করা বলটি রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। ২৪ বলে ২৯ রান করে ফিরলেন বাটলার। ইশ সোধি বাটলারকে ফেরানোর পর তাঁকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থ কেন উইলিয়ামসন

৮টা ২৮ মিনিট, ১০ নভেম্বর
বেয়ারস্টোকে ফেরালেন মিলনে

পাওয়ার প্লের শেষ ওভারে অ্যাডাম মিলনে বোলিংয়ে এসেই  ফেরালেন বেয়ারস্টোকে। মিলনের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে মিড অফে উইলিয়ামসনের হাতে ধরা পড়ল বেয়ারস্টো (১৩)। দলীয় ৩৭ রানে ভাঙল উদ্বোধনী জুটি। এই ওভারে মিলনে দিলেন ৩ রান। ৬ ওভার শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৪০।    

জনি বেয়ারস্টোকে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ বানিয়ে অ্যাডাম মিলনের উচ্ছ্বাস

৮টা ২৪ মিনিট, ১০ নভেম্বর
ইংল্যান্ডের দারুণ শুরু 

বোল্টকে প্রথম দুই বলে চার মেরে স্বাগত জানাল বাটলার। পরের বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে হলেও প্রথম বলটি ছিল ফুল লেংথের। দুটি বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন বাটলার। চতুর্থটি দিলেন শর্ট বল। উইকেটরক্ষক ডেভন কনওয়ের মাথার ওপর দিয়ে বল সীমানা পেরিয়ে গেল। ওয়াইড হওয়া বলটিতে ৫ রান পেল ইংল্যান্ড। এই ওভারে বোল্ট দিলেন ১৬ রান। ইংল্যান্ড ২৯ / ০, ওভার: ৪।

৮টা ১১ মিনিট, ১০ নভেম্বর
২ ওভারে বিনা উইকেটে ১২ 

পেস দিয়ে আক্রমণ শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম ওভারে টিম সাউদি দিয়েছেন ৬ রান। পরের ওভারে আরেক প্রান্ত থেকে এসেছেন ট্রেন্ট বোল্ট । চোটের কারণে রয় একাদশে না থাকায় বাটলারের সঙ্গে আজ ওপেনিংয়ে এসেছেন জনি বেয়ারস্টো। শেষ বলে ব্যাটের বেয়ারস্টোর ব্যাটের কানায় লাগে চার হয়ে গেল। প্রথম ওভারের শেষ বলে চার মেরেছিলেন বাটলার। ইংল্যান্ড ১২/০, ওভার: ২।

৭টা ৫৭ মিনিট, ১০ নভেম্বর
মোহনকে স্মরণ 

জাতীয় সংগীতের আগে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও মাঠকর্মীরা পিচ কিউরেটর মোহন সিংয়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করলেন। গত রোববার নিজ কক্ষে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল এই ভারতীয় বংশোদ্ভূত কিউরেটরের।

৭টা ৫১ মিনিট, ১০ নভেম্বর
আগে ব্যাটিং করলে জেতে ইংল্যান্ড 

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত  ৮ বার আগে ব্যাটিং করে ৬বার জিতেছে ইংল্যান্ড। বাকি দুটি ম্যাচের একটিতে হেরেছে অন্যটিতে পরিত্যক্ত হয়েছিল। আজও টস হেরে আগে ব্যাটিং করবে এউইন মরগানের দল। 

 

৭টা ৪৭ মিনিট, ১০ নভেম্বর
টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। রাতের শিশির পড়তে পারে তাই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কেন উইলিয়ামসন। চোটে পড়া জেসন রয়ের জায়গায় ইংল্যান্ডের একাদশে ঢুকেছেন স্যাম বিলিংস। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড।

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শিরোপা খুইয়েছিল উইলিয়ামসনের দল। এর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। কিউইদের সামনে আজ তাই পুরোনো হিসেব মিলিয়ে নেওয়ার সুযোগ। অন্যদিকে ইংল্যান্ডও চাইবে বিশ্বমঞ্চে কিউইদের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে।   

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

নাহিদকে শুভকামনা জানিয়ে সরে গেলেন জামায়াতের আতিক

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
নোয়াখালী এক্সপ্রেসকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ছবি: ফেসবুক
নোয়াখালী এক্সপ্রেসকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ছবি: ফেসবুক

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে রীতিমতো চোখে সর্ষেফুল দেখছে নোয়াখালী এক্সপ্রেস। এখনো পর্যন্ত টুর্নামেন্টে জয়ের খাতাই খুলতে পারেনি দলটি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা উপহার দিল রাজশাহী ওয়ারিয়র্স।

জয়, হার, জয়—১২তম বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের পথচলাটা হচ্ছে এমনই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে ১৯১ রান তাড়া করে ৮ উইকেটে জিতেছিল রাজশাহী। ঠিক নিজেদের পরের ম্যাচে রাজশাহী হেরে যায় ঢাকা ক্যাপিটালসের কাছে। আজ সিলেট স্টেডিয়ামে নোয়াখালীকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী।

১২৫ রানের লক্ষ্যে নেমে ২ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় রাজশাহীর উদ্বোধনী জুটি। ইনিংসের দ্বিতীয় বলে সাহিবজাদা ফারহানকে (২) বোল্ড করেন হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেটে এরপর ৩৮ বলে ৬৫ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। সপ্তম ওভারের চতুর্থ বলে শান্তকে (২৪) ফিরিয়ে জুটি ভাঙেন রেজাউর রহমান রাজা। শান্ত ফেরার পর মুহূর্তেই ৮.৫ ওভারে ৪ উইকেটে ৭৩ রানে পরিণত হয় রাজশাহী। তানজিদ তামিম (২৯) ও হুসেইন তালাতকে (৩) দ্রুত ফেরান জহির খান ও হাসান মাহমুদ।

৮.৫ ওভারে ৪ উইকেটে ৭৩ রানে পরিণত হওয়া রাজশাহীর জয়ের জন্য সামান্যতম শঙ্কা তৈরি হয়েছিল ঠিকই। তবে মুশফিকুর রহিম ও ইয়াসির আলী চৌধুরী রাব্বির দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতেছে রাজশাহী। পঞ্চম উইকেটে ৫৪ বলে ৫২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মুশফিক-ইয়াসির।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক শান্ত। আগে ব্যাটিং পাওয়া নোয়াখালী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১২৪ রান। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন দলটির অধিনায়ক হায়দার আলী। রাজশাহীর রিপন ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

নাহিদকে শুভকামনা জানিয়ে সরে গেলেন জামায়াতের আতিক

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

ক্রীড়া ডেস্ক    
এবারের বিগ ব্যাশে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ছবি: ফেসবুক
এবারের বিগ ব্যাশে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ছবি: ফেসবুক

বিগ ব্যাশে প্রথমবার সুযোগ পেয়েই কাঁপাচ্ছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বোকা বানাচ্ছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার। তাঁর দল হোবার্ট হারিকেন্সও রীতিমতো উড়ছে। রিশাদ যেমন সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় প্রথম সারিতে আছেন, তাঁর দল হোবার্ট পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে উঠে এসেছে।

হোবার্টের বেলেরিভ ওভালে আজ মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন রিশাদ। তাতে ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশে ৫ ম্যাচে হলো ৮ উইকেট। বাংলাদেশের তরুণ লেগস্পিনারের ইকোনমি ৭.৭২। ৮ উইকেট নিয়ে এবারের বিগ ব্যাশে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে দুইয়ে রিশাদ। সিডনি সিক্সার্সের জ্যাক এডওয়ার্ডস, ব্রিসবেন হিটের জ্যাক উইলডারমাথ, মেলবোর্ন স্টারসের পিটার সিডল—এই তিন বোলারও পেয়েছেন ৮ উইকেট। ৮ উইকেট নেওয়া চার বোলারের মধ্যে সবচেয়ে কম ইকোনমি সিডলের। তিনি বোলিং করেছেন ৬.১২ ইকোনমিতে। ৯ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে মেলবোর্ন স্টারসের দুই ক্রিকেটার টম কারান ও হারিস রউফ।

রিশাদের দুর্দান্ত বোলিংয়ের দিনে জয় নিয়ে মাঠ ছেড়েছে হোবার্ট হারিকেন্স। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হোবার্ট অধিনায়ক নাথান এলিস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা মেলবোর্ন রেনেগেডস ২০ ওভারে ৯ উইকেটে করে ১৬২ রান। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন অলিভার পিক। হারিকেন্স অধিনায়ক এলিস ৪ ওভারে ৩০ রানে নিয়েছেন ৩ উইকেট। ১৬৩ রানের লক্ষ্যে নেমে হারিকেন্স ১৯ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করে ফেলে হারিকেন্স। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। ২০ বলের ইনিংসে ২ চার ও ৪ ছক্কা মেরেছেন। ম্যাচসেরা হয়েছেন এলিস।

৫ ম্যাচে ৪ জয় ও ১ পরাজয়ে ৮ পয়েন্টে হোবার্ট এখন পয়েন্ট তালিকার দুইয়ে। শীর্ষে থাকা মেলবোর্ন স্টারসেরও পয়েন্ট ৮। তারা চার ম্যাচের চারটিতেই জিতেছে। মেলবোর্ন ও হোবার্টের নেট রানরেট ‍+১.৭৭৯ ও ‍+০.৪৩২। হোবার্টের পরের ম্যাচ নতুন বছরের প্রথম দিন। ১ জানুয়ারি বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেন্স-পার্থ স্করচার্স ম্যাচ।

সিলেটে পরশু ১২তম বিপিএল শুরুর দিন নবাগত নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দাপুটে জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চট্টগ্রাম রয়্যালস। ‍+৩.২৫০ নেট রানরেট নিয়ে অনেকটা এগিয়ে থেকে আজ চট্টগ্রাম খেলতে নামে রংপুর রাইডার্সের বিপক্ষে। তবে রংপুরের বিধ্বংসী বোলিংয়ে ম্যাচ অর্ধেকটা হেরে বসে চট্টগ্রাম। ১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে রংপুর।

২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটশিকারী ছয় বোলার

  • উইকেট ইকোনমি দল

টম কারান ৯ ৭.২০ মেলবোর্ন স্টারস

হারিস রউফ ৯ ৭.৯৩ মেলবোর্ন স্টারস

পিটার সিডল ৮ ৬.১২ মেলবোর্ন স্টারস

জ্যাক এডওয়ার্ডস ৮ ৭.৭১ সিডনি সিক্সার্স

রিশাদ হোসেন ৮ ৭.৭২ হোবার্ট হারিকেন্স

জ্যাক উইডারমাথ ৮ ১০.৩১ ব্রিসবেন হিট

*২০২৫ সালের ২৯ ডিসেম্বর হোবার্ট হারিকেন্স-মেলবোর্ন রেনেগেডস ম্যাচ পর্যন্ত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

নাহিদকে শুভকামনা জানিয়ে সরে গেলেন জামায়াতের আতিক

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্রয়াত জাকির পরিবর্তে নতুন কোচ নিল ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাহবুব আলী জাকির (বাঁ পাশে) পরিবর্তে আশিকুর রহমান মজুমদারকে নিল ঢাকা ক্যাপিটালস।ছবি: সংগৃহীত
মাহবুব আলী জাকির (বাঁ পাশে) পরিবর্তে আশিকুর রহমান মজুমদারকে নিল ঢাকা ক্যাপিটালস।ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পরশু হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে চলে যান মাহবুব আলী জাকি। এবারের বিপিএলে তিনি ছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্বে। জাকি চলে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন আশিকুর রহমান মজুমদার।

এক বিবৃতিতে আজ আশিকুরকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। ঢাকা প্রিমিয়ার লিগের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ ছিলেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন। পরশু রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে মাঠে তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে অনুশীলন করছিলেন জাকি। ম্যাচের ঠিক আগে হার্ট অ্যাটাক করলে অ্যাম্বুলেন্সও চলে এসেছিল মাঠে। হাসপাতালে দ্রুত নেওয়ার পরও বাঁচানো যায়নি জাকিকে।

সিলেট স্টেডিয়ামে পরশু রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস ম্যাচ হয়েছিল জাকির জানাজা। মুশফিকুর রহিমকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল। কেঁদেছেন শরীফুল ইসলাম, শামীমরাও কেঁদেছিলেন। জাকির সঙ্গে মুশফিকের সম্পর্কটা ২৫ বছরের। অনূর্ধ্ব ১৯ দল, হাই পারফরম্যান্স (এইচপি), একাডেমি থেকে জাতীয় দল—সব জায়গাতেই প্রয়াত এই কোচ ছিলেন মুশফিকের অভিভাবকের মতো। দেশের নামকরা সব ক্রিকেটারের বিপদের দিনে হাত বাড়িয়ে দিয়েছেন জাকি। তাঁর মৃত্যুর পর সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজারা ফেসবুকে বার্তা দিয়ে শোক প্রকাশ করেছিলেন। সিলেটে পরশু নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ৫ উইকেটে হারিয়েছিল রাজশাহীকে। আগামীকাল সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

নাহিদকে শুভকামনা জানিয়ে সরে গেলেন জামায়াতের আতিক

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

ক্রীড়া ডেস্ক    
১০০০ গোল না করে অবসরে যাবেন না বলে জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফেসবুক
১০০০ গোল না করে অবসরে যাবেন না বলে জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফেসবুক

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ পেরোনো পর্তুগিজ তারকা গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। পুরস্কারে ভরে উঠছে তাঁর ক্যাবিনেটও। তবে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে তিনি যে ধনুকভাঙা পণ করেছেন। মাইলফলক না ছোঁয়া পর্যন্ত ফুটবল খেলা ছাড়ছেন না এই তারকা।

প্রতিযোগিতামূলক ক্যারিয়ারে ২০ বছরেরও বেশি সময় ধরে খেলা রোনালদো এখন পর্যন্ত করেছেন ৯৫৬ গোল। যার মধ্যে পর্তুগালের জার্সিতে ১৪৩ গোল করে আন্তর্জাতিক ফুটবলে এখনো তিনি সর্বোচ্চ গোলদাতা। রিয়াল মাদ্রিদ, আল নাসর, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাসের হয়েও করেছেন গোলের সেঞ্চুরি। বয়স ৪০ পেরোলেও রোনালদোকে দেখে যে সেটা বোঝার উপায়ই নেই। দুবাইয়ে গত রাতে মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের পুরস্কার গ্রহণের পর আবারও তাঁর সেই ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করার ব্যাপারটি মনে করিয়ে দিয়েছেন। পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘আপনারা জানেন আমার লক্ষ্য কী। আরও শিরোপা জিততে চাই এবং সেই সংখ্যাটা (১০০০ গোল) ছুঁতে চাই। যদি চোটে না পড়ি, তাহলে সেই সংখ্যাটা স্পর্শ করবই।’

আল নাসরের হয়ে ২০২৫-২৬ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১৪ ম্যাচে করেছেন ১৩ গোল। অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। পরশু তাঁর জোড়া গোলে আল আখদুদকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসর। তাতে সৌদি প্রো লিগে টানা ১০ ম্যাচ জয়ের কীর্তি গড়েছে আল নাসর। সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে বয়সের কথা গত রাতে দুবাইয়ে উল্লেখ করেছেন রোনালদো। ৪০ পেরোনোর পরও তাঁর ভেতর যে ক্ষুধা রয়েছে, সেটা তাঁর কথায় স্পষ্ট। পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘খেলা চালিয়ে যাওয়া কঠিন হলেও আমি অনুপ্রাণিত। আমার আশা-প্রত্যাশা অনেক বেশি। মধ্যপ্রাচ্য বা ইউরোপ কোথায় খেলি, সেটা ব্যাপার না। সব সময় খেলাটা উপভোগ করি ও চালিয়ে যেতে চাই।’

দুবাইয়ে গতকাল গ্লোবাল সকার অ্যাওয়ার্ডের রাতটা যেন রোনালদো ও উসমান দেম্বেলেরই হয়ে থাকল। ব্যালন ডি’অর, ফিফার বর্ষসেরা খেলোয়াড়, গ্লোব সকার অ্যাওয়ার্ডসে সেরা ফুটবলার—তিনটি মেজর পুরস্কার পেলেন দেম্বেলে। নিজেদের ইতিহাসে পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ে কোচ লুইস এনরিকের পাশাপাশি দেম্বেলে, ডেজির ডুয়ে অসামান্য অবদান রেখেছেন।

চলুন দেখে নেওযা যাক দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডসে কে কী পুরস্কার পেলেন

সেরা উদীয়মান খেলোয়াড়: ডেজিরে ডুয়ে (পিএসজি)

সেরা ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা)

সেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)

মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়: ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর)

সেরা ক্লাব: পিএসজি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

নাহিদকে শুভকামনা জানিয়ে সরে গেলেন জামায়াতের আতিক

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত