
টি-টোয়েন্টিতে ভারত রীতিমতো অপ্রতিরোধ্য। দেশে হোক বা বিদেশে, তাদের দাপট চলছে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে একের পর এক সিরিজ জিতে চলেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছ থেকে রেকর্ডটি কেড়ে নিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।
গুয়াহাটিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে ভারত। তাতে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারত। ক্রিকেটের পূর্ণ সদস্যের দেশের মধ্যে টি-টোয়েন্টিতে ১১ সিরিজ জয়ের রেকর্ড গড়েছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান যৌথভাবে শীর্ষে থাকলেও এই তালিকায় এখন দুইয়ে পাকিস্তান। টি-টোয়েন্টিতে টানা ১০ সিরিজ জয়ের কীর্তি এখন পাকিস্তানের।
টি-টোয়েন্টিতে ভারত সবশেষ সিরিজ হেরেছে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত সেই সিরিজে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল উইন্ডিজ। পরবর্তীতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে টানা ১২ সিরিজ অপরাজিত ভারত। যার মধ্যে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছিল ভারত। দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজে তিন টি-টোয়েন্টি হওয়ার কথা থাকলেও এক ম্যাচে কোনো বল না হয়েই পরিত্যক্ত হয়েছে। গত আড়াই বছরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জিতেছে ভারত।
পাকিস্তান টি-টোয়েন্টিতে টানা ১০ সিরিজ জিতেছিল ২০১৬ থেকে ২০১৮ সালে। এশিয়ার এই দলটি সেসময় শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জিতেছিল। যার মধ্যে উইন্ডিজের বিপক্ষেই পাকিস্তান তখন সিরিজ জিতেছিল তিনবার। সে সময়ই (২০১৭ সালে) স্বাধীনতা কাপ নামে টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব একাদশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান। বিশ্ব একাদশের হয়ে তখন খেলেছিলেন তামিম ইকবাল, হাশিম আমলা, ফাফ ডু প্লেসির মতো তারকা ক্রিকেটাররা।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা মূলত নিউজিল্যান্ডের কাছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার উপলক্ষ্য। ২৮ ও ৩১ জানুয়ারি বিশাখাপত্তনম ও তিরুবনন্তপুরমে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলবে ভারত-নিউজিল্যান্ড। আগেই সিরিজ খুইয়ে বসা কিউইরা নামবে সিরিজে সান্ত্বনার জয় পেতে।
৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নিউজিল্যান্ড। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ডের অপর তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
টানা টি-টোয়েন্টি সিরিজ জয় (পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে)
সিরিজ দল সময়
১১* ভারত ২০২১ থেকে চলছে
১০ পাকিস্তান ২০১৬ থেকে ২০১৮
৭ ভারত ২০১৭ থেকে ২০১৮
৬ ভারত ২০১৯ থেকে ২০২১

মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন লামিনে ইয়ামাল। গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন তিনি। তাঁর পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। প্রতিপক্ষ কোচও স্প্যানিশ এই তরুণ ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসাতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না।
২৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে ১৫ দিনও বাকি নেই। এমন সময়ে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান কি আইসিসি ইভেন্টে অংশ নেবে নাকি বর্জন করবে, সে ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হবে আজই।
২ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে আজ শুরু বাংলাদেশের সুপার সিক্স পর্ব। বাংলাদেশ সময় আজ বেলা দেড়টায় শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড যুব বিশ্বকাপের সুপার সিক্স ম্যাচ। ম্যাচটি র্যাবিটহোল অ্যাপ ও স্টার স্পোর্টস সিলেক্ট টু সরাসরি সম্প্রচার করবে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগেরও ম্যাচ রয়েছে রাতে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় চলে গেছেন—গত রাতে এমন গুঞ্জন ছড়িয়েছে সংবাদমাধ্যমে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন স্বয়ং বিসিবি সভাপতি। আজকের পত্রিকাকে তিনি রাতেই বিষয়টি নিশ্চিত করেছিলেন।
৪ ঘণ্টা আগে