চাপ সামলিয়ে রানের গতি বাড়াচ্ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের ব্যাটে বড় স্কোরের পথেই এগোচ্ছিল পাকিস্তান। তবে প্রয়োজনের সময় এবারও এগিয়ে এলেন মোহাম্মদ সিরাজ। দারুণ এক নিচু স্লোয়ার ডেলিভারিতে বোল্ড করে ফেরালেন বাবরকে। তার আগে অবশ্য ২৯ তম ওয়ানডে ফিফটি তুলে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।
৫৮ বলে ৫০ রান করে ফিরেছেন বাবর। রিজওয়ানের সঙ্গে ১০৩ বলে গড়েছিলেন ৮২ রানের দারুণ এক জুটি। এর আগে পাকিস্তানের ওপেনিং জুটি ভেঙে শুরুতে ভারতকে ব্রেকথ্রু এনে দিয়েছিলেন সিরাজ।
১৫৫ রানে বাবর আউট হওয়ার পর আবারও বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ১৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে তাঁরা। কুলদীপ যাদব ফিরিয়েছেন সৌদ শাকিল (৬) ও ইফতিখার আহমেদকে (৫)। ৪৯ রানে জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে ফিরেছেন রিজওয়ানও। এই প্রতিবেদন পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩৪ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান।
এর আগে দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক ভালো শুরু করেছিলেন। তবে থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন গত ম্যাচে সেঞ্চুরি করা শফিক। ৮ম ওভারে সিরাজের দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শফিক। তাতে ভাঙে ৪১ রানের ওপেনিং জুটি। ২৪ বলে ২০ রান আসে শফিকের ব্যাট থেকে। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৯ রান তোলে পাকিস্তান।
দ্বিতীয় উইকেটে বাবর ও ইমাম জুটি বড় করার চেষ্টা করেন। হার্দিক পান্ডিয়া বেশি দূর যেতে দেননি এই জুটি। ১৩ তম ওভারে ফেরান আরেক ওপেনার ইমামকে। ভাঙে বাবরের সঙ্গে ২৭ বলে ৩২ রানের জুটি। ৩৮ বলে ৩৬ রান করেছেন ইমাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৭ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে