Ajker Patrika

আইপিএলে বাবরের দাম হতো ১৫-২০ কোটি, বললেন শোয়েব

আইপিএলে বাবরের দাম হতো ১৫-২০ কোটি, বললেন শোয়েব

কদিন আগে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। রাজনৈতিক বৈরিতায় প্রথম মৌসুমের পর থেকে আইপিএলে খেলা হচ্ছে না পাকিস্তানি ক্রিকেটারদের। যে কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার বাবর আজমকে দর্শক হয়েই থাকতে হচ্ছে। 

তবে পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আকতার মনে করেন, সুযোগ পেলে আইপিএলে বাবরের দাম হতো ১৫-২০ কোটি রুপি। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন পাকিস্তান অধিনায়ক। ম্যাচের পর ম্যাচে রান করে যাচ্ছেন তিনি। তাঁর মতো খেলোয়াড়কে লুফে নিতে উন্মুখ থাকার কথা আইপিএলের যেকোনো ফ্র্যাঞ্চাইজির। শোয়েবও মনে করেন আইপিএলে বাবর সুযোগ পেলে সেটা হতো দারুণ রোমাঞ্চকর।

বিরাট কোহলির সঙ্গে বাবর ইনিংস ওপেন করলে সেটাও দারুণ ব্যাপার হবে বলে মনে করেন শোয়েব। তিনি বলেন, ‘আইপিএলে কোনো একদিন বারব আজম ও বিরাট কোহলিকে এক সঙ্গে ওপেন করতে দেখা দারুণ ব্যাপার হবে। সেটা কী রোমাঞ্চকর ব্যাপারই না হবে!’ 

আইপিএলের নিলামে বাবরের কেমন দাম উঠত সেটা বলতেও ভোলেননি শোয়েব। তিনি বলেন, ‘নিলামটা কী দারুণ হবে! নিলামে বাবরের দাম হতে পারে ১৫-২০ কোটি রুপি। সে হতে পারে সবচেয়ে দামি পাকিস্তানি খেলোয়াড়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত