নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারত সফরের আগে কাল ক্রিকেটারদের ব্যস্ত সময় কাটল একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতে। সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
গতকাল বেলা ২টার দিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করে বীরের বেশে দেশে ফেরা বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সান্নিধ্য পেয়ে দলের সবাই খুশি।
দলের প্রতিটি ক্রিকেটারের কাছে গিয়ে হাত মিলিয়েছেন, নিজে আগ্রহী হয়ে ছবি তুলেছেন প্রধান উপদেষ্টা। ছবি তুলতে গিয়ে মুমিনুল হকের সঙ্গেই যেমন রসিকতা করে বলেছেন, ‘এসো, তোমাদের সঙ্গে ছবি তুলি। এই ছবি অনেক দামি হবে! সবার সঙ্গে দামি ছবি তুলব।’ মুমিনুল শুনে অবাক, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তিনি, সারা বিশ্ব যাঁকে এত সম্মান করে, সেই ড. ইউনূস তাঁর সঙ্গে নিজ আগ্রহে ছবি তুলতে চাইছেন! অথচ এই গুণী ব্যক্তির সঙ্গে লিওনেল মেসিরা পর্যন্ত আগ্রহ নিয়ে ছবি তুলতে আসেন। বিস্ময় নিয়ে মুমিনুল বলেন, ‘লাজুক কণ্ঠে বললাম, স্যার, আপনি এত বড় মানুষ! তিনি আমাদের সাফল্যে অনেক খুশি। বললেন, তোমাদের সাফল্যে বাংলাদেশের মানুষ অনেক উচ্ছ্বসিত। সবার সঙ্গে তিনি কথা বললেন।’
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রতিটি খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। সত্যি এটা অনেক অনুপ্রেরণাদায়ক।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা হওয়া মেহেদী হাসান মিরাজ বললেন, ‘আমাদের অনেক প্রশংসা করলেন স্যার। তিনি বললেন, খেলা নিয়ে আমি খুব আশাবাদী। অলিম্পিকেও আমাদের ভালো করতে হবে।’
তরুণ ওপেনার সাদমান ইসলাম তাঁর অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘আসলে আমি এই প্রথম দেশের সরকার প্রধানের অনুষ্ঠানে গেলাম। আগে যাওয়ার সুযোগ হয়নি। দারুণ অনুভূতি। তিনি আমাদের ভারতে ভালো খেলতে বলেছেন। যেন সাফল্য নিয়ে আসতে পারি। আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনি প্যারিস অলিম্পিকে দূত হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা জানিয়েছেন। তাঁকে ফ্রান্স সরকার দারুণ সম্মান দিয়েছেন। আমরাও যেন দেশের জন্য ভালো খেলে সম্মান বয়ে আনতে পারি, এই ব্যাপারগুলো বলেছেন।’

ভারত সফরের আগে কাল ক্রিকেটারদের ব্যস্ত সময় কাটল একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতে। সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
গতকাল বেলা ২টার দিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করে বীরের বেশে দেশে ফেরা বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সান্নিধ্য পেয়ে দলের সবাই খুশি।
দলের প্রতিটি ক্রিকেটারের কাছে গিয়ে হাত মিলিয়েছেন, নিজে আগ্রহী হয়ে ছবি তুলেছেন প্রধান উপদেষ্টা। ছবি তুলতে গিয়ে মুমিনুল হকের সঙ্গেই যেমন রসিকতা করে বলেছেন, ‘এসো, তোমাদের সঙ্গে ছবি তুলি। এই ছবি অনেক দামি হবে! সবার সঙ্গে দামি ছবি তুলব।’ মুমিনুল শুনে অবাক, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তিনি, সারা বিশ্ব যাঁকে এত সম্মান করে, সেই ড. ইউনূস তাঁর সঙ্গে নিজ আগ্রহে ছবি তুলতে চাইছেন! অথচ এই গুণী ব্যক্তির সঙ্গে লিওনেল মেসিরা পর্যন্ত আগ্রহ নিয়ে ছবি তুলতে আসেন। বিস্ময় নিয়ে মুমিনুল বলেন, ‘লাজুক কণ্ঠে বললাম, স্যার, আপনি এত বড় মানুষ! তিনি আমাদের সাফল্যে অনেক খুশি। বললেন, তোমাদের সাফল্যে বাংলাদেশের মানুষ অনেক উচ্ছ্বসিত। সবার সঙ্গে তিনি কথা বললেন।’
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রতিটি খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। সত্যি এটা অনেক অনুপ্রেরণাদায়ক।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা হওয়া মেহেদী হাসান মিরাজ বললেন, ‘আমাদের অনেক প্রশংসা করলেন স্যার। তিনি বললেন, খেলা নিয়ে আমি খুব আশাবাদী। অলিম্পিকেও আমাদের ভালো করতে হবে।’
তরুণ ওপেনার সাদমান ইসলাম তাঁর অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘আসলে আমি এই প্রথম দেশের সরকার প্রধানের অনুষ্ঠানে গেলাম। আগে যাওয়ার সুযোগ হয়নি। দারুণ অনুভূতি। তিনি আমাদের ভারতে ভালো খেলতে বলেছেন। যেন সাফল্য নিয়ে আসতে পারি। আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনি প্যারিস অলিম্পিকে দূত হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা জানিয়েছেন। তাঁকে ফ্রান্স সরকার দারুণ সম্মান দিয়েছেন। আমরাও যেন দেশের জন্য ভালো খেলে সম্মান বয়ে আনতে পারি, এই ব্যাপারগুলো বলেছেন।’

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে