
ক্রিস গেইল, রোহিত শর্মার মতো ব্যাটাররা যেন বোলারদের সামনে ‘মূর্তিমান আতঙ্ক’। বাজে বল পেলেই তা গ্যালারীতে আঁছড়ে ফেলতে মোটেও দেরী করেন না গেইল, রোহিতরা। বিশ্বকাপ ইতিহাসে ছক্কার রেকর্ড গড়তে রোহিত পাল্লা দিচ্ছিলেন গেইলের সঙ্গে। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটারের রেকর্ড ভেঙে দিলেন রোহিত।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচের আগেই রোহিতের বিশ্বকাপ ক্যারিয়ারের ছক্কা ছিল ৪৭ টি। ভারতীয় অধিনায়ক ইনিংসের তৃতীয় ওভারেই মেরেছেন ম্যাচে তাঁর প্রথম ছক্কা। তৃতীয় ওভারের তৃতীয় বলে বোল্টকে এক্সট্রা কাভার দিয়ে সীমানাছাড়া করেন রোহিত। এরপর চতুর্থ ওভারের চতুর্থ বলে সাউদিকে ফ্লিক করে ফাইন লেগের ওপর দিয়ে সীমানাছাড়া করেন রোহিত। ৪৯ ছক্কা মেরে ভারতীয় ওপেনার ভাগ বসিয়েছেন গেইলের বিশ্বকাপে ছক্কার রেকর্ডে। তারপর পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বিশ্বকাপ ক্যারিয়ারের ৫০ তম ছক্কা মেরে রেকর্ডটি নিজের নামে করে নেন রোহিত। ট্রেন্ট বোল্টকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মেরেছেন ভারতীয় অধিনায়ক।
৫০ ছক্কার রেকর্ড গড়ার পর সংখ্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়েছেন রোহিত। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মিচেল স্যান্টনারকে ডিপ স্কয়ার লেগ দিয়ে পুল করে উড়িয়ে মেরেছেন ভারতীয় অধিনায়ক। ৫১ ছক্কা মেরে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এখন রোহিতের। গেইলের আরও এক রেকর্ড ভেঙেছেন রোহিত। ২০২৩ বিশ্বকাপে ২৮ ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। যা এক বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা। ২০১৫ বিশ্বকাপে ২৬ ছক্কা মেরে এই রেকর্ডে দ্বিতীয় গেইল।
এর আগে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নেন রোহিত। আফগানিস্তানের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপ ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পেয়েছেন তিনি। ৬ সেঞ্চুরি করে এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় শচীন টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নার।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা:
৫১-রোহিত শর্মা (ভারত)
৪৯-ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
৪৩-গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৩৭-এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
৩৭-ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
এক বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ড:
২৭-রোহিত শর্মা (ভারত) ; ২০২৩
২৬-ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ); ২০১৫
২২-গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া); ২০২৩
২২-এউইন মরগান (ইংল্যান্ড); ২০১৯
২১-এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা); ২০১৫
২১-কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা); ২০২৩

ক্রিস গেইল, রোহিত শর্মার মতো ব্যাটাররা যেন বোলারদের সামনে ‘মূর্তিমান আতঙ্ক’। বাজে বল পেলেই তা গ্যালারীতে আঁছড়ে ফেলতে মোটেও দেরী করেন না গেইল, রোহিতরা। বিশ্বকাপ ইতিহাসে ছক্কার রেকর্ড গড়তে রোহিত পাল্লা দিচ্ছিলেন গেইলের সঙ্গে। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটারের রেকর্ড ভেঙে দিলেন রোহিত।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচের আগেই রোহিতের বিশ্বকাপ ক্যারিয়ারের ছক্কা ছিল ৪৭ টি। ভারতীয় অধিনায়ক ইনিংসের তৃতীয় ওভারেই মেরেছেন ম্যাচে তাঁর প্রথম ছক্কা। তৃতীয় ওভারের তৃতীয় বলে বোল্টকে এক্সট্রা কাভার দিয়ে সীমানাছাড়া করেন রোহিত। এরপর চতুর্থ ওভারের চতুর্থ বলে সাউদিকে ফ্লিক করে ফাইন লেগের ওপর দিয়ে সীমানাছাড়া করেন রোহিত। ৪৯ ছক্কা মেরে ভারতীয় ওপেনার ভাগ বসিয়েছেন গেইলের বিশ্বকাপে ছক্কার রেকর্ডে। তারপর পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বিশ্বকাপ ক্যারিয়ারের ৫০ তম ছক্কা মেরে রেকর্ডটি নিজের নামে করে নেন রোহিত। ট্রেন্ট বোল্টকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মেরেছেন ভারতীয় অধিনায়ক।
৫০ ছক্কার রেকর্ড গড়ার পর সংখ্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়েছেন রোহিত। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মিচেল স্যান্টনারকে ডিপ স্কয়ার লেগ দিয়ে পুল করে উড়িয়ে মেরেছেন ভারতীয় অধিনায়ক। ৫১ ছক্কা মেরে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এখন রোহিতের। গেইলের আরও এক রেকর্ড ভেঙেছেন রোহিত। ২০২৩ বিশ্বকাপে ২৮ ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। যা এক বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা। ২০১৫ বিশ্বকাপে ২৬ ছক্কা মেরে এই রেকর্ডে দ্বিতীয় গেইল।
এর আগে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নেন রোহিত। আফগানিস্তানের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপ ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পেয়েছেন তিনি। ৬ সেঞ্চুরি করে এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় শচীন টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নার।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা:
৫১-রোহিত শর্মা (ভারত)
৪৯-ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
৪৩-গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৩৭-এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
৩৭-ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
এক বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ড:
২৭-রোহিত শর্মা (ভারত) ; ২০২৩
২৬-ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ); ২০১৫
২২-গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া); ২০২৩
২২-এউইন মরগান (ইংল্যান্ড); ২০১৯
২১-এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা); ২০১৫
২১-কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা); ২০২৩

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে