
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লাখ ৩২ হাজার দর্শককে চুপ করিয়ে দেওয়ার হুংকার প্যাট কামিন্স দিয়েছিলেন ফাইনালের আগের দিনই। যেই কথা সেই কাজই গতকাল ফাইনালে করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। প্রথমে টস জিতে ফিল্ডিং নেওয়া। বুদ্ধিদীপ্ত কৌশলে ভারতকে অল্প রানে বেঁধে ফেলে শিরোপা জয়ের অর্ধেক কাজ যেন সেখানেই সেরে রেখেছেন কামিন্স। এরপর বাকি কাজটা অস্ট্রেলিয়া সেরেছে ব্যাটিংয়ে। ৬ উইকেটে জিতে হেক্সা সম্পূর্ণ করেছে অজিরা।
পরিবার নিয়ে দেশে গিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয় উদযাপন হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবেই। কিন্তু এবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সেই সুযোগটুকু পর্যন্ত নেই। বৃহস্পতিবার থেকে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ভারত থেকে অস্ট্রেলিয়া উড়ে যেতে সময় লাগে গড়ে ১২-১৩ ঘণ্টার মতো। এরপর বুধবারের মধ্যে চলে আসতে হবে ভারতে। যেতে আসতেই সময় চলে যাবে ২৪ থেকে ২৬ ঘণ্টা। ভ্রমণক্লান্তির কারণেই দেশে ফিরে শিরোপা উদযাপনের উপলক্ষ্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল করতে পারছে না।
গতকাল আহমেদাবাদের ফাইনালের সুন্দর পরিবেশের কথা যেমন মাইকেল ভন বলেছেন, তেমনি ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রসঙ্গও উঠে এসেছে। ফেসবুকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আহমেদাবাদের ফাইনালে থাকা সত্যিই অনেক আনন্দের। ক্রিকেটের জন্য অসাধারণ এক পরিবেশ। দারুণ ছন্দে থাকা ভারতের বিপক্ষে দুর্দান্ত বিশ্বকাপ জেতায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে অভিনন্দন। জানি এখন সবাই চার দিনের মধ্যে অপ্রাসঙ্গিক একটা টি-টোয়েন্টি সিরিজ খেলবে। দেশে উড়ে গিয়ে আপনার সেই জয় উদযাপনের কথা ছিল।’
ভারত-অস্ট্রেলিয়া পাঁচটি টি-টোয়েন্টি হবে পাঁচ ভেন্যুতে। বিশাখাপত্তনমে বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টির পর তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৬ নভেম্বর খেলবে ভারত-অস্ট্রেলিয়া। এরপর ২৮ নভেম্বর, ১ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে গুয়াহাটি, রাইপুর ও বেঙ্গালুরুতে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লাখ ৩২ হাজার দর্শককে চুপ করিয়ে দেওয়ার হুংকার প্যাট কামিন্স দিয়েছিলেন ফাইনালের আগের দিনই। যেই কথা সেই কাজই গতকাল ফাইনালে করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। প্রথমে টস জিতে ফিল্ডিং নেওয়া। বুদ্ধিদীপ্ত কৌশলে ভারতকে অল্প রানে বেঁধে ফেলে শিরোপা জয়ের অর্ধেক কাজ যেন সেখানেই সেরে রেখেছেন কামিন্স। এরপর বাকি কাজটা অস্ট্রেলিয়া সেরেছে ব্যাটিংয়ে। ৬ উইকেটে জিতে হেক্সা সম্পূর্ণ করেছে অজিরা।
পরিবার নিয়ে দেশে গিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয় উদযাপন হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবেই। কিন্তু এবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সেই সুযোগটুকু পর্যন্ত নেই। বৃহস্পতিবার থেকে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ভারত থেকে অস্ট্রেলিয়া উড়ে যেতে সময় লাগে গড়ে ১২-১৩ ঘণ্টার মতো। এরপর বুধবারের মধ্যে চলে আসতে হবে ভারতে। যেতে আসতেই সময় চলে যাবে ২৪ থেকে ২৬ ঘণ্টা। ভ্রমণক্লান্তির কারণেই দেশে ফিরে শিরোপা উদযাপনের উপলক্ষ্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল করতে পারছে না।
গতকাল আহমেদাবাদের ফাইনালের সুন্দর পরিবেশের কথা যেমন মাইকেল ভন বলেছেন, তেমনি ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রসঙ্গও উঠে এসেছে। ফেসবুকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আহমেদাবাদের ফাইনালে থাকা সত্যিই অনেক আনন্দের। ক্রিকেটের জন্য অসাধারণ এক পরিবেশ। দারুণ ছন্দে থাকা ভারতের বিপক্ষে দুর্দান্ত বিশ্বকাপ জেতায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে অভিনন্দন। জানি এখন সবাই চার দিনের মধ্যে অপ্রাসঙ্গিক একটা টি-টোয়েন্টি সিরিজ খেলবে। দেশে উড়ে গিয়ে আপনার সেই জয় উদযাপনের কথা ছিল।’
ভারত-অস্ট্রেলিয়া পাঁচটি টি-টোয়েন্টি হবে পাঁচ ভেন্যুতে। বিশাখাপত্তনমে বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টির পর তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৬ নভেম্বর খেলবে ভারত-অস্ট্রেলিয়া। এরপর ২৮ নভেম্বর, ১ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে গুয়াহাটি, রাইপুর ও বেঙ্গালুরুতে।

ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
৪০ মিনিট আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
১ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
১ ঘণ্টা আগে
সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
১৩ ঘণ্টা আগে