
নতুন বলে শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহদের সামনে সাম্প্রতিক সময়ে বেশ অসহায় ঠেকেছে ভারতের টপ অর্ডার। তবে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসে দেখা গেল ভিন্ন চিত্র। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল দাপট দেখিয়েছেন। দুই ওপেনারকে ফিরিয়ে এবার সাময়িক স্বস্তি পেয়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখার সময় ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৩১ রান।
ফিফটি পূর্ণ করেছেন রোহিত ও গিল দুজনই। ৪৪ বলে ৫৩ রানে অপরাজিত আছেন গিল, রোহিতের রান ৫৫। তবে শুরু থেকে অবশ্য আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে গিলকে। ১৩ তম ওভারে শাদাব খানের শেষ তিন বলে টানা দুই ছক্কা ও এক চারে রানের পাল্লায় গিলের কাছাকাছি চলে আসেন রোহিত। ওই ওভারের তৃতীয় বলে অষ্টম ফিফটি পূর্ণ করেন গিল। ৩৭ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।
গিলের ঝড়ে পাওয়ার প্লের প্রথম ১০ ওভারেই ভারত করে ৬১ রান। উইকেটের খোঁজে আছেন আফ্রিদি, নাসিমরা। এই প্রতিবেদন লেখার সময় অবশ্য পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দিয়েছেন শাদাব খান। তাঁর বলে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে রোহিত আউট হয়েছেন ৫৬ রানে। এরপর গিলকে ফিরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। কাভারে শাদাবের হাতে ক্যাচ তুলে দিয়েছেন গিল। ভারতীয় এই ওপেনার করেছেন ৫৮ রান।
সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে অবশ্য কিছুটা স্বস্তিতে আছে পাকিস্তান। এই পর্বে এটি অবশ্য ভারতের প্রথম ম্যাচ। গ্রুপ পর্বে দুই দলের ম্যাচটি অবশ্য বৃষ্টিতে ভেস্তে যায়। এই ম্যাচের জন্য তাই রিজার্ভ ডের ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন বলে শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহদের সামনে সাম্প্রতিক সময়ে বেশ অসহায় ঠেকেছে ভারতের টপ অর্ডার। তবে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসে দেখা গেল ভিন্ন চিত্র। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল দাপট দেখিয়েছেন। দুই ওপেনারকে ফিরিয়ে এবার সাময়িক স্বস্তি পেয়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখার সময় ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৩১ রান।
ফিফটি পূর্ণ করেছেন রোহিত ও গিল দুজনই। ৪৪ বলে ৫৩ রানে অপরাজিত আছেন গিল, রোহিতের রান ৫৫। তবে শুরু থেকে অবশ্য আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে গিলকে। ১৩ তম ওভারে শাদাব খানের শেষ তিন বলে টানা দুই ছক্কা ও এক চারে রানের পাল্লায় গিলের কাছাকাছি চলে আসেন রোহিত। ওই ওভারের তৃতীয় বলে অষ্টম ফিফটি পূর্ণ করেন গিল। ৩৭ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।
গিলের ঝড়ে পাওয়ার প্লের প্রথম ১০ ওভারেই ভারত করে ৬১ রান। উইকেটের খোঁজে আছেন আফ্রিদি, নাসিমরা। এই প্রতিবেদন লেখার সময় অবশ্য পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দিয়েছেন শাদাব খান। তাঁর বলে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে রোহিত আউট হয়েছেন ৫৬ রানে। এরপর গিলকে ফিরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। কাভারে শাদাবের হাতে ক্যাচ তুলে দিয়েছেন গিল। ভারতীয় এই ওপেনার করেছেন ৫৮ রান।
সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে অবশ্য কিছুটা স্বস্তিতে আছে পাকিস্তান। এই পর্বে এটি অবশ্য ভারতের প্রথম ম্যাচ। গ্রুপ পর্বে দুই দলের ম্যাচটি অবশ্য বৃষ্টিতে ভেস্তে যায়। এই ম্যাচের জন্য তাই রিজার্ভ ডের ব্যবস্থা রাখা হয়েছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে