
নতুন বলে শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহদের সামনে সাম্প্রতিক সময়ে বেশ অসহায় ঠেকেছে ভারতের টপ অর্ডার। তবে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসে দেখা গেল ভিন্ন চিত্র। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল দাপট দেখিয়েছেন। দুই ওপেনারকে ফিরিয়ে এবার সাময়িক স্বস্তি পেয়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখার সময় ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৩১ রান।
ফিফটি পূর্ণ করেছেন রোহিত ও গিল দুজনই। ৪৪ বলে ৫৩ রানে অপরাজিত আছেন গিল, রোহিতের রান ৫৫। তবে শুরু থেকে অবশ্য আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে গিলকে। ১৩ তম ওভারে শাদাব খানের শেষ তিন বলে টানা দুই ছক্কা ও এক চারে রানের পাল্লায় গিলের কাছাকাছি চলে আসেন রোহিত। ওই ওভারের তৃতীয় বলে অষ্টম ফিফটি পূর্ণ করেন গিল। ৩৭ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।
গিলের ঝড়ে পাওয়ার প্লের প্রথম ১০ ওভারেই ভারত করে ৬১ রান। উইকেটের খোঁজে আছেন আফ্রিদি, নাসিমরা। এই প্রতিবেদন লেখার সময় অবশ্য পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দিয়েছেন শাদাব খান। তাঁর বলে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে রোহিত আউট হয়েছেন ৫৬ রানে। এরপর গিলকে ফিরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। কাভারে শাদাবের হাতে ক্যাচ তুলে দিয়েছেন গিল। ভারতীয় এই ওপেনার করেছেন ৫৮ রান।
সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে অবশ্য কিছুটা স্বস্তিতে আছে পাকিস্তান। এই পর্বে এটি অবশ্য ভারতের প্রথম ম্যাচ। গ্রুপ পর্বে দুই দলের ম্যাচটি অবশ্য বৃষ্টিতে ভেস্তে যায়। এই ম্যাচের জন্য তাই রিজার্ভ ডের ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন বলে শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহদের সামনে সাম্প্রতিক সময়ে বেশ অসহায় ঠেকেছে ভারতের টপ অর্ডার। তবে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসে দেখা গেল ভিন্ন চিত্র। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল দাপট দেখিয়েছেন। দুই ওপেনারকে ফিরিয়ে এবার সাময়িক স্বস্তি পেয়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখার সময় ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৩১ রান।
ফিফটি পূর্ণ করেছেন রোহিত ও গিল দুজনই। ৪৪ বলে ৫৩ রানে অপরাজিত আছেন গিল, রোহিতের রান ৫৫। তবে শুরু থেকে অবশ্য আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে গিলকে। ১৩ তম ওভারে শাদাব খানের শেষ তিন বলে টানা দুই ছক্কা ও এক চারে রানের পাল্লায় গিলের কাছাকাছি চলে আসেন রোহিত। ওই ওভারের তৃতীয় বলে অষ্টম ফিফটি পূর্ণ করেন গিল। ৩৭ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।
গিলের ঝড়ে পাওয়ার প্লের প্রথম ১০ ওভারেই ভারত করে ৬১ রান। উইকেটের খোঁজে আছেন আফ্রিদি, নাসিমরা। এই প্রতিবেদন লেখার সময় অবশ্য পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দিয়েছেন শাদাব খান। তাঁর বলে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে রোহিত আউট হয়েছেন ৫৬ রানে। এরপর গিলকে ফিরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। কাভারে শাদাবের হাতে ক্যাচ তুলে দিয়েছেন গিল। ভারতীয় এই ওপেনার করেছেন ৫৮ রান।
সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে অবশ্য কিছুটা স্বস্তিতে আছে পাকিস্তান। এই পর্বে এটি অবশ্য ভারতের প্রথম ম্যাচ। গ্রুপ পর্বে দুই দলের ম্যাচটি অবশ্য বৃষ্টিতে ভেস্তে যায়। এই ম্যাচের জন্য তাই রিজার্ভ ডের ব্যবস্থা রাখা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ ঘণ্টা আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
২ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
২ ঘণ্টা আগে