
মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী সব সময়ই। বিরাট কোহলি-বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি-জসপ্রীত বুমরা—এমন বেশ কিছু দ্বৈত লড়াই নিয়ে সামাজিক মাধ্যমে যেমন আলাপ-আলোচনা হয়, তেমনি মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। আবার ম্যাচ শেষে বোঝার উপায় নেই যে কোহলি-বাবরদের মধ্যে মাঠে চলে তুমুল প্রতিযোগিতা। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও দেখা গেছে ভারত-পাকিস্তানের সৌহার্দের এক ঘটনা, যা পছন্দ হয়নি পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরামের।
ওয়ানডে বিশ্বকাপে আগের সাতবারের তিক্ত পরাজয়ের স্মৃতি নিয়ে পাকিস্তান গতকাল খেলে ভারতের বিপক্ষে। আহমেদাবাদে ভারত সেটা নিয়েছে ৮-০ পর্যন্ত। পাকিস্তানকে ১১৭ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচ শেষে দেখা করেছেন বিরাট কোহলি ও বাবর আজম। বাবরকে কোহলি তাঁর জার্সি উপহার দিয়েছেন। কোহলির স্বাক্ষর চেয়েছেন পাকিস্তান অধিনায়ক। তখন নিজের ১৮ নম্বরের জার্সির পেছনে অটোগ্রাফ দিয়েছেন কোহলি। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। ব্যাপারটি প্রশংসা পেলেও আকরামের মোটেও পছন্দ হয়নি। আকরামের মতে, এমন বড় পরাজয়ের পর কোহলির থেকে সরাসরি জার্সি নেওয়া উচিত হয়নি বাবরের। স্থানীয় এক চ্যানেলে পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার বলেন, ‘মাঠে কোহলির সঙ্গে দেখা করা উচিত হয়নি বাবরের। কোহলির সঙ্গে এভাবে সরাসরি দেখা করার মতো পরিস্থিতি এখন এটা না। ব্যক্তিগতভাবে বিরাটের থেকে জার্সি নিতে পারত বাবর।’
এই ম্যাচের আগে গত ১০ অক্টোবর দিনটা স্মরণীয় করে রেখেছিল পাকিস্তান ক্রিকেট দল। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য পাকিস্তান ১০ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায়, বিশ্বকাপ ইতিহাসে যা সর্বোচ্চ রান তাড়া করে জয়। বিশ্বরেকর্ডের পরের মুহূর্তটা আরও স্মরণীয় করে রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ শেষে বাবর আজম হায়দরাবাদের এক মাঠকর্মীকে পাকিস্তান দলের জার্সি উপহার দিয়েছেন। জার্সি দেওয়ার মুহূর্তে পাশে ছিলেন আরও অনেক মাঠকর্মী। এরপর মাঠকর্মীদের সঙ্গে ছবি তুলেছে পাকিস্তান ক্রিকেট দল। মাঠকর্মীদের সঙ্গে হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিদের ছবি তোলার দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ক্রিকেট পাকিস্তান তাদের টুইটার অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘হায়দরাবাদের মাঠকর্মীদের ভালোভাবেই প্রশংসা করা হয়েছে।’
তাছাড়া বিশ্বকাপের আগে কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচে সৌহার্দের অসাধারণ দৃষ্টান্ত উপস্থাপন করেন শাহিন ও বুমরা। ১০ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচ বৃষ্টি বাগড়া দেওয়ায় গড়িয়েছে রিজার্ভ ডেতে। দিন শেষে যখন সবাই চলে গেছে, তখনই নির্জন স্টেডিয়ামে দেখা হয়ে যায় বুমরা ও শাহিনের। বাক্সে মোড়ানো উপহার নিয়ে শাহিন বেশ উৎফুল্ল মনে এগিয়ে যান সদ্য বাবা হওয়া বুমরার কাছে। উপহার দেওয়ার সময় একটু মজাও করেছেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার বলেন, ‘সৃষ্টিকর্তার আশীর্বাদ তার ওপর সব সময় থাকুক। আশা করি সেও একদিন নতুন বুমরা হবে।’ উপহার পেয়ে বুমরার হাসি যেন বাঁধ মানছিল না। ভারতীয় পেসার অনেকবার ‘থ্যাংক ইউ’ বলেছেন শাহিনকে।

মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী সব সময়ই। বিরাট কোহলি-বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি-জসপ্রীত বুমরা—এমন বেশ কিছু দ্বৈত লড়াই নিয়ে সামাজিক মাধ্যমে যেমন আলাপ-আলোচনা হয়, তেমনি মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। আবার ম্যাচ শেষে বোঝার উপায় নেই যে কোহলি-বাবরদের মধ্যে মাঠে চলে তুমুল প্রতিযোগিতা। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও দেখা গেছে ভারত-পাকিস্তানের সৌহার্দের এক ঘটনা, যা পছন্দ হয়নি পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরামের।
ওয়ানডে বিশ্বকাপে আগের সাতবারের তিক্ত পরাজয়ের স্মৃতি নিয়ে পাকিস্তান গতকাল খেলে ভারতের বিপক্ষে। আহমেদাবাদে ভারত সেটা নিয়েছে ৮-০ পর্যন্ত। পাকিস্তানকে ১১৭ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচ শেষে দেখা করেছেন বিরাট কোহলি ও বাবর আজম। বাবরকে কোহলি তাঁর জার্সি উপহার দিয়েছেন। কোহলির স্বাক্ষর চেয়েছেন পাকিস্তান অধিনায়ক। তখন নিজের ১৮ নম্বরের জার্সির পেছনে অটোগ্রাফ দিয়েছেন কোহলি। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। ব্যাপারটি প্রশংসা পেলেও আকরামের মোটেও পছন্দ হয়নি। আকরামের মতে, এমন বড় পরাজয়ের পর কোহলির থেকে সরাসরি জার্সি নেওয়া উচিত হয়নি বাবরের। স্থানীয় এক চ্যানেলে পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার বলেন, ‘মাঠে কোহলির সঙ্গে দেখা করা উচিত হয়নি বাবরের। কোহলির সঙ্গে এভাবে সরাসরি দেখা করার মতো পরিস্থিতি এখন এটা না। ব্যক্তিগতভাবে বিরাটের থেকে জার্সি নিতে পারত বাবর।’
এই ম্যাচের আগে গত ১০ অক্টোবর দিনটা স্মরণীয় করে রেখেছিল পাকিস্তান ক্রিকেট দল। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য পাকিস্তান ১০ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায়, বিশ্বকাপ ইতিহাসে যা সর্বোচ্চ রান তাড়া করে জয়। বিশ্বরেকর্ডের পরের মুহূর্তটা আরও স্মরণীয় করে রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ শেষে বাবর আজম হায়দরাবাদের এক মাঠকর্মীকে পাকিস্তান দলের জার্সি উপহার দিয়েছেন। জার্সি দেওয়ার মুহূর্তে পাশে ছিলেন আরও অনেক মাঠকর্মী। এরপর মাঠকর্মীদের সঙ্গে ছবি তুলেছে পাকিস্তান ক্রিকেট দল। মাঠকর্মীদের সঙ্গে হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিদের ছবি তোলার দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ক্রিকেট পাকিস্তান তাদের টুইটার অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘হায়দরাবাদের মাঠকর্মীদের ভালোভাবেই প্রশংসা করা হয়েছে।’
তাছাড়া বিশ্বকাপের আগে কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচে সৌহার্দের অসাধারণ দৃষ্টান্ত উপস্থাপন করেন শাহিন ও বুমরা। ১০ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচ বৃষ্টি বাগড়া দেওয়ায় গড়িয়েছে রিজার্ভ ডেতে। দিন শেষে যখন সবাই চলে গেছে, তখনই নির্জন স্টেডিয়ামে দেখা হয়ে যায় বুমরা ও শাহিনের। বাক্সে মোড়ানো উপহার নিয়ে শাহিন বেশ উৎফুল্ল মনে এগিয়ে যান সদ্য বাবা হওয়া বুমরার কাছে। উপহার দেওয়ার সময় একটু মজাও করেছেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার বলেন, ‘সৃষ্টিকর্তার আশীর্বাদ তার ওপর সব সময় থাকুক। আশা করি সেও একদিন নতুন বুমরা হবে।’ উপহার পেয়ে বুমরার হাসি যেন বাঁধ মানছিল না। ভারতীয় পেসার অনেকবার ‘থ্যাংক ইউ’ বলেছেন শাহিনকে।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
২২ মিনিট আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
২ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৩ ঘণ্টা আগে